ETV Bharat / bharat

4 থেকে 48, গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনে উত্থান বিজেপির - রাজ্য় নির্বাচন কমিশন

নিজ়ামের শহরে বড়সড় উত্থান বিজেপির। একলাফে 4 থেকে পৌঁছাল 48টি আসনে।

hyderabad-civic-poll-results-counting-of-votes-to-begin-at-8-am
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের গণনা, এগিয়ে বিজেপি
author img

By

Published : Dec 4, 2020, 12:43 PM IST

Updated : Dec 5, 2020, 6:57 AM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর : প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে ছিল বিজেপি । গণনা কিছুটা এগোতে এগিয়ে যায় টিআরএস । কিন্তু বেলা যত বাড়ে টিআরএসকে জোর টক্কর দেয় গেরুয়া শিবির । শেষ পর্যন্ত টিআরএস 55টিতে জয়ী হয়েছে । বিজেপি 48টিতে । মিম 44টি আসনে জয়ী হয়েছে । কংগ্রেস দু'টি আসনে জয়ী হয়েছে । মোট 150টি আসনের বাকি একটিতে( নেরেদমেট ওয়ার্ড) হাইকোর্টের নির্দেশে গণনা বন্ধ রয়েছে।

সকালে প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই উচ্ছ্বাস দেখা যায় বিজেপি নেতৃত্বের মধ্যে ৷ বিজেপি নেতা হরদীপ সিং পুরী টুইটারে লেখেন, শুরুর ট্রেন্ড স্পষ্ট করে দিয়েছে, হায়দরাবাদের মানুষ পরিবর্তনের পক্ষে রয়েছেন ৷ শুধু হরদীপ সিং পুরী নন, বিজেপি নেতা বিএল সন্তোষ টুইট করেন, খুব ভালো ভাগ্য়নগর ৷ মোটের উপর ট্রেন্ড দেখে উচ্ছ্বসিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷

প্রচারে তেলাঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্বাচনে জিতলে পুরাতন হায়দরাবাদ থেকে রোহিঙ্গা এবং লুকিয়ে থাকা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সবার আগে তাড়ানো হবে ৷ তবে, শুধুই তেলাঙ্গানার বিজেপি সভাপতি নন, বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য হায়দরাবাদে প্রচারে গিয়ে মিমকে নিশানা করেছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি হায়দরাবাদকে পাকিস্তান বানাতে চায় ৷ ওয়েইসি, মহম্মদ আলি জিন্নার আদর্শে হায়দরাবাদকে পরিচালনা করতে চায় বলে অভিযোগ করেন তেজস্বী সূর্য ৷

তবে, গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনের দিন ভোটদানের হার নিরাশ করে কমিশনকে ৷ যেখানে 74.67 লাখ ভোটারের মধ্য়ে মাত্র 34.50 লাখ ভোটার ভোট দিয়েছেন ৷ শতাংশের হিসেবে যা মাত্র 46.55 শতাংশ ৷

হায়দরাবাদ, 4 ডিসেম্বর : প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে ছিল বিজেপি । গণনা কিছুটা এগোতে এগিয়ে যায় টিআরএস । কিন্তু বেলা যত বাড়ে টিআরএসকে জোর টক্কর দেয় গেরুয়া শিবির । শেষ পর্যন্ত টিআরএস 55টিতে জয়ী হয়েছে । বিজেপি 48টিতে । মিম 44টি আসনে জয়ী হয়েছে । কংগ্রেস দু'টি আসনে জয়ী হয়েছে । মোট 150টি আসনের বাকি একটিতে( নেরেদমেট ওয়ার্ড) হাইকোর্টের নির্দেশে গণনা বন্ধ রয়েছে।

সকালে প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই উচ্ছ্বাস দেখা যায় বিজেপি নেতৃত্বের মধ্যে ৷ বিজেপি নেতা হরদীপ সিং পুরী টুইটারে লেখেন, শুরুর ট্রেন্ড স্পষ্ট করে দিয়েছে, হায়দরাবাদের মানুষ পরিবর্তনের পক্ষে রয়েছেন ৷ শুধু হরদীপ সিং পুরী নন, বিজেপি নেতা বিএল সন্তোষ টুইট করেন, খুব ভালো ভাগ্য়নগর ৷ মোটের উপর ট্রেন্ড দেখে উচ্ছ্বসিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷

প্রচারে তেলাঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্বাচনে জিতলে পুরাতন হায়দরাবাদ থেকে রোহিঙ্গা এবং লুকিয়ে থাকা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সবার আগে তাড়ানো হবে ৷ তবে, শুধুই তেলাঙ্গানার বিজেপি সভাপতি নন, বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য হায়দরাবাদে প্রচারে গিয়ে মিমকে নিশানা করেছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি হায়দরাবাদকে পাকিস্তান বানাতে চায় ৷ ওয়েইসি, মহম্মদ আলি জিন্নার আদর্শে হায়দরাবাদকে পরিচালনা করতে চায় বলে অভিযোগ করেন তেজস্বী সূর্য ৷

তবে, গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনের দিন ভোটদানের হার নিরাশ করে কমিশনকে ৷ যেখানে 74.67 লাখ ভোটারের মধ্য়ে মাত্র 34.50 লাখ ভোটার ভোট দিয়েছেন ৷ শতাংশের হিসেবে যা মাত্র 46.55 শতাংশ ৷

Last Updated : Dec 5, 2020, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.