হায়দরাবাদ, 15 অক্টোবর: 'সবুজ' শহরের স্বীকৃতি পেল তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ (Hyderabad bags World Green City Award 2022) ৷ নেহাত কথার কথা নয় ৷ দক্ষিণ কোরিয়ার জেজু শহরে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রোডিউসার্সের (International Association of Horticulture Producers) সমীক্ষায় বিশ্বের সর্বাপেক্ষা সবুজ শহরের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল নিজামের শহর ৷ তালিকায় থাকা প্যারিস (Paris), বোগোটা (Bogota), মেক্সিকো সিটি (Mexico City), মনট্রিলের (Montreal) মতো শহরকে পিছনে ফেলল হায়দরাবাদ ৷
দেশের প্রথম হিসেবে এই শিরোপা অর্জন করল চারমিনারের শহর ৷ ছ'টি ক্যাটেগরিতে সেরার শিরোপা অর্জন করে নিয়েছে হায়দরাবাদ ৷ যার মধ্যে অন্যতম 'লিভিং গ্রিন ফর ইকনোমিক রিকভারি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ' ক্যাটেগরি ৷ সম্প্রতি জেজু শহরে বিশেষ গালা ডিনারে বিজয়ী শহরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ৷
নিঃসন্দেহে হায়দরাবাদের এই স্বীকৃতি দেশের অন্যান্য মেট্রোপলিটন শহরগুলোকে সবুজায়নের ক্ষেত্রে আরও উদ্দীপ্ত করবে বলে মনে করা হচ্ছে ৷ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রোডিউসার্স এক বিবৃতিতে বলেছে, "হায়দরাবাদ শহরের এই সাফল্য উদযাপন করছে এআইপিএইচ (AIPH) ৷ শহরের সবুজায়নের প্রচেষ্টা আমাদের গর্বিত করেছে ৷"
আরও পড়ুন: হায়দরাবাদে ভয়াবহ হামলার ছক, পুলিশি তৎপরতায় রক্ষা পেল নিজামের শহর
তেলেঙ্গানার পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী কেটি রামা রাও (KT Rama Rao) হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে ঘটনায় অভিনন্দন জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao) ঘটনায় উচ্ছ্বসিত ৷ শুক্রবার রাতে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, "এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে রাজ্য সরকার নগরোয়ন্নয়ন কর্মসূচিগুলোকে নিপুণ হাতে বাস্তবায়ন করছে ৷ দেশকে সবুজ ফল পরিবেশন করছে ৷"