ঝাঁসি, 6 সেপ্টেম্বর: কুকুরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার সদর বাজার থানা এলাকার ক্যান্টনমেন্ট এলাকায় (Jhansi Dog Death) ৷ ঝাঁসির সদর বাজার থানা এলাকার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাসকারী এক বাড়িওয়ালা ভাড়াটেদের একটি কুকুরকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছেন বলে ভাড়াটিয়াদের অভিযোগ ।
ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ভাড়াটিয়া মীনা মসীহ সদর বাজার থানায় অভিযোগে অভিযোগ করেছেন যে, তিনি পরিত্যক্ত পশুদের দেখাশোনা করেন । এটি তাঁর বাড়িওয়ালা পছন্দ করেন না । বাড়িওয়ালা প্রতিদিন বাড়িতে থাকা পশুদের মারধর ও নির্যাতন করে ।
আরও পড়ুন: কুকুরছানা মারতে 'সুপারি', 5টি সারমেয়কে নৃশংসভাবে হত্যা দুর্গাপুরে
মীনাদেবী জানান, পশুর প্রতি রাগের কারণেই তিনি পোগো কুকুরকে বিষ দিয়ে হত্যা করেছেন । আগে ওই বাড়িওয়ালা তাঁদের বাড়ি ছেড়ে দেওয়ার হুমকিও দেন বলে দাবি মহিলার । স্থানীয় চিফ ভেটেরিনারি অফিসার ডাঃ সুরেশ জানান, তারা ময়নাতদন্তের জন্য একটি দল পাঠাবেন । সদর বাজার থানার এসএইচও জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন: চার বছরের শিশুকে ঘিরে ধরেছে এক দল কুকুর, তারপর...
প্রসঙ্গত, কয়েকদিন আগে টাকার বিনিময়ে 11টি পথকুকুরকে নর্দমায় ফেলে নৃশংসভাবে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে দুর্গাপুরের একটি আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধেও । এই ঘটনার প্রতিবাদে পথে নামে পশুপ্রেমীরা । কাঁকসার পানাগড় সংলগ্ন বহুতল আবাসনের বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে পথ সারমেয়দের উপর অত্যাচার চালাচ্ছিল বলেও জানা যায় তখন ।