ETV Bharat / bharat

Arvind Kejriwal vs Himanta Biswa Sarma টুইট যুদ্ধে অবতীর্ণ দিল্লি ও অসমের মুখ্যমন্ত্রী - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

টুইটে পরস্পরকে আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Twitter Fight Between Arvind Kejriwal and Himanta Biswa Sarma) ৷ বুধবার থেকে শুরু হওয়া কটাক্ষ ও পালটা কটাক্ষ রবিবারও চলল (Arvind Kejriwal vs Himanta Biswa Sarma) ৷

Arvind Kejriwal vs Himanta Biswa Sarma
ETV Bharat
author img

By

Published : Aug 28, 2022, 9:45 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: স্কুল বন্ধ ইস্যুতে এবার 'টুইট যুদ্ধে' অবতীর্ণ হলেন দেশের দুই প্রান্তের দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী ৷ একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Arvind Kejriwal vs Himanta Biswa Sarma) ৷ রবিবার এক টুইটে অরবিন্দ কেজরিওয়াল অসমের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, "যদি আপনাদের সরকারি স্কুল ভালো না হয়, চিন্তা করার কিছু নেই ৷ সবাই মিলে ঠিক করে নেব ৷"

দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এই টুইট যুদ্ধ শুরু হয় বুধবার ৷ ওইদিন অসমে সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরকে হাতিয়ার করে অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, "স্কুল বন্ধ করে দেওয়া কোনও সমস্যার সমাধান নয় ৷ দেশে আরও স্কুল খোলার প্রয়োজন ৷"

  • आपने मेरे प्रश्न का जवाब नहीं दिया -“ आपके सरकारी स्कूल देखने कब आऊँ?” अगर स्कूल अच्छे नहीं हैं तो कोई बात नहीं। मिल के ठीक करेंगे ना। https://t.co/De1TpHyEfn

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) August 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিবিআইকে ঠেকাতে সাধারণ সম্মতি প্রত্যাহারের পথে নীতীশরা

এর পাল্টা রবিবার একটি টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ সেখানে তিনি লেখেন, "আপনি দিল্লিকে লন্ডন ও প্যারিসের মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ৷ মনে আছে কেজরিওয়ালজি ? যখন কিছুই করে উঠতে পারছেন না তখন দিল্লির তুলনা অসম ও উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলির সঙ্গে করছেন ৷ যদি বিজেপি সুযোগ পায় তাহলে দিল্লিকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলবে ৷"

আরও পড়ুন: অরুণাচল সীমান্তে চিনা অনুপ্রবেশের খবরে উদ্বিগ্ন কংগ্রেস, এলাকায় যাবে প্রতিনিধি দল

এর পালটা এদিন অসমের মুখ্যমন্ত্রীকে টুইটারে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷ বলেন, "আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না ৷ কবে আপনাদের স্কুল দেখতে যাব সেটা বলুন ৷"

শনিবার ও বিষয়টি নিয়ে আরেকটি টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ হিন্দিতে লেখা সেই টুইটে অসমের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "একটা কথা আছে, যখন আপনি কাউকে বলেন, কখন যাব? আর এর উত্তরে যদি কেউ বলে যখন পারবে এসো, তার মানেই হল কখনও এসো না ৷ আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কখন আপনাদের স্কুল দেখতে যাব, আপনি তার উত্তর দেননি ৷"

নয়াদিল্লি, 28 অগস্ট: স্কুল বন্ধ ইস্যুতে এবার 'টুইট যুদ্ধে' অবতীর্ণ হলেন দেশের দুই প্রান্তের দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী ৷ একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Arvind Kejriwal vs Himanta Biswa Sarma) ৷ রবিবার এক টুইটে অরবিন্দ কেজরিওয়াল অসমের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, "যদি আপনাদের সরকারি স্কুল ভালো না হয়, চিন্তা করার কিছু নেই ৷ সবাই মিলে ঠিক করে নেব ৷"

দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এই টুইট যুদ্ধ শুরু হয় বুধবার ৷ ওইদিন অসমে সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরকে হাতিয়ার করে অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, "স্কুল বন্ধ করে দেওয়া কোনও সমস্যার সমাধান নয় ৷ দেশে আরও স্কুল খোলার প্রয়োজন ৷"

  • आपने मेरे प्रश्न का जवाब नहीं दिया -“ आपके सरकारी स्कूल देखने कब आऊँ?” अगर स्कूल अच्छे नहीं हैं तो कोई बात नहीं। मिल के ठीक करेंगे ना। https://t.co/De1TpHyEfn

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) August 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিবিআইকে ঠেকাতে সাধারণ সম্মতি প্রত্যাহারের পথে নীতীশরা

এর পাল্টা রবিবার একটি টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ সেখানে তিনি লেখেন, "আপনি দিল্লিকে লন্ডন ও প্যারিসের মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ৷ মনে আছে কেজরিওয়ালজি ? যখন কিছুই করে উঠতে পারছেন না তখন দিল্লির তুলনা অসম ও উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলির সঙ্গে করছেন ৷ যদি বিজেপি সুযোগ পায় তাহলে দিল্লিকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলবে ৷"

আরও পড়ুন: অরুণাচল সীমান্তে চিনা অনুপ্রবেশের খবরে উদ্বিগ্ন কংগ্রেস, এলাকায় যাবে প্রতিনিধি দল

এর পালটা এদিন অসমের মুখ্যমন্ত্রীকে টুইটারে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷ বলেন, "আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না ৷ কবে আপনাদের স্কুল দেখতে যাব সেটা বলুন ৷"

শনিবার ও বিষয়টি নিয়ে আরেকটি টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ হিন্দিতে লেখা সেই টুইটে অসমের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "একটা কথা আছে, যখন আপনি কাউকে বলেন, কখন যাব? আর এর উত্তরে যদি কেউ বলে যখন পারবে এসো, তার মানেই হল কখনও এসো না ৷ আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কখন আপনাদের স্কুল দেখতে যাব, আপনি তার উত্তর দেননি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.