ETV Bharat / bharat

ব্য়াঙ্কক, সিঙ্গাপুর, দুবাই থেকে এল 12টি খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার - সিঙ্গাপুর

কোভিড আবহে অক্সিজেনের জন্য হাহাকার বাড়ছে করোনা হাসপাতালগুলিতে ৷ অক্সিজেনের অভাব যেমন আছে, তেমনই রয়েছে কনটেনার ও সিলিন্ডারের সমস্য়াও ৷ সেই সমস্য়া মেটাতেই বৃহস্পতিবার ব্য়াঙ্কক, সিঙ্গাপুর এবং দুবাই থেকে 12টি খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার উড়িয়ে আনল বায়ুসেনার বিমান ৷

IAF airlifts 12 empty cryogenic oxygen containers from Bangkok, Singapore, Dubai
ব্য়াঙ্কক, সিঙ্গাপুর, দুবাই থেকে এল 12টি খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার
author img

By

Published : Apr 29, 2021, 7:57 PM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল : বৃহস্পতিবার ব্য়াঙ্কক, সিঙ্গাপুর এবং দুবাই থেকে 12টি খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার উড়িয়ে আনল বায়ুসেনার বিমান ৷ করোনা পরিস্থিতির মোকাবিলা করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা ভারত ৷ সংক্রমণ যত বাড়ছে, ততই বাড়ছে মেডিক্য়াল অক্সিজেনের চাহিদা ৷ অক্সিজেনের অভাবে কোভিড হাসপাতালগুলিতে শুরু হয়েছে হাহাকার ৷

এই পরিস্থিতিতে গত শুক্রবার থেকে অক্সিজেনের খালি ট্যাঙ্কার নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে বায়ুসেনার বিমান ৷ নির্দিষ্ট জায়গা থেকে ট্য়াঙ্কারে অক্সিজেন ভরে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কোভিড হাসপাতালগুলির নাগালে ৷

এদিকে, প্রতিদিনই দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি করছে করোনা ভাইরাস ৷ শেষ 24 ঘণ্টায় 3 লাখ 79 হাজার 257 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1 কোটি 83 লাখ 76 হাজার 524 জন ভারতীয় ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্য়া 30 লাখেরও বেশি ৷ শেষ 24 ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে 3 হাজার 645 জনের ৷ যার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে 2 লাখ 4 হাজার 832-এ ৷

আরও পড়ুন : অক্সিজেন নিয়ে সিঙ্গাপুর থেকে পানাগড়ে পৌঁছাল বায়ুসেনার বিমান

এই পরিস্থিতিতে অক্সিজেনের জোগান অব্যাহত রাখতেই বিদেশ থেকে খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার নিয়ে আসছে বায়ুসেনা ৷ প্রয়োজন মাফিক বিভিন্ন হাসপাতাল পৌঁছে দিচ্ছে জীবনদায়ী বিভিন্ন ওষুধ ৷

নয়াদিল্লি, 29 এপ্রিল : বৃহস্পতিবার ব্য়াঙ্কক, সিঙ্গাপুর এবং দুবাই থেকে 12টি খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার উড়িয়ে আনল বায়ুসেনার বিমান ৷ করোনা পরিস্থিতির মোকাবিলা করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা ভারত ৷ সংক্রমণ যত বাড়ছে, ততই বাড়ছে মেডিক্য়াল অক্সিজেনের চাহিদা ৷ অক্সিজেনের অভাবে কোভিড হাসপাতালগুলিতে শুরু হয়েছে হাহাকার ৷

এই পরিস্থিতিতে গত শুক্রবার থেকে অক্সিজেনের খালি ট্যাঙ্কার নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে বায়ুসেনার বিমান ৷ নির্দিষ্ট জায়গা থেকে ট্য়াঙ্কারে অক্সিজেন ভরে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কোভিড হাসপাতালগুলির নাগালে ৷

এদিকে, প্রতিদিনই দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি করছে করোনা ভাইরাস ৷ শেষ 24 ঘণ্টায় 3 লাখ 79 হাজার 257 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1 কোটি 83 লাখ 76 হাজার 524 জন ভারতীয় ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্য়া 30 লাখেরও বেশি ৷ শেষ 24 ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে 3 হাজার 645 জনের ৷ যার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে 2 লাখ 4 হাজার 832-এ ৷

আরও পড়ুন : অক্সিজেন নিয়ে সিঙ্গাপুর থেকে পানাগড়ে পৌঁছাল বায়ুসেনার বিমান

এই পরিস্থিতিতে অক্সিজেনের জোগান অব্যাহত রাখতেই বিদেশ থেকে খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার নিয়ে আসছে বায়ুসেনা ৷ প্রয়োজন মাফিক বিভিন্ন হাসপাতাল পৌঁছে দিচ্ছে জীবনদায়ী বিভিন্ন ওষুধ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.