নয়াদিল্লি, 18 অক্টোবর : করোনার হাত থেকে বাঁচতে কোন ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকরি ! এই নিয়ে চর্চা চলছে সারা বছর ধরেই ৷ তার মধ্যেই করোনার ভ্যাকসিনের মিশ্রণ নিয়ে আশার কথা শোনাল আইসিএমআর ৷ তাদের দাবি, কোভ্যাকসিন ও কোভিশিল্ড মিলিয়ে নেওয়া হলে, তা কার্যকরী হয় ৷
সম্প্রতি এই নিয়ে একটি সমীক্ষা করেছে আইসিএমআর ৷ সেখানেই এই তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে যে ওই সমীক্ষায় 18 জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছিল ৷ তাঁদের প্রথমে কোভিশিল্ড দেওয়া হয় ৷ সপ্তাহখানেকের মধ্যে আবার তাঁদের কোভ্যাকসিন দেওয়া হয় ৷ তাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটি ভ্যাকসিন নেওয়ার থেকে বেশি বলে দেখা গিয়েছে ৷ ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্র্যাভেল মেডিসিন ৷
আরও পড়ুন : COVAXIN: বিশ্বব্যাপী ছাড়পত্র কোভ্যাক্সিন-কে! মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে হু
প্রসঙ্গত, ভ্যাকসিন দেওয়ার সময় উত্তর প্রদেশে এমনই একটি ঘটনা ঘটেছিল ৷ যেখানে ভুলবশত কয়েকজন প্রথম ও দ্বিতীয় ডোজে কোভিশিল্ড ও কোভ্যাকসিন মিশিয়ে দেওয়া হয়েছিল ৷ এর পরই এই নিয়ে একটি গবেষণা করার নির্দেশ দেওয়া হয় বলে সরকারি সূত্র থেকে জানা গিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে চলতি বছরের গোড়া থেকে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ৷ মূলত, ভারতে তৈরি দু’টি ভ্যাকসিন কোভ্যাকসিন ও কোভিশিল্ড দেওয়া হচ্ছে দেশের প্রায় 100 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ একই ভ্যাকসিনের দু’টি ডোজ প্রত্যেককে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Corona in India : 230 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, নামল 13 হাজারে
এখন এই নতুন সমীক্ষার ফলে কি এবার থেকে ভ্যাকসিনের মিশ্রণ দেওয়া হবে ? যদিও এর জন্য প্রয়োজন বিশ্বমঞ্চের স্বীকৃতি ৷ এখন দেখার এই নিয়ে কোনও স্বীকৃতি পাওয়া যায় কি না !