কোঝিকোড়, 27 জানুয়ারি : বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হল অসমের কোঝিকোড় জেলা থেকে৷ বুধবার এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷
কোঝিকোড়ের পুলিশ সুপার রাকেশ রৌশন জানিয়েছেন যে গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে৷ সেই মতো অভিযান চালানো হয়৷ অভিযানে লাউটি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়৷ লাউটি ইন্দো-ভূটান সীমান্তে অবস্থিত একটি এলাকা৷
আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষের ঘটনায় 22টি এফআইআর দায়ের
51টি একে-47, একটি একে-56, তিনিটি একে ম্যাগাজিন ও গুলি-সহ একটি পিস্তল উদ্ধার হয়৷ এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল৷ এই কাজ বোড়ো লিবারেশন টাইগারের বলে অনুমান করা হচ্ছে৷