ETV Bharat / bharat

Bihar Police: খোদ বিহার পুলিশের আইজি'র বন্দুক খোয়া গেল বাড়ি থেকে - বিহার পুলিশের আইজির বন্দুক চুরি

সরকারি বাসভবন থেকে চুরি হয়ে গেল বিহার পুলিশের আইজি'র বন্দুক ৷ ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে বিহারে (IG Vikas Vaibhav revolver missing in Patna)৷

ETV Bharat
ig of bihar police
author img

By

Published : Nov 25, 2022, 10:25 PM IST

পটনা, 25 নভেম্বর: চোর ধরা কাজ যে পুলিশের, সেই পুলিশেরই বাড়ি থেকে চুরি হয়ে গেল তাঁর রিভলবার (IG of Bihar police) ৷ ঘটনা বিহারের ৷ জানা গিয়েছে, বিহার পুলিশের আইজি বিকাশ বৈভবের বাড়ি থেকে তাঁর লাইসেন্স থাকা বন্দুকটি চুরি গিয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত যুবক আইজি'র বাড়িরই কর্মচারী বলে জানা গিয়েছে ৷

আইজি বিকাশ বৈভব জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর সরকারি বাসস্থান থেকেই তাঁর বন্দুকটি চুরি হয় (IG Vikash Vaibhav of Bihar Police) ৷ অনেক খুঁজেও বন্দুকটি পাওয়া যায়নি ৷ গর্দানিবাগ থানায় তখন বিষয়টি জানানো হয় ৷ তদন্তে নেমে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ সূত্রের খবর, 9 এমএম-এর একটি বন্দুক ছাড়াও 25টি কার্তুজও খোয়া গিয়েছে ৷ এই ঘটনায় বিহারের পুলিশ মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন: অস্ত্র ব্যবহারে উস্কানি, 10 বছরের বালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর !

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ওই পুলিশ আধিকারিকের বাড়িতে কাজ হচ্ছিল ৷ সেই সুযোগেই কেউ বন্দুকটি চুরি করতে পারে বলে আশঙ্কা ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার (revolver of Bihar Police IG missing) ৷

পটনা, 25 নভেম্বর: চোর ধরা কাজ যে পুলিশের, সেই পুলিশেরই বাড়ি থেকে চুরি হয়ে গেল তাঁর রিভলবার (IG of Bihar police) ৷ ঘটনা বিহারের ৷ জানা গিয়েছে, বিহার পুলিশের আইজি বিকাশ বৈভবের বাড়ি থেকে তাঁর লাইসেন্স থাকা বন্দুকটি চুরি গিয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত যুবক আইজি'র বাড়িরই কর্মচারী বলে জানা গিয়েছে ৷

আইজি বিকাশ বৈভব জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর সরকারি বাসস্থান থেকেই তাঁর বন্দুকটি চুরি হয় (IG Vikash Vaibhav of Bihar Police) ৷ অনেক খুঁজেও বন্দুকটি পাওয়া যায়নি ৷ গর্দানিবাগ থানায় তখন বিষয়টি জানানো হয় ৷ তদন্তে নেমে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ সূত্রের খবর, 9 এমএম-এর একটি বন্দুক ছাড়াও 25টি কার্তুজও খোয়া গিয়েছে ৷ এই ঘটনায় বিহারের পুলিশ মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন: অস্ত্র ব্যবহারে উস্কানি, 10 বছরের বালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর !

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ওই পুলিশ আধিকারিকের বাড়িতে কাজ হচ্ছিল ৷ সেই সুযোগেই কেউ বন্দুকটি চুরি করতে পারে বলে আশঙ্কা ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার (revolver of Bihar Police IG missing) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.