ETV Bharat / bharat

Ghaziabad Shocker: মাত্র 200 টাকা দিতে অস্বীকার স্বামীর, নিজেকে শেষ করে দিলেন স্ত্রী - মাত্র 200 টাকা দিতে অস্বীকার স্বামীর

মাত্র 200 টাকা না পেয়ে নিজেকে শেষ করে দিলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লি লাগোয়া গাজিয়াবাদে। তবে এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 21, 2023, 6:45 AM IST

গাজিয়াবাদ, 21 জুন: জীবনের দাম মাত্র 200 টাকা! আর চেয়েও সেই টাকা না পওয়ার ফল ঠিক কতটা মারাত্মক হতে পারে তা দেখিয়ে দিল গাজিয়াবাদ। স্বামীর থেকে মাত্র 200 টাকা চেয়েছিলেন স্ত্রী। কোনও কারণে সেই টাকা দিতে রাজি হননি স্বামী। আর তার জেরেই নিজেকে শেষ করে দিলেন স্ত্রী। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী গাজিয়াবাদের ভোজপুর।

পুলিশ সূত্রে খবর, ভোজপুরের একটি গ্রামে পরিবার নিয়ে থাকেন পেশায় কৃষক মোহিত। বছর পাঁচেক আগে মোহিতের সঙ্গে বিয়ে হয় সোনির। মোহিত আদতে হরিয়ানার বাসিন্দা। দু'জনের একটি পুত্র সন্তানও হয়। কৃষিকাজ করেই দিন কাটছিল পরিবারের। তোমন কোনও বড় সমস্যাও ছিল না বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ছন্দপতন হল মঙ্গলবার। পুলিশকে মোহিত জানিয়েছেন, স্ত্রী সোনি তাঁর থেকে 200 টাকা চান। কিন্তু তিনি দেননি। এতেই অপমানিত বোধ করেন সোনি। পরে নিজেকে শেষ করে দেন।

তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছ তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি মাত্র 200 টাকার জন্য কেউ আত্মহত্যা করেছেন এমনটাও মেনে নেওয়া কঠিন পুলিশের কাছে। আর তাই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্বামী মোহিত একাধিকবার পুলিশকে জানিয়েছেন, সংসারে কোনও অশান্তি ছিল না। তাছাড়া অন্য কোনও সমস্য়াও ছিল না।

আরও পড়ুন: বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ, মৃত 3

এই কথাটি কতটা সত্য তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা। একইসঙ্গে মোহিত এবং সোনির আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন দিক থেকেই তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ কর্তারা। স্বামীর কথায় কোনও অসঙ্গতি আছে কিনা সেটা জানার কাজও চালাচ্ছেন তদন্তকারীরা।

গাজিয়াবাদ, 21 জুন: জীবনের দাম মাত্র 200 টাকা! আর চেয়েও সেই টাকা না পওয়ার ফল ঠিক কতটা মারাত্মক হতে পারে তা দেখিয়ে দিল গাজিয়াবাদ। স্বামীর থেকে মাত্র 200 টাকা চেয়েছিলেন স্ত্রী। কোনও কারণে সেই টাকা দিতে রাজি হননি স্বামী। আর তার জেরেই নিজেকে শেষ করে দিলেন স্ত্রী। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী গাজিয়াবাদের ভোজপুর।

পুলিশ সূত্রে খবর, ভোজপুরের একটি গ্রামে পরিবার নিয়ে থাকেন পেশায় কৃষক মোহিত। বছর পাঁচেক আগে মোহিতের সঙ্গে বিয়ে হয় সোনির। মোহিত আদতে হরিয়ানার বাসিন্দা। দু'জনের একটি পুত্র সন্তানও হয়। কৃষিকাজ করেই দিন কাটছিল পরিবারের। তোমন কোনও বড় সমস্যাও ছিল না বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ছন্দপতন হল মঙ্গলবার। পুলিশকে মোহিত জানিয়েছেন, স্ত্রী সোনি তাঁর থেকে 200 টাকা চান। কিন্তু তিনি দেননি। এতেই অপমানিত বোধ করেন সোনি। পরে নিজেকে শেষ করে দেন।

তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছ তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি মাত্র 200 টাকার জন্য কেউ আত্মহত্যা করেছেন এমনটাও মেনে নেওয়া কঠিন পুলিশের কাছে। আর তাই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্বামী মোহিত একাধিকবার পুলিশকে জানিয়েছেন, সংসারে কোনও অশান্তি ছিল না। তাছাড়া অন্য কোনও সমস্য়াও ছিল না।

আরও পড়ুন: বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ, মৃত 3

এই কথাটি কতটা সত্য তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা। একইসঙ্গে মোহিত এবং সোনির আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন দিক থেকেই তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ কর্তারা। স্বামীর কথায় কোনও অসঙ্গতি আছে কিনা সেটা জানার কাজও চালাচ্ছেন তদন্তকারীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.