Hyderabad Central University: জেএনইউ বন্ধ করলেও শুনল না হায়দরাবাদের বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে দেখানো হল বিবিসি'র 'বিতর্কিত' তথ্যচিত্র - ক্যাম্পাসে দেখানো হল বিবিসির বিতর্কিত তথ্যচিত্র
বিবিসির নরেন্দ্র মোদি ও গুজরাত দাঙ্গাকে ঘিরে নির্মিত তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এর মধ্যে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিরুদ্ধে এই তথ্যচিত্র দেখানোর অভিযোগ উঠল (BBC Gujarat Riot Modi Documentary) ৷
হায়দরাবাদ, 24 জানুয়ারি: দেশে গুজরাত দাঙ্গা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে তৈরি বিবিসির তথ্যচিত্র প্রদর্শন নিষেধ ৷ গত সপ্তাহের প্রথম দিকেই নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপি সরকার ৷ তবে সোমবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে একদল পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠল, তারা ক্যাম্পাসে এই বিতর্কিত তথ্যচিত্র দেখিয়েছে ৷ এই অভিযোগ দায়ের করেছে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (Akhil Bharatiya Vidyarthi Parishad, ABVP) ৷
আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসি'র তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করল জেএনইউ
দু'টি পর্বের এই তথ্যচিত্রের প্রথম পর্ব 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' (India: The Modi Question) নির্মিত হয়েছে 2002 সালে গুজরাত দাঙ্গা (Gujarat Riot 2002) নিয়ে ৷ সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-এর দাবি, তারা এই দাঙ্গার তদন্তের জন্য এই তথ্যচিত্র বানিয়েছে ৷ সেখানে মোদির নেতিবাচক ভূমিকা তুলে ধরা হয়েছে ৷ তাই বিদেশমন্ত্রকের তরফ থেকে দেশের টুইটার হ্যান্ডেল, অন্য সব সামাজিক মাধ্যম থেকে এর লিঙ্ক সরিয়ে দেওয়া হয়েছে ৷ শনিবারই তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইউটিউবে এর লিঙ্কগুলি ব্লক করেছে ৷ সুরক্ষা দফতর থেকে আরও তথ্য আসা বাকি আছে ৷ রিপোর্ট এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিবিসি তথ্যচিত্রটি রবিবার দেখানো হয়েছে ৷ কেন্দ্রের নির্দেশের একদিন পরে৷ অন্যদিকে পড়ুয়ারা জানিয়েছে, তারা কেন্দ্রের নিষেধাজ্ঞা জারির দু'দিন আগে এই তথ্যচিত্র দেখিয়েছে ৷ গাচিবউলি পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ৷ সেখানে ছাত্র সংসদের তরফে এই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনের কথা জানিয়ে পামফ্লেট ছাপিয়ে প্রচার করা হয়েছে ৷ জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ টুইটে জানিয়েছেন, 24 জানুয়ারি রাত 9টা নাগাদ 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' (India: The Modi Question) তথ্যচিত্র দেখানো হবে৷ এরপরই জেএনইউ কর্তৃপক্ষ তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ পাশাপাশি কোনও পড়ুয়া এর অন্যথা করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা জারি করেছে ৷
আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসি'র তথ্যচিত্রের লিংক সরাতে ইউটিউব, টুইটারকে নির্দেশ কেন্দ্রের