ETV Bharat / bharat

Rahul Gandhi : লাদাখে চিনের অবস্থান নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

লাদাখের ভারতীয় ভূখণ্ডে এখনও শিবির করে রয়েছে চিনা সেনা ৷ এই নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, চিনকে কীভাবে মোকাবিলা করতে হবে, সেই সম্পর্কে কোনও ধারণাই ছিল না নরেন্দ্র মোদি সরকারের ৷

Ignoring China's actions can cause huge problems later: Rahul Gandhi to govt
Rahul Gandhi : লাদাখে চিনের অবস্থান নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধির
author img

By

Published : Jul 26, 2021, 1:07 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই : চিনকে কীভাবে মোকাবিলা করতে হবে, সেই সম্পর্কে কোনও ধারণাই ছিল না কেন্দ্রীয় সরকারের ৷ সোমবার এমনই অভিযোগ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর উল্লেখ করে একথা বলেন তিনি ৷ ওই খবরে দাবি করা হয়েছে, পূর্ব লাদাখের (Eastern Ladakh) দেমচকে (Demchok) ভারতীয় ভূখণ্ডে এখনও রয়েছে চিনা শিবির ৷ এই নিয়ে দু’দেশের সেনাকর্তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার ৷ কিন্তু কবে সেটা সম্ভব, তা কেউ জানে না ৷ বিষয়টি নিয়ে সোমবার টুইটারে একটি পোস্টও করেন রাহুল ৷

আরও পড়ুন : Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

উল্লেখ্য, 2020 সালের মে মাস থেকেই লাদাখে পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী ৷ রক্তক্ষয়ী সেই সংঘর্ষের পরই সমস্য়া মেটাতে দফায় দফায় আলোচনায় বসে দু’পক্ষ ৷ দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই লাদাখ থেকে সেনা অপসারণ শুরু হয় ৷ কিন্তু, এখনও লাদাখের বহু অংশে ভারতীয় ভূখণ্ড থেকে চিন সেনা প্রত্যাহার করেনি বলে অভিযোগ ৷

  • GOI is clueless on how to handle China.

    Ignoring their actions now will cause huge problems in the future. pic.twitter.com/oMixHTEQuF

    — Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Pegasus Spyware : প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রাহুলের

বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই সরব হয় বিরোধীরা ৷ সোমবার রাহুলের পাশাপাশি কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাও (Randeep Singh Surjewala) চিনা আগ্রাসন নিয়ে সরব হন ৷ কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারের অবস্থানকে ৷ টুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেন রণদীপ ৷

নয়াদিল্লি, 26 জুলাই : চিনকে কীভাবে মোকাবিলা করতে হবে, সেই সম্পর্কে কোনও ধারণাই ছিল না কেন্দ্রীয় সরকারের ৷ সোমবার এমনই অভিযোগ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর উল্লেখ করে একথা বলেন তিনি ৷ ওই খবরে দাবি করা হয়েছে, পূর্ব লাদাখের (Eastern Ladakh) দেমচকে (Demchok) ভারতীয় ভূখণ্ডে এখনও রয়েছে চিনা শিবির ৷ এই নিয়ে দু’দেশের সেনাকর্তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার ৷ কিন্তু কবে সেটা সম্ভব, তা কেউ জানে না ৷ বিষয়টি নিয়ে সোমবার টুইটারে একটি পোস্টও করেন রাহুল ৷

আরও পড়ুন : Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

উল্লেখ্য, 2020 সালের মে মাস থেকেই লাদাখে পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী ৷ রক্তক্ষয়ী সেই সংঘর্ষের পরই সমস্য়া মেটাতে দফায় দফায় আলোচনায় বসে দু’পক্ষ ৷ দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই লাদাখ থেকে সেনা অপসারণ শুরু হয় ৷ কিন্তু, এখনও লাদাখের বহু অংশে ভারতীয় ভূখণ্ড থেকে চিন সেনা প্রত্যাহার করেনি বলে অভিযোগ ৷

  • GOI is clueless on how to handle China.

    Ignoring their actions now will cause huge problems in the future. pic.twitter.com/oMixHTEQuF

    — Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Pegasus Spyware : প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রাহুলের

বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই সরব হয় বিরোধীরা ৷ সোমবার রাহুলের পাশাপাশি কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাও (Randeep Singh Surjewala) চিনা আগ্রাসন নিয়ে সরব হন ৷ কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারের অবস্থানকে ৷ টুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেন রণদীপ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.