ETV Bharat / bharat

Baby Born Onboard Flight: বিমানে জন্ম সবচেয়ে ছোট যাত্রীকে স্বাগত দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের - Indira Gandhi International Airport

বিমানের মধ্যেই প্রসব (Baby Born Onboard Flight) ৷ আর দিল্লি বিমানবন্দরে নামতেই 3 নং টার্মিনালে তাদের সবচেয়ে ছোট যাত্রীকে স্বাগত জানাল আইজিআই কর্তৃপক্ষ (IGI Welcomes Youngest Passenger Ever) ৷ নবজাতকের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেছে আইজিআই ৷

IGI Welcomes Youngest Passenger Ever After Baby Born Onboard Flight
IGI Welcomes Youngest Passenger Ever After Baby Born Onboard Flight
author img

By

Published : Nov 16, 2022, 10:33 AM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর: বিমানের মধ্যেই প্রসব করলেন এক যাত্রী (Baby Born Onboard Flight) ৷ আর বিমানের সবচেয়ে ছোট যাত্রীকে 3 নং টার্মিনালে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানাল ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (IGI Welcomes Youngest Passenger Ever) ৷ পরবর্তী সময়ে মা এবং সন্তানকে এয়ারপোর্ট কমপ্লেক্সের মেদান্ত ফেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷

ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নবজাতকের একটি ছবি প্রকাশ করেছে ৷ আর ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘আমাদের সবচেয়ে ছোট যাত্রীকে স্বাগত’ ! টুইটে আইজিআই কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘‘আমাদের সবচেয়ে ছোট যাত্রীকে স্বাগত জানাই ! টার্মিনাল 3, মেদান্তা ফ্যাসিলিটিতে প্রথম শিশুর আগমন উদযাপন করা হচ্ছে ৷ মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন ৷’’

আরও পড়ুন: 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

প্রসঙ্গত, এই ধরনের জরুরি পরিস্থিতিতে পরিষেবা দেওয়া জন্য বিমানবন্দরে প্রশিক্ষিত চিকিৎসক এবং স্বাস্থকর্মীরা সবসময় মোতায়েন থাকেন ৷ দিল্লি বিমানবন্দরের জরুরি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে মেদান্ত হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা চিকিৎসা সংক্রান্ত সমস্ত সরঞ্জামের সঙ্গে প্রস্তুত থাকেন বলে জানিয়েছে আইজিআই কর্তৃপক্ষ ৷ আইজিআই বিমানবন্দরের 3 নং টার্মিনালে আরও একটি বেসরকারি হাসপাতাল তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 16 নভেম্বর: বিমানের মধ্যেই প্রসব করলেন এক যাত্রী (Baby Born Onboard Flight) ৷ আর বিমানের সবচেয়ে ছোট যাত্রীকে 3 নং টার্মিনালে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানাল ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (IGI Welcomes Youngest Passenger Ever) ৷ পরবর্তী সময়ে মা এবং সন্তানকে এয়ারপোর্ট কমপ্লেক্সের মেদান্ত ফেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷

ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নবজাতকের একটি ছবি প্রকাশ করেছে ৷ আর ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘আমাদের সবচেয়ে ছোট যাত্রীকে স্বাগত’ ! টুইটে আইজিআই কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘‘আমাদের সবচেয়ে ছোট যাত্রীকে স্বাগত জানাই ! টার্মিনাল 3, মেদান্তা ফ্যাসিলিটিতে প্রথম শিশুর আগমন উদযাপন করা হচ্ছে ৷ মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন ৷’’

আরও পড়ুন: 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

প্রসঙ্গত, এই ধরনের জরুরি পরিস্থিতিতে পরিষেবা দেওয়া জন্য বিমানবন্দরে প্রশিক্ষিত চিকিৎসক এবং স্বাস্থকর্মীরা সবসময় মোতায়েন থাকেন ৷ দিল্লি বিমানবন্দরের জরুরি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে মেদান্ত হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা চিকিৎসা সংক্রান্ত সমস্ত সরঞ্জামের সঙ্গে প্রস্তুত থাকেন বলে জানিয়েছে আইজিআই কর্তৃপক্ষ ৷ আইজিআই বিমানবন্দরের 3 নং টার্মিনালে আরও একটি বেসরকারি হাসপাতাল তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.