ETV Bharat / bharat

Delhi High Court: স্ত্রী'র সম্মতি ছাড়া তাঁর সম্পত্তি নিতে পারেন না স্বামী, রায় দিল্লি হাইকোর্টের - স্ত্রীর সম্মতি ছাড়া সম্পত্তি নিতে পারেন না স্বামী

শনিবার এক মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) রায় দিয়েছে, স্ত্রী'র সম্মতি ছাড়া এবং তাঁকে আগাম না-জানিয়ে তাঁর সম্পত্তি নিয়ে নিতে পারেন না স্বামী ৷ এটা আইন বিরুদ্ধ ৷

ETV Bharat
দিল্লি হাইকোর্ট
author img

By

Published : Dec 31, 2022, 10:26 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: স্ত্রী'র সম্মতি ছাড়া তাঁর সম্পত্তি, তা সে গয়নাই হোক বা গৃহস্থলির জিনিস নিয়ে নিতে পারেন না স্বামী ৷ শনিবার এক মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ বিচারপতি অমিত মহাজনের বেঞ্চ এদিন বলেছে, আইন এভাবে না-বলে অন্যের সম্পত্তি নিয়ে নেওয়ার অধিকার দেয় না, সেই ব্যক্তি কারও স্বামী হলেও না ৷ আগে থেকে জানিয়ে ও সম্মতি নিয়ে তবেই এই কাজ করা যেতে পারে (husband can not take wife personal property without permission) ৷

এদিন আদালত আরও বলে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে কোনও ব্যক্তিকে আইন অমান্য করার অনুমতি দেওয়া যায় না ৷ বিবাদ হলেই কোনও ব্যক্তি তাঁর স্ত্রী'কে বাড়ি থেকে বের করে দিতে পারেন না, লুকিয়ে স্ত্রীর সম্পত্তিও নিয়ে নিতে পারেন না ৷

উল্লেখ্য, দিল্লির কাটজু মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা ৷ তাঁর অভিযোগ যখন তিনি বাপের বাড়ি গিয়েছিলেন সেই সময় তাঁর স্বামী তাঁর গয়না, গৃহস্থলির জিনিসপত্র ও নগদ টাকা চুরি করে নেন ৷ এর পালটা আদালতে আবেদন করেন ওই ব্যক্তি ৷ তার দাবি, স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গিয়েছেন ৷ আর ভাড়া বাড়ি পালটানোর কারণে তাকে ঘর খালি করতে হয়েছিল ৷ স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছে বলেও আদালতে দাবি করেছেন ওই ব্যক্তি ৷

আরও পড়ুন: বাবার স্মৃতি রক্ষা করতে মূর্তি গড়ে মন্দির তেলেঙ্গানায়

তদন্ত প্রক্রিয়া সবে শুরু হয়েছে, এখনও খোয়া যাওয়া গয়না উদ্ধার হয়নি এবং আদালতে আবেদনকারী ব্যক্তি এখনও তদন্ত প্রক্রিয়ায় যোগ দেননি, এই যুক্তিতে এদিন ওই ব্যক্তির আগাম জামিনের আবেদনও এদিন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: স্ত্রী'র সম্মতি ছাড়া তাঁর সম্পত্তি, তা সে গয়নাই হোক বা গৃহস্থলির জিনিস নিয়ে নিতে পারেন না স্বামী ৷ শনিবার এক মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ বিচারপতি অমিত মহাজনের বেঞ্চ এদিন বলেছে, আইন এভাবে না-বলে অন্যের সম্পত্তি নিয়ে নেওয়ার অধিকার দেয় না, সেই ব্যক্তি কারও স্বামী হলেও না ৷ আগে থেকে জানিয়ে ও সম্মতি নিয়ে তবেই এই কাজ করা যেতে পারে (husband can not take wife personal property without permission) ৷

এদিন আদালত আরও বলে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে কোনও ব্যক্তিকে আইন অমান্য করার অনুমতি দেওয়া যায় না ৷ বিবাদ হলেই কোনও ব্যক্তি তাঁর স্ত্রী'কে বাড়ি থেকে বের করে দিতে পারেন না, লুকিয়ে স্ত্রীর সম্পত্তিও নিয়ে নিতে পারেন না ৷

উল্লেখ্য, দিল্লির কাটজু মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা ৷ তাঁর অভিযোগ যখন তিনি বাপের বাড়ি গিয়েছিলেন সেই সময় তাঁর স্বামী তাঁর গয়না, গৃহস্থলির জিনিসপত্র ও নগদ টাকা চুরি করে নেন ৷ এর পালটা আদালতে আবেদন করেন ওই ব্যক্তি ৷ তার দাবি, স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গিয়েছেন ৷ আর ভাড়া বাড়ি পালটানোর কারণে তাকে ঘর খালি করতে হয়েছিল ৷ স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছে বলেও আদালতে দাবি করেছেন ওই ব্যক্তি ৷

আরও পড়ুন: বাবার স্মৃতি রক্ষা করতে মূর্তি গড়ে মন্দির তেলেঙ্গানায়

তদন্ত প্রক্রিয়া সবে শুরু হয়েছে, এখনও খোয়া যাওয়া গয়না উদ্ধার হয়নি এবং আদালতে আবেদনকারী ব্যক্তি এখনও তদন্ত প্রক্রিয়ায় যোগ দেননি, এই যুক্তিতে এদিন ওই ব্যক্তির আগাম জামিনের আবেদনও এদিন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.