ETV Bharat / bharat

Security Force prevent Mao Attack:উদ্ধার 13 হাজার ডোটোনেটর, 300টি রাইফেল! বানচাল বড়সড় মাওবাদী হামলা

বিহারের গয়ায় মাওবাদী এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় উদ্ধার গোলাবারুদ, আইইডি, ডেটোনেটর, অস্ত্র এবং কার্তুজ। নিরাপত্তা বাহিনীর এই সাফল্যে বানচাল হল বড়সড় মাওবাদী হামলা ৷

Search Operation of Security Forces
উদ্ধার 13 হাজার ডোটোনেটর 300টি রাইফেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 2:13 PM IST

গয়া, 29 অগস্ট: বড়সড় সাফল্য় নিরাপত্তা বাহিনীর ৷ বিহারের গয়ায় তল্লাশি অভিযানে মাওবাদী এলাকা থেকে আইইডি, গোলাবারুদ, কার্তুজ ও অস্ত্র উদ্ধার হয়েছে। এর থেকে পরিষ্কার কোথাও মাওবাদীরা নাশকতার ছক কষছিল ৷

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার: কোবরা 205, সিআরপিএফ 159 ব্যাটেলিয়ন, STF এবং জেলা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল গয়ার এসএসপি আশিষ ভারতীর নেতৃত্বে অভিযান চালায়। লুতুয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর ওই বিশেষ দল। লুতুয়া থানার অন্তর্গত পান্দ্রার পাহাড়ি ও বনাঞ্চলেও অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা 303টি রাইফেল, 7.62 মিলিমিটারের 100টি কার্তুজ উদ্ধার করা হয়।

তিনটি শক্তিশালী আইইডি নিষ্ক্রিয় করা হয়েছে: অভিযানের সময় তিনটি শক্তিশালী আইইডিও পাওয়া গিয়েছে, যা নিষ্ক্রিয় করা হয়েছে। তল্লাশিতে ওই পাহাড়ের অন্যদিকে একটি গুহার সন্ধান মিলেছে ৷ নিরাপত্তা বাহিনীর অনুমান, ওই গুহাতেই মাওবাদীরা একটি আস্তানা তৈরি করেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর আসার আভাস পেয়ে তারা পালিয়ে যায়। এদিকে, গুহায় অভিযানের সময় পাঁচটি প্লাস্টিকের বস্তায় রাখা বিস্ফোরক ও ব্যাকপ্যাক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। প্লাস্টিকের ব্যাগে 13 হাজার 800টি বিস্ফোরক (ডেটোনেটর) পাওয়া গিয়েছে। ডেটোনেটরগুলো ছিল 46টি প্যাকেটে। এছাড়াও ঘটনাস্থল থেকে চার বান্ডিল কর্ডেক্স তার, মাওবাদীদের কালো পোশাক, দু'টি ফোন এবং দু'টি ওয়াকিটকি উদ্ধার হয়েছে ।

তথ্য অনুযায়ী, নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই সবচেয়ে মারাত্মক স্কোয়াড পিএলজিএ ৷ যা পান্দ্রা পাহাড়ের গুহায় জড়ো হয়েছিল। এখনও মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান এখনও চলছে। গয়ার এসএসপি আশিস ভারতী বলেন, "মাওবাদী সংগঠন সিপিআই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণের একটি বড় পরিকল্পনা করছিল। লুতুয়া থানার অধীন পান্দ্রার পাহাড়ি ও জঙ্গল এলাকায় প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী প্রচুর পরিমাণে গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে, অস্ত্র, কার্তুজ, 13 হাজার 800টি ডেটোনেটর, আইইডি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান এখনও চলছে ৷ "

আরও পড়ুন: যাদবপুরে মাওবাদী-নকশালপন্থীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে, মন্তব্য লকেটের

গয়া, 29 অগস্ট: বড়সড় সাফল্য় নিরাপত্তা বাহিনীর ৷ বিহারের গয়ায় তল্লাশি অভিযানে মাওবাদী এলাকা থেকে আইইডি, গোলাবারুদ, কার্তুজ ও অস্ত্র উদ্ধার হয়েছে। এর থেকে পরিষ্কার কোথাও মাওবাদীরা নাশকতার ছক কষছিল ৷

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার: কোবরা 205, সিআরপিএফ 159 ব্যাটেলিয়ন, STF এবং জেলা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল গয়ার এসএসপি আশিষ ভারতীর নেতৃত্বে অভিযান চালায়। লুতুয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর ওই বিশেষ দল। লুতুয়া থানার অন্তর্গত পান্দ্রার পাহাড়ি ও বনাঞ্চলেও অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা 303টি রাইফেল, 7.62 মিলিমিটারের 100টি কার্তুজ উদ্ধার করা হয়।

তিনটি শক্তিশালী আইইডি নিষ্ক্রিয় করা হয়েছে: অভিযানের সময় তিনটি শক্তিশালী আইইডিও পাওয়া গিয়েছে, যা নিষ্ক্রিয় করা হয়েছে। তল্লাশিতে ওই পাহাড়ের অন্যদিকে একটি গুহার সন্ধান মিলেছে ৷ নিরাপত্তা বাহিনীর অনুমান, ওই গুহাতেই মাওবাদীরা একটি আস্তানা তৈরি করেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর আসার আভাস পেয়ে তারা পালিয়ে যায়। এদিকে, গুহায় অভিযানের সময় পাঁচটি প্লাস্টিকের বস্তায় রাখা বিস্ফোরক ও ব্যাকপ্যাক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। প্লাস্টিকের ব্যাগে 13 হাজার 800টি বিস্ফোরক (ডেটোনেটর) পাওয়া গিয়েছে। ডেটোনেটরগুলো ছিল 46টি প্যাকেটে। এছাড়াও ঘটনাস্থল থেকে চার বান্ডিল কর্ডেক্স তার, মাওবাদীদের কালো পোশাক, দু'টি ফোন এবং দু'টি ওয়াকিটকি উদ্ধার হয়েছে ।

তথ্য অনুযায়ী, নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই সবচেয়ে মারাত্মক স্কোয়াড পিএলজিএ ৷ যা পান্দ্রা পাহাড়ের গুহায় জড়ো হয়েছিল। এখনও মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান এখনও চলছে। গয়ার এসএসপি আশিস ভারতী বলেন, "মাওবাদী সংগঠন সিপিআই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণের একটি বড় পরিকল্পনা করছিল। লুতুয়া থানার অধীন পান্দ্রার পাহাড়ি ও জঙ্গল এলাকায় প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী প্রচুর পরিমাণে গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে, অস্ত্র, কার্তুজ, 13 হাজার 800টি ডেটোনেটর, আইইডি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান এখনও চলছে ৷ "

আরও পড়ুন: যাদবপুরে মাওবাদী-নকশালপন্থীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে, মন্তব্য লকেটের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.