ETV Bharat / bharat

দক্ষিণ আফ্রিকা-ব্রাজিলের নতুন কোরোনা স্ট্রেনের হদিস মিলল ভারতে

এবার ভারতে হদিস মিলল কোরোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের স্ট্রেনের৷ সব মিলিয়ে এমন পাঁচজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে৷ মঙ্গলবার সরকারি তরফে এমনটাই জানা গিয়েছে৷

author img

By

Published : Feb 16, 2021, 7:37 PM IST

Updated : Feb 16, 2021, 8:30 PM IST

দক্ষিণ আফ্রিকা-ব্রাজিলের নতুন কোরোনা স্ট্রেনের হদিশ মিলল ভারতে
দক্ষিণ আফ্রিকা-ব্রাজিলের নতুন কোরোনা স্ট্রেনের হদিশ মিলল ভারতে

দিল্লি, 16 ফেব্রুয়ারি : এতদিন ছিল ইউকে-স্ট্রেন৷ এবার হাজির কোরোনার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে আসা দু’টি স্ট্রেন৷ ওই দেশ থেকে সম্প্রতি যাঁরা ঘুরে এসেছেন, তাঁদের মধ্যে পাঁচজনের শরীরে নতুন এই দু’টি স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে৷ মঙ্গলবার সরকারি তরফে এমনটাই জানা গিয়েছে৷

সরকারি তরফের খবর, ব্রাজিলের স্ট্রেনের হদিস একজন কোরোনার রোগীর শরীরে মিলেছে৷ আর চার কোরোনার রোগীর শরীরে পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট৷ তাই সাম্প্রতিক কালে ওই দেশ দু’টি থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের শারীরিক পরীক্ষা দ্রুত করা হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে৷ আপাতত এই স্ট্রেনের উপর কোরোনার টিকা কতটা কার্যকর, সেটাই খতিয়ে দেখার কাজ চলছে বলে জানা গিয়েছে৷

গত বছরের গোড়ায় ভারতে প্রথম কোরোনা ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে৷ তার পর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে আক্রান্তের সংখ্যা৷ কিন্তু এই বছরের শুরুতেই কোরোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ আপাতত স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কোরোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ করা হচ্ছে৷ এর পর পঞ্চাশোর্ধ্বদেরও টিকা দেওয়া হবে৷

যদিও টিকাকরণের কাজ শুরু হওয়ার আগেই ভারতে ব্রিটেনে সন্ধান মেলা কোরোনার নতুন স্ট্রেনের রোগীরও হদিস মেলে৷ যার জেরে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত৷ যাঁরা ব্রিটেন থেকে ফিরেছিলেন, তাঁদের পরীক্ষাও করা হয়৷ এখনও পর্যন্ত ভারতে এই ইউকে-স্ট্রেনে আক্রান্তের সংখ্যা 187 বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন : দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের

এদিকে দক্ষিণ আফ্রিকার এই স্ট্রেন এখনও পর্যন্ত বিশ্বের 41টি দেশে ছড়িয়ে পড়েছে৷ আর ব্রাজিলের স্ট্রেনটি এখনও পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের 15টি দেশে৷

দিল্লি, 16 ফেব্রুয়ারি : এতদিন ছিল ইউকে-স্ট্রেন৷ এবার হাজির কোরোনার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে আসা দু’টি স্ট্রেন৷ ওই দেশ থেকে সম্প্রতি যাঁরা ঘুরে এসেছেন, তাঁদের মধ্যে পাঁচজনের শরীরে নতুন এই দু’টি স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে৷ মঙ্গলবার সরকারি তরফে এমনটাই জানা গিয়েছে৷

সরকারি তরফের খবর, ব্রাজিলের স্ট্রেনের হদিস একজন কোরোনার রোগীর শরীরে মিলেছে৷ আর চার কোরোনার রোগীর শরীরে পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট৷ তাই সাম্প্রতিক কালে ওই দেশ দু’টি থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের শারীরিক পরীক্ষা দ্রুত করা হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে৷ আপাতত এই স্ট্রেনের উপর কোরোনার টিকা কতটা কার্যকর, সেটাই খতিয়ে দেখার কাজ চলছে বলে জানা গিয়েছে৷

গত বছরের গোড়ায় ভারতে প্রথম কোরোনা ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে৷ তার পর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে আক্রান্তের সংখ্যা৷ কিন্তু এই বছরের শুরুতেই কোরোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ আপাতত স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কোরোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ করা হচ্ছে৷ এর পর পঞ্চাশোর্ধ্বদেরও টিকা দেওয়া হবে৷

যদিও টিকাকরণের কাজ শুরু হওয়ার আগেই ভারতে ব্রিটেনে সন্ধান মেলা কোরোনার নতুন স্ট্রেনের রোগীরও হদিস মেলে৷ যার জেরে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত৷ যাঁরা ব্রিটেন থেকে ফিরেছিলেন, তাঁদের পরীক্ষাও করা হয়৷ এখনও পর্যন্ত ভারতে এই ইউকে-স্ট্রেনে আক্রান্তের সংখ্যা 187 বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন : দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের

এদিকে দক্ষিণ আফ্রিকার এই স্ট্রেন এখনও পর্যন্ত বিশ্বের 41টি দেশে ছড়িয়ে পড়েছে৷ আর ব্রাজিলের স্ট্রেনটি এখনও পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের 15টি দেশে৷

Last Updated : Feb 16, 2021, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.