ETV Bharat / bharat

আগে থেকে যদি কিছু ঠিক করা থাকত, তাহলে আমরা এখানে আসতাম না, সুশীল চন্দ্রা

author img

By

Published : Jul 9, 2021, 5:44 PM IST

ডিলিমিটেশন কমিশনের অঞ্চল পুর্নবিন্যাস নিয়ে খোলাখুলি জানালেন প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রা ৷ তিনি জানান আগে থেকে কিছু ঠিক করা ছিল না ৷

sushil chandra
আগে থেকে যদি কিছু ঠিক করা থাকত, তাহলে আমরা এখানে আসতাম না, সুশীল চন্দ্রা

নয়াদিল্লি, 9 জুলাই : জম্মু-কাশ্মীরে নির্বাচন করা নিয়ে ভাবনা-চিন্তা করছে মোদি-সরকার ৷ সম্প্রতি তার প্রস্তুতি হিসেবে ডিলিমিটেশন (Delimitation) বা অঞ্চল পুনর্বিন্যাসের জন্য় 6 জুলাই সেখানে পৌঁছেছে নির্বাচন কমিশনের একটি বিশেষ দল ৷ আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করে অঞ্চল পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেবে এই দল ৷ কিন্তু পিডিপি-র নেত্রী মেহবুবা মুফতি এই দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চাননি ৷

আরও পড়ুন : নির্বাচনের প্রস্তুতিতে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন কমিশন

আজ নির্বাচন কমিশনের প্রধান (Chief Election Commissioner of india) সুশীল চন্দ্রা জানালেন, সব চাহিদা ও সুপারিশগুলি নিয়ে একটি খসড়া তৈরি করা হবে ৷ তার পর সেটা জনপরিসরে (Public Domain) প্রকাশ করা হবে, সাধারণ মানুষের মতামত জানার জন্য ৷ সব মন্তব্যগুলি দেখার পর ডিলিমিটেশন নিয়ে (on Delimitation exercise) চূড়ান্ত খসড়া (Final Draft) তৈরি করা হবে ৷

তিনি জানান, 1995 সালে 12 টি জেলা ছিল ৷ এখন সেই সংখ্যা হয়েছে 20 ৷ তহসিলের (tehsil) সংখ্যা 58 থেকে 270-এ পৌঁছেছে ৷ 12টি জেলার নির্বাচনী কেন্দ্রের সীমানা জেলার সীমানাকে ছাড়িয়ে গিয়েছে ৷ নির্বাচনী কেন্দ্র (Constituencies) গঠনের সময় কোনও জেলার উপর অন্য কোনও জেলাকে চাপিয়ে দেওয়া হবে না, তেহসিলের ক্ষেত্রেও তাই ৷

আগে থেকে সবকিছু ঠিক করা রয়েছে, এমন দাবি করা হয়েছিল ৷ সেই প্রসঙ্গের কথা মুখে না আনলেও তিনি বলেন, "যদি আগে থেকেই কিছু ঠিক করা থাকত, তাহলে আমরা এখানে আসতাম না ৷ আগে থেকে কিছু ঠিক করা হয়নি ৷ অঞ্চল পুনর্বিন্যাস করার আগে, আমরা সব মানুষের মত জানতে চেয়েছি ৷" তিনি জানান যদি কোনও ভাবে এই রকম চিন্তাভাবনা কারও মনে আসে, তাহলে তা দূর করে দেওয়া উচিত ৷

নয়াদিল্লি, 9 জুলাই : জম্মু-কাশ্মীরে নির্বাচন করা নিয়ে ভাবনা-চিন্তা করছে মোদি-সরকার ৷ সম্প্রতি তার প্রস্তুতি হিসেবে ডিলিমিটেশন (Delimitation) বা অঞ্চল পুনর্বিন্যাসের জন্য় 6 জুলাই সেখানে পৌঁছেছে নির্বাচন কমিশনের একটি বিশেষ দল ৷ আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করে অঞ্চল পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেবে এই দল ৷ কিন্তু পিডিপি-র নেত্রী মেহবুবা মুফতি এই দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চাননি ৷

আরও পড়ুন : নির্বাচনের প্রস্তুতিতে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন কমিশন

আজ নির্বাচন কমিশনের প্রধান (Chief Election Commissioner of india) সুশীল চন্দ্রা জানালেন, সব চাহিদা ও সুপারিশগুলি নিয়ে একটি খসড়া তৈরি করা হবে ৷ তার পর সেটা জনপরিসরে (Public Domain) প্রকাশ করা হবে, সাধারণ মানুষের মতামত জানার জন্য ৷ সব মন্তব্যগুলি দেখার পর ডিলিমিটেশন নিয়ে (on Delimitation exercise) চূড়ান্ত খসড়া (Final Draft) তৈরি করা হবে ৷

তিনি জানান, 1995 সালে 12 টি জেলা ছিল ৷ এখন সেই সংখ্যা হয়েছে 20 ৷ তহসিলের (tehsil) সংখ্যা 58 থেকে 270-এ পৌঁছেছে ৷ 12টি জেলার নির্বাচনী কেন্দ্রের সীমানা জেলার সীমানাকে ছাড়িয়ে গিয়েছে ৷ নির্বাচনী কেন্দ্র (Constituencies) গঠনের সময় কোনও জেলার উপর অন্য কোনও জেলাকে চাপিয়ে দেওয়া হবে না, তেহসিলের ক্ষেত্রেও তাই ৷

আগে থেকে সবকিছু ঠিক করা রয়েছে, এমন দাবি করা হয়েছিল ৷ সেই প্রসঙ্গের কথা মুখে না আনলেও তিনি বলেন, "যদি আগে থেকেই কিছু ঠিক করা থাকত, তাহলে আমরা এখানে আসতাম না ৷ আগে থেকে কিছু ঠিক করা হয়নি ৷ অঞ্চল পুনর্বিন্যাস করার আগে, আমরা সব মানুষের মত জানতে চেয়েছি ৷" তিনি জানান যদি কোনও ভাবে এই রকম চিন্তাভাবনা কারও মনে আসে, তাহলে তা দূর করে দেওয়া উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.