ETV Bharat / bharat

Man turns home into museum: 900 প্রাচীন জিনিস সংরক্ষিত, বাড়িতেই মিউজিয়াম বানালেন বৃদ্ধ

বাড়িতেই মিউজিয়াম বানালেন হায়দরাবাদের অশীতিপর বৃদ্ধ (man in Hyderabad turns his home into museum) ওয়াই কৃষ্ণমূর্তি (Y Krishnamurthy)৷ সেখানে সংরক্ষিত রয়েছে 900 রকমের প্রাচীন জিনিস (900 antiques) ৷

hyderabad: 81-year-old-man-turns-his-home-into-museum-with-900-antiques
900 প্রাচীন জিনিস সংরক্ষিত, বাড়িতেই মিউজিয়াম বানালেন বৃদ্ধ
author img

By

Published : Dec 8, 2021, 4:23 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: বাড়ি তো নয়, আস্ত একটা মিউজিয়াম (man in Hyderabad turns his home into museum) ৷ কী নেই সেখানে ! পিতল, ব্রোঞ্জ, তামা, পাথরের কস্মিনকালের সব জিনিস, বাসনপত্র ৷ রয়েছে বহু বছরের পুরনো টেলিফোন ৷ 81 বছরের ওয়াই কৃষ্ণমূর্তি (Y Krishnamurthy) তাঁর হায়দরাবাদের (Hyderabad) বাড়িতে ধরে রেখেছেন ইতিহাসকে ৷ তিল তিল করে সংগ্রহ করেছেন 900 রকমের প্রাচীন জিনিসপত্র (900 antiques) ৷

অশীতিপর বৃদ্ধের কথায়, "মানুষ একসময়ে পিতলের পাত্রে ভাত রান্না করত, ব্রোঞ্জের পাত্রে ডাল রান্না করত ৷ পাথরের পাত্রে সাম্বার রান্না করত ৷ প্রাচীনকালে তামার পাত্রে রাখা হত জল ৷ এই পদ্ধতিতেই মানুষের শরীরে পৌঁছে যেত নানা খনিজ পদার্থ ৷ সেটাকেই আবার আমাদের ফিরিয়ে আনা উচিত ৷"

আরও পড়ুন: Ramoji Film City: 8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

অন্ধ্রপ্রদেশের সোমেশ্বরের বাসিন্দা কৃষ্ণমূর্তি কর্মসূত্রে ছিলেন চেন্নাইতে ৷ তাঁর ঠাকুরদা মারা যাওয়ার পর ঠাকুমাকে চেন্নাইতে নিয়ে যান তিনি ৷ তিনি জানান, "আমার ঠাকুমাকে যখন বলি, চেন্নাইয়ের বাড়িতে সব বাসনপত্র রয়েছে, তখন তিনি ঠিক করেন পিতলের বাসনগুলি সেখানে নিয়ে যাবেন ৷" যাঁরা প্রাচীন জিনিসপত্র সংগ্রহ ও সংরক্ষিত করেন, তাঁদের অনুপ্রেরণা জোগান এই বৃদ্ধ ৷ তাঁর মতে, প্রাচীন জিনিসই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবে দেশের সংস্কৃতিকে ৷

আরও পড়ুন: Unequal Economy Nations : আর্থিক অসাম্য দেশগুলির শীর্ষ সারিতে ভারত, বলছে 'বিশ্ব অসাম্য রিপোর্ট'

অবসর সময়ে প্রাচীন অমূল্য জিনিসগুলির পিছনে যে ইতিহাস লুকিয়ে রয়েছে, তা নিয়ে পড়াশোনা করেন কৃষ্ণমূর্তি ৷ জিনিসটি কেন তৈরি হয়েছিল, কীভাবে তা ব্যবহার করা হত, এসব জানতে পারলে মানসিকভাবে তৃপ্তি লাভ করেন তিনি ৷ এই নেশাই তাঁকে ইতিহাসকে সংরক্ষণে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে প্রতিনিয়ত ৷

আরও পড়ুন: Dr Anthony Fauci on Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি, কিন্তু ক্ষতিকর নয়, বললেন অ্যান্থনি ফসি

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: বাড়ি তো নয়, আস্ত একটা মিউজিয়াম (man in Hyderabad turns his home into museum) ৷ কী নেই সেখানে ! পিতল, ব্রোঞ্জ, তামা, পাথরের কস্মিনকালের সব জিনিস, বাসনপত্র ৷ রয়েছে বহু বছরের পুরনো টেলিফোন ৷ 81 বছরের ওয়াই কৃষ্ণমূর্তি (Y Krishnamurthy) তাঁর হায়দরাবাদের (Hyderabad) বাড়িতে ধরে রেখেছেন ইতিহাসকে ৷ তিল তিল করে সংগ্রহ করেছেন 900 রকমের প্রাচীন জিনিসপত্র (900 antiques) ৷

অশীতিপর বৃদ্ধের কথায়, "মানুষ একসময়ে পিতলের পাত্রে ভাত রান্না করত, ব্রোঞ্জের পাত্রে ডাল রান্না করত ৷ পাথরের পাত্রে সাম্বার রান্না করত ৷ প্রাচীনকালে তামার পাত্রে রাখা হত জল ৷ এই পদ্ধতিতেই মানুষের শরীরে পৌঁছে যেত নানা খনিজ পদার্থ ৷ সেটাকেই আবার আমাদের ফিরিয়ে আনা উচিত ৷"

আরও পড়ুন: Ramoji Film City: 8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

অন্ধ্রপ্রদেশের সোমেশ্বরের বাসিন্দা কৃষ্ণমূর্তি কর্মসূত্রে ছিলেন চেন্নাইতে ৷ তাঁর ঠাকুরদা মারা যাওয়ার পর ঠাকুমাকে চেন্নাইতে নিয়ে যান তিনি ৷ তিনি জানান, "আমার ঠাকুমাকে যখন বলি, চেন্নাইয়ের বাড়িতে সব বাসনপত্র রয়েছে, তখন তিনি ঠিক করেন পিতলের বাসনগুলি সেখানে নিয়ে যাবেন ৷" যাঁরা প্রাচীন জিনিসপত্র সংগ্রহ ও সংরক্ষিত করেন, তাঁদের অনুপ্রেরণা জোগান এই বৃদ্ধ ৷ তাঁর মতে, প্রাচীন জিনিসই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবে দেশের সংস্কৃতিকে ৷

আরও পড়ুন: Unequal Economy Nations : আর্থিক অসাম্য দেশগুলির শীর্ষ সারিতে ভারত, বলছে 'বিশ্ব অসাম্য রিপোর্ট'

অবসর সময়ে প্রাচীন অমূল্য জিনিসগুলির পিছনে যে ইতিহাস লুকিয়ে রয়েছে, তা নিয়ে পড়াশোনা করেন কৃষ্ণমূর্তি ৷ জিনিসটি কেন তৈরি হয়েছিল, কীভাবে তা ব্যবহার করা হত, এসব জানতে পারলে মানসিকভাবে তৃপ্তি লাভ করেন তিনি ৷ এই নেশাই তাঁকে ইতিহাসকে সংরক্ষণে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে প্রতিনিয়ত ৷

আরও পড়ুন: Dr Anthony Fauci on Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি, কিন্তু ক্ষতিকর নয়, বললেন অ্যান্থনি ফসি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.