ETV Bharat / bharat

Bhopal Blade Attack : মহিলার মুখে ব্লেড চালানোয় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার - Bhopal Blade Attack

শিবরাজ সিংহ চৌহান আশ্বাস দিয়েছিলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তারপরেই অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন (Bhopal Blade Attack) ।

Woman Attack news
মহিলার মুখে কাটার আঘাতের ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jun 13, 2022, 11:32 AM IST

ভোপাল, 13 জুন : ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মহিলাকে ব্লেড নিয়ে আক্রমণ করেছিল 3 দুষ্কৃতী । 118টি সেলাই করতে হয়েছে ওই মহিলার মুখে । তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আশ্বাস দিয়েছিলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তারপরেই অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন ।

ঘটনাটি ঘটেছে 9 জুন রাতে ৷ শিবাজি নগরের বাসিন্দা সীমা সোলাঙ্কি স্বামী সুনীলের সঙ্গে হোটেল শ্রী প্যালেসে গিয়েছিলেন । সুনীল হোটেলের ভিতরে গেলে সীমা তাঁর জন্য বাইরে অপেক্ষা করছিলেন । ঠিক তখনই অটো থেকে 3 জন নেমে শিস দিতে শুরু করে । সীমা প্রতিবাদ করলে নোংরা গালিগালাজ শুরু করে দুষ্কৃতীরা । তারপরেই তাঁর মুখ লক্ষ্য করে ব্লেড চালায় দুষ্কৃতীরা ।

ভোপাল, 13 জুন : ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মহিলাকে ব্লেড নিয়ে আক্রমণ করেছিল 3 দুষ্কৃতী । 118টি সেলাই করতে হয়েছে ওই মহিলার মুখে । তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আশ্বাস দিয়েছিলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তারপরেই অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন ।

ঘটনাটি ঘটেছে 9 জুন রাতে ৷ শিবাজি নগরের বাসিন্দা সীমা সোলাঙ্কি স্বামী সুনীলের সঙ্গে হোটেল শ্রী প্যালেসে গিয়েছিলেন । সুনীল হোটেলের ভিতরে গেলে সীমা তাঁর জন্য বাইরে অপেক্ষা করছিলেন । ঠিক তখনই অটো থেকে 3 জন নেমে শিস দিতে শুরু করে । সীমা প্রতিবাদ করলে নোংরা গালিগালাজ শুরু করে দুষ্কৃতীরা । তারপরেই তাঁর মুখ লক্ষ্য করে ব্লেড চালায় দুষ্কৃতীরা ।

আরও পড়ুন : সন্দেহের জের, স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.