ETV Bharat / bharat

Sonia on Cong Prez Poll: দীর্ঘ সময় এই দিনটার অপেক্ষায় ছিলাম, কংগ্রেস সভাপতি বাছতে প্রিয়াঙ্কাকে নিয়ে ভোটদান সোনিয়ার - সোনিয়া গান্ধি

কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress presidential Election) প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi Vadra) সঙ্গে নিয়ে ভোটদান করলেন সোনিয়া গান্ধি (Sonia on Cong Prez Poll)৷ তিনি ভোটদানের পর বলেছেন, "অনেকদিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম ৷ "

I was waiting for long time: Sonia Gandhi after casting vote for Congress presidential Election
দীর্ঘ সময় এই দিনটার অপেক্ষায় ছিলাম, কংগ্রেস সভাপতি বাছতে প্রিয়াঙ্কাকে নিয়ে ভোটদান সোনিয়ার
author img

By

Published : Oct 17, 2022, 12:24 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress presidential Election) ভোট দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন ৷ নয়াদিল্লিতে দলের সভাপতি নির্বাচনে ভোটদান করে এ কথা জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia on Cong Prez Poll)৷ আজ তাঁর কন্যা তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে নিয়ে ভোট দিতে যান সোনিয়া ৷ মায়ের ভোটদানের পর ভোট দেন প্রিয়াঙ্কাও (Priyanka Gandhi Vadra)৷

সোমবার সকালেই শুরু হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য ভোটদান ৷ লড়াই দলের দুই শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে ৷ এআইসিসি-র সদর দফতরে আজ সাতসকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম ৷ তাঁর পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে ৷ বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন ৷ ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং-ও ৷

  • #WATCH | Congress interim president Sonia Gandhi & party leader Priyanka Gandhi Vadra cast their vote to elect the new party president, at the AICC office in Delhi pic.twitter.com/aErRUpRVv0

    — ANI (@ANI) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:সকাল 10টা থেকে গোপন ব্যালটে কংগ্রেস সভাপতি নির্বাচন শুরু বিধান ভবনে

ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে বর্তমানে কর্নাটকে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ তিনি বল্লারিতেই আজ কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোটদান করেছেন ৷

দলে পরিবর্তন আনার স্বপ্ন দেখিয়ে তাঁকে ভোট দেওয়ার জন্য দলীয় প্রতিনিধিদের কাছে আবেদন করেছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ থারুর ৷ দুই শীর্ষ নেতার মধ্যে থেকে একজনকে দলের সভাপতি হিসেবে বেছে নেওয়ার জন্য ভোটদান করবেন প্রায় 9,300 জন কংগ্রেস প্রতিনিধি ৷ বিকেল 4টে পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটদান চলবে ৷

দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে, ভোটদানের জন্য প্রায় 67টি বুথ স্থাপন করা হয়েছে ৷ ভোটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত ব্যালট বাক্স নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হবে ৷ বুধবার ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে ৷

নয়াদিল্লি, 17 অক্টোবর: কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress presidential Election) ভোট দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন ৷ নয়াদিল্লিতে দলের সভাপতি নির্বাচনে ভোটদান করে এ কথা জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia on Cong Prez Poll)৷ আজ তাঁর কন্যা তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে নিয়ে ভোট দিতে যান সোনিয়া ৷ মায়ের ভোটদানের পর ভোট দেন প্রিয়াঙ্কাও (Priyanka Gandhi Vadra)৷

সোমবার সকালেই শুরু হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য ভোটদান ৷ লড়াই দলের দুই শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে ৷ এআইসিসি-র সদর দফতরে আজ সাতসকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম ৷ তাঁর পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে ৷ বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন ৷ ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং-ও ৷

  • #WATCH | Congress interim president Sonia Gandhi & party leader Priyanka Gandhi Vadra cast their vote to elect the new party president, at the AICC office in Delhi pic.twitter.com/aErRUpRVv0

    — ANI (@ANI) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:সকাল 10টা থেকে গোপন ব্যালটে কংগ্রেস সভাপতি নির্বাচন শুরু বিধান ভবনে

ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে বর্তমানে কর্নাটকে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ তিনি বল্লারিতেই আজ কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোটদান করেছেন ৷

দলে পরিবর্তন আনার স্বপ্ন দেখিয়ে তাঁকে ভোট দেওয়ার জন্য দলীয় প্রতিনিধিদের কাছে আবেদন করেছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ থারুর ৷ দুই শীর্ষ নেতার মধ্যে থেকে একজনকে দলের সভাপতি হিসেবে বেছে নেওয়ার জন্য ভোটদান করবেন প্রায় 9,300 জন কংগ্রেস প্রতিনিধি ৷ বিকেল 4টে পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটদান চলবে ৷

দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে, ভোটদানের জন্য প্রায় 67টি বুথ স্থাপন করা হয়েছে ৷ ভোটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত ব্যালট বাক্স নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হবে ৷ বুধবার ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.