দিল্লি, 31 জানুয়ারি : আসন্ন এরো ইন্ডিয়ায় 83 এলসিএ তেজস মার্ক 1এর চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। পাশাপাশি এখন তাদের পাখির চোখ মালটিরোল যুদ্ধবিমান প্রকল্পের দিকে। 1.3 লাখ কোটি টাকার এরকম 114টি কমব্যাট এয়ারক্রাফট অধিগ্রহণের আশায় রয়েছে বায়ুসেনা।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি 83 এলসিএ মার্ক 1এ যুদ্ধবিমানে অনুমোদন দিয়েছে। আসন্ন এরো ইন্ডিয়াতে 50,000 কোটি টাকার এই চুক্তি স্বাক্ষর হতে চলেছে। সরকারের একটি সূত্র জানিয়েছে, ''মিগ-21 যুদ্ধবিমানের চার স্কোয়াড্রনের পরিবর্তে আসছে 83 এলসিএ তেজস মার্ক 1এ। আর এ বার 114টি যুদ্ধবিমান প্রকল্পে নজর দেওয়া হবে।''
টেন্ডার ডাকার জন্য ইতিমধ্যেই অনুরোধ করেছে আইএএফ এবং খুব শিগগিরই এই প্রকল্পের অনুমোদন পেতে প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাক্সেপটেন্স অফ নেসেসিটির কাছে প্রস্তাব পেশ করা হবে। অ্যামেরিকা, ফ্রান্স, রাশিয়া ও সুইডেনের যুদ্ধবিমান প্রস্তুতকারক-সহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে।
আরও পড়ুন: এফ15ইএক্স যুদ্ধবিমান নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বোয়িংকে ছাড় অ্য়ামেরিকার
অ্যামেরিকা এফ-15 স্ট্রাইক ঈগল, এফ-18 সুপার হর্নেট ও একটি এফ-16 ভ্য়ারিয়েন্টের এফ-21 -এর প্রস্তাব দিয়েছে। আবার রাশিয়া মিগ-35 ও একটি সুখোই ফাইটারের প্রস্তাব দিতে পারে। সুইডেন আবার তাদের গ্রিপেন যুদ্ধবিমানের প্রস্তাব দেবে বলে মনে করা হচ্ছে।