ETV Bharat / bharat

700 কিলোমিটার হেঁটে রাম মন্দিরের পথে মানবাধিকার কর্মী শবনম খান - পদযাত্রা করে রাম মন্দিরে

Ayodhya Ram Mandir: দিল্লির বাসিন্দা মানবাধিকার কর্মী শবনম খান ৷ তিনি সংকল্প করেছেন দিল্লি থেকে 700 কিলোমিটার পথ পদযাত্রা করে 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাবেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 1:25 PM IST

সম্বল (উত্তরপ্রদেশ), 6 জানুয়ারি: দিল্লি থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 700 কিলোমিটার। হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করে রাম মন্দির পৌঁছবেন মানবাধিকার কর্মী শবনম খান ৷ 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের সাক্ষী থাকতে ইতিমধ্যে পদযাত্রা শুরু করেছেন তিনি ৷ শুক্রবার রাতে উত্তরপ্রদেশের সম্বল জেলায় পৌঁছেছেন ৷ সেখানে তিনি জানান, রাম মন্দির প্রত্যেক ভারতীয়র স্বপ্ন ৷ তিনি নিজে মুসলমান সম্প্রদায়ের হলেও, একজন ধর্মনিরপেক্ষ নাগরিক হিসেবে রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 30 ডিসেম্বর অযোধ্যা থেকে আবেদন জানান, 22 জানুয়ারি দেশের প্রতিটি বাড়িতে সবাই যেন দীপাবলি পালন করেন ৷ মোদির সেই আবেদনে যাতে মুসলামানরাও সাড়া দেন, সেই অনুরোধ করেন শবনম ৷ তিনি বলেন, "আমি চাইব, হিন্দুদের পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের ভাইবোনরাও রাম মন্দির উদ্বোধনের সময় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করুন ৷"

এ দিন নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের প্রশংসাও করতে শোনা যায় শবনম খানকে ৷ নরেন্দ্র মোদিকে রামের সঙ্গে তুলনা করেন ওই মানবাধিকার কর্মী ৷ তাঁর কথায়, 2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার সময় থেকে ভারতে রামরাজ্য স্থাপন হয়েছে ৷ মোদি সরকারের আমলে মুসলিমরা ভারতে সবচেয়ে বেশি নিরাপদ বলে মন্তব্য করেন তিনি ৷ তিন তালাকের মতো ব্যবস্থাকে নিষিদ্ধ করে মোদি সরকার ভারতে মুসলিম মহিলাদের মঙ্গলে কাজ করেছেন বলেও জানান তিনি ৷ পাশাপাশি, উত্তরপ্রদেশে 'গুন্ডারাজ' বন্ধ করতে যোগী সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি ৷

উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বহু মানুষের উপস্থিতিতে রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে ৷ এই বিশাল আয়োজনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে অযোধ্যায় ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে ৷

আরও পড়ুন:

  1. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের
  2. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  3. 5 বছর বয়সি, 51 ইঞ্চি লম্বা রামলালার মূর্তি বসছে অযোধ্যার মন্দিরে, বড় ঘোষণা ট্রাস্টের

সম্বল (উত্তরপ্রদেশ), 6 জানুয়ারি: দিল্লি থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 700 কিলোমিটার। হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করে রাম মন্দির পৌঁছবেন মানবাধিকার কর্মী শবনম খান ৷ 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের সাক্ষী থাকতে ইতিমধ্যে পদযাত্রা শুরু করেছেন তিনি ৷ শুক্রবার রাতে উত্তরপ্রদেশের সম্বল জেলায় পৌঁছেছেন ৷ সেখানে তিনি জানান, রাম মন্দির প্রত্যেক ভারতীয়র স্বপ্ন ৷ তিনি নিজে মুসলমান সম্প্রদায়ের হলেও, একজন ধর্মনিরপেক্ষ নাগরিক হিসেবে রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 30 ডিসেম্বর অযোধ্যা থেকে আবেদন জানান, 22 জানুয়ারি দেশের প্রতিটি বাড়িতে সবাই যেন দীপাবলি পালন করেন ৷ মোদির সেই আবেদনে যাতে মুসলামানরাও সাড়া দেন, সেই অনুরোধ করেন শবনম ৷ তিনি বলেন, "আমি চাইব, হিন্দুদের পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের ভাইবোনরাও রাম মন্দির উদ্বোধনের সময় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করুন ৷"

এ দিন নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের প্রশংসাও করতে শোনা যায় শবনম খানকে ৷ নরেন্দ্র মোদিকে রামের সঙ্গে তুলনা করেন ওই মানবাধিকার কর্মী ৷ তাঁর কথায়, 2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার সময় থেকে ভারতে রামরাজ্য স্থাপন হয়েছে ৷ মোদি সরকারের আমলে মুসলিমরা ভারতে সবচেয়ে বেশি নিরাপদ বলে মন্তব্য করেন তিনি ৷ তিন তালাকের মতো ব্যবস্থাকে নিষিদ্ধ করে মোদি সরকার ভারতে মুসলিম মহিলাদের মঙ্গলে কাজ করেছেন বলেও জানান তিনি ৷ পাশাপাশি, উত্তরপ্রদেশে 'গুন্ডারাজ' বন্ধ করতে যোগী সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি ৷

উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বহু মানুষের উপস্থিতিতে রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে ৷ এই বিশাল আয়োজনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে অযোধ্যায় ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে ৷

আরও পড়ুন:

  1. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের
  2. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  3. 5 বছর বয়সি, 51 ইঞ্চি লম্বা রামলালার মূর্তি বসছে অযোধ্যার মন্দিরে, বড় ঘোষণা ট্রাস্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.