রামনগর (কর্নাটক), 23 মে : স্বামী কোভিড-19 সংক্রমণে মারা গিয়েছেন ৷ এই শোক সহ্য করতে না পেরে সন্তানসম্ভবা স্ত্রীও আত্মহত্যা করেছেন ৷ ঘটনাটি কর্নাটকের রামনগর জেলার কনকাপুরের ৷
আরও পড়ুন : উন্নাওয়ে কার্ফু ভেঙে সবজি বিক্রি, কিশোরকে পিটিয়ে খুনে অভিযুক্ত পুলিশ
নন্দিনী, বয়স 28, তিন মাসের গর্ভবতী ছিলেন ৷ মাইসোরের ব্যবসায়ী সতীশের সঙ্গে বিয়ে হয় দু'বছর আগে ৷ দু'জনে থাকতেন বাসবেশ্বরনগরে ৷ কনকাপুর বেসকম ডিভিশনাল অফিসে চাকরি করতেন নন্দিনী ৷ স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়ে এই পথ বেছে নেন ৷ ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ ৷
সতীশের মৃত্যুর এক সপ্তাহ আগে তাঁর মাও মারা যান করোনা সংক্রমণেই ৷