ETV Bharat / bharat

Sonia on Cong Prez Poll: দীর্ঘ সময় এই দিনটার অপেক্ষায় ছিলাম, কংগ্রেস সভাপতি বাছতে প্রিয়াঙ্কাকে নিয়ে ভোটদান সোনিয়ার

কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress presidential Election) প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi Vadra) সঙ্গে নিয়ে ভোটদান করলেন সোনিয়া গান্ধি (Sonia on Cong Prez Poll)৷ তিনি ভোটদানের পর বলেছেন, "অনেকদিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম ৷ "

I was waiting for long time: Sonia Gandhi after casting vote for Congress presidential Election
দীর্ঘ সময় এই দিনটার অপেক্ষায় ছিলাম, কংগ্রেস সভাপতি বাছতে প্রিয়াঙ্কাকে নিয়ে ভোটদান সোনিয়ার
author img

By

Published : Oct 17, 2022, 12:24 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress presidential Election) ভোট দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন ৷ নয়াদিল্লিতে দলের সভাপতি নির্বাচনে ভোটদান করে এ কথা জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia on Cong Prez Poll)৷ আজ তাঁর কন্যা তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে নিয়ে ভোট দিতে যান সোনিয়া ৷ মায়ের ভোটদানের পর ভোট দেন প্রিয়াঙ্কাও (Priyanka Gandhi Vadra)৷

সোমবার সকালেই শুরু হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য ভোটদান ৷ লড়াই দলের দুই শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে ৷ এআইসিসি-র সদর দফতরে আজ সাতসকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম ৷ তাঁর পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে ৷ বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন ৷ ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং-ও ৷

  • #WATCH | Congress interim president Sonia Gandhi & party leader Priyanka Gandhi Vadra cast their vote to elect the new party president, at the AICC office in Delhi pic.twitter.com/aErRUpRVv0

    — ANI (@ANI) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:সকাল 10টা থেকে গোপন ব্যালটে কংগ্রেস সভাপতি নির্বাচন শুরু বিধান ভবনে

ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে বর্তমানে কর্নাটকে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ তিনি বল্লারিতেই আজ কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোটদান করেছেন ৷

দলে পরিবর্তন আনার স্বপ্ন দেখিয়ে তাঁকে ভোট দেওয়ার জন্য দলীয় প্রতিনিধিদের কাছে আবেদন করেছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ থারুর ৷ দুই শীর্ষ নেতার মধ্যে থেকে একজনকে দলের সভাপতি হিসেবে বেছে নেওয়ার জন্য ভোটদান করবেন প্রায় 9,300 জন কংগ্রেস প্রতিনিধি ৷ বিকেল 4টে পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটদান চলবে ৷

দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে, ভোটদানের জন্য প্রায় 67টি বুথ স্থাপন করা হয়েছে ৷ ভোটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত ব্যালট বাক্স নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হবে ৷ বুধবার ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে ৷

নয়াদিল্লি, 17 অক্টোবর: কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress presidential Election) ভোট দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন ৷ নয়াদিল্লিতে দলের সভাপতি নির্বাচনে ভোটদান করে এ কথা জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia on Cong Prez Poll)৷ আজ তাঁর কন্যা তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে নিয়ে ভোট দিতে যান সোনিয়া ৷ মায়ের ভোটদানের পর ভোট দেন প্রিয়াঙ্কাও (Priyanka Gandhi Vadra)৷

সোমবার সকালেই শুরু হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য ভোটদান ৷ লড়াই দলের দুই শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে ৷ এআইসিসি-র সদর দফতরে আজ সাতসকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম ৷ তাঁর পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে ৷ বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন ৷ ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং-ও ৷

  • #WATCH | Congress interim president Sonia Gandhi & party leader Priyanka Gandhi Vadra cast their vote to elect the new party president, at the AICC office in Delhi pic.twitter.com/aErRUpRVv0

    — ANI (@ANI) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:সকাল 10টা থেকে গোপন ব্যালটে কংগ্রেস সভাপতি নির্বাচন শুরু বিধান ভবনে

ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে বর্তমানে কর্নাটকে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ তিনি বল্লারিতেই আজ কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোটদান করেছেন ৷

দলে পরিবর্তন আনার স্বপ্ন দেখিয়ে তাঁকে ভোট দেওয়ার জন্য দলীয় প্রতিনিধিদের কাছে আবেদন করেছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ থারুর ৷ দুই শীর্ষ নেতার মধ্যে থেকে একজনকে দলের সভাপতি হিসেবে বেছে নেওয়ার জন্য ভোটদান করবেন প্রায় 9,300 জন কংগ্রেস প্রতিনিধি ৷ বিকেল 4টে পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটদান চলবে ৷

দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে, ভোটদানের জন্য প্রায় 67টি বুথ স্থাপন করা হয়েছে ৷ ভোটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত ব্যালট বাক্স নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হবে ৷ বুধবার ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.