ETV Bharat / bharat

Horoscope for 27th December : কর্মজীবনে উন্নতি করবেন কেউ, পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও - ইটিভি ভারত রাশিফল 27 ডিসেম্বর

অর্থলাভের সুযোগ পাবেন কেউ ৷ বিবাহের যোগ রয়েছে কারও ৷ নতুন কাজ শুরু করবেন অনেকে ৷

Horoscope for 27th December
রাশিফল
author img

By

Published : Dec 27, 2021, 2:05 AM IST

Horoscope for 27th December
মেষ

মেষ- খুবই গড়পড়তা দিন। কাজ যেরকম এগোনোর এগোবে ৷ উন্নতিও হবে। কিন্তু, খুবই সাধারণ দিন। গুনগুন করুন, ছবি আঁকুন ও গ্রিন-টি'তে চুমুক দিন। দিবাস্বপ্ন দেখাকালীন নিজের স্বপ্নের বাড়ির পরিকল্পনা করুন। পরিকল্পনা সেখান থেকেই আকার পায়। আপনার প্রেম জীবন আজ অত ভাল নাও থাকতে পারে। আপনি হয়ত কম আবেগপ্রবণ ও বেশি বাস্তববাদী হবেন, যা আপনার প্রিয়তমের অদ্ভুত ও অন্যরকম মনে হবে। এই আচরণ আজকে আপনাদের মধ্যের সম্পর্কে প্রভাব ফেলবে।

Horoscope for 27th December
বৃষ

বৃষ- প্রেম জীবন সংক্রান্ত বিষয়গুলি সামলানোর সময় আপনাকে বাস্তববাদী হতে হবে। সবকিছু আপনাকে বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। যদিও শান্তি বজায় রাখতে গিয়ে প্রেম জীবনকে উপেক্ষা করবেন না। আজকে আপনার জন্য শুভদিন কাজেই আপনি হয়ত ভাগ্যকে একটু পরখ করে দেখতে চাইবেন। পুরনো কিছু স্টক বেচার ফলে আপনি হয়ত অতি প্রয়োজনীয় অর্থ পাবেন। আজকে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে।

Horoscope for 27th December
মিথুন

মিথুন- প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভাল প্রমাণিত হবে। আপনি সম্পূর্ণভাবে এক অন্যের সান্নিধ্য উপভোগ করবেন। বিবাহিত না হলে আপনারা বিয়ে বা বাগদান সম্পন্ন করতে চাইবেন। আজকে আপনি হয়ত কোনও বাণিজ্যিক সম্পত্তি কেনার দিকে ঝুঁকবেন। সব মিলিয়ে আপনার বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি লাভজনক হবে। আজকে সাংসারিক জীবনে বেশি মনোযোগ দেওয়া দরকার। আপনার ব্যবহারিক ও যৌক্তিক ক্ষমতা আপনাকে অফিস ও কাজ একসঙ্গে সামলাতে সাহায্য করবে।

Horoscope for 27th December
কর্কট

কর্কট- আপনার সঙ্গী-সঙ্গিনী আজ আপনার জন্য সবকিছু করতে রাজি আছেন। আপনি চাঁদ চাইলেও হয়ত তিনি দেওয়ার চেষ্টা করতে চাইবেন। যদিও চাঁদ বা আকাশের তারা এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয়, তাদের বিশেষ প্রয়াস আপনাকে পরম সন্তোষ দেবে। কর্মজীবনে আলাপ-আলোচনার মাধ্যমে প্রতারণার হাত থেকে টাকা বাঁচাতে সফল হবেন।

Horoscope for 27th December
সিংহ

সিংহ- এক শুভ ও অনুকূল দিন আপনার জন্য অপেক্ষা করছে। বাড়ির ভালর জন্য কিছু পরিবর্তন ঘটাতে পারবেন। বাড়ির জন্য নতুন কিছু জিনিসপত্রও কিনবেন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। অল্পবয়সীরা প্রেমে পড়তে পারে।

Horoscope for 27th December
কন্যা

কন্যা- প্রেমিকদের রোম্যান্টিক জীবনে ইতিবাচক মোড় ঘুরবে। পরিকল্পনা করার ক্ষমতা আজকে ভাল কাজ করবে ফলে আপনার দিনটি ভালভাবে পরিকল্পনা করা এবং সময়সূচি তৈরি করা উচিত। আজকে আপনার স্বাস্থ্য খুব ভাল থাকবে। আবেগে ফেটে পড়ার বিষয়টিও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সবরকম বাস্তব ও আবশ্যক দিক বিবেচনা করে আপনি আপনার খরচের বিষয়টিও নিয়ন্ত্রণ করতে পারবেন। কাজের জায়গায় আরও ভাল কাজ করার জন্য আপনি সঠিক রুটিন এবং সময়সূচি তৈরি করতে চাইবেন।

Horoscope for 27th December
তুলা

তুলা- অন্যদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনার জুড়ি নেই, আর আপনার এই মিষ্টভাষী স্বভাব অনেককেই আকৃষ্ট করবে। আলাপ-আলোচনা, মিটিং ও কাজের বিষয়ে কথা বলেই আজকের দিনটি কাটবে। কাজের জায়গায়, তদন্তমূলক কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। সন্ধ্যার পরে, আশপাশের মানুষের কাছে আপনি আকর্ষণীয় ও অপ্রতিরোধ্য হয়ে উঠবেন।

Horoscope for 27th December
বৃশ্চিক

বৃশ্চিক- আপনার রোজকার কাজের ধরনে একটুখানি অভিনবত্ব ও নতুনত্ব যোগ করুন। আপনি যে বিশৃঙ্খলভাবে কাজ করেন তাতে কিছুটা হলেও শৃঙ্খলা আনতে হবে। নতুনভাবে খুঁজে পাওয়া শক্তি ও উদ্যম নিয়ে কাজে ডুবে গিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করুন। আজকের দিনে আপনাকে প্রিয়তম বা জীবনসঙ্গীকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি আপনার প্রিয়তমা বা জীবনসঙ্গীকে আপনারা কীভাবে একসঙ্গে সন্ধ্যা কাটাবেন সেই সিদ্ধান্ত নিতে দেন তাহলে তিনি সমাদৃত বোধ করবেন। এর ফলে আপনি আরও বেশি আনন্দিত হবেন।

Horoscope for 27th December
ধনু

ধনু- কর্মজীবন ও ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই আপনি আজ উচ্ছ্বাসে ভরপুর থাকবেন । অন্যের বিশ্বাস জয় করার এক অসাধারণ ক্ষমতা আপনার আছে আর আজ সেটা সম্পূর্ণরূপে আপনি ব্যবহার করবেন। কর্মক্ষেত্রে আরও ভাল ফল করতে অভিজ্ঞ ঊর্ধ্বতনদের পরামর্শ নিন।

Horoscope for 27th December
মকর

মকর- পরিবারে কিছু দারুণ ঘটনা ঘটার কারণে সারাদিনটাই উচ্ছ্বাসে ভরে থাকবে এবং আপনাকে ব্যস্ত রাখবে। কাজের জায়গায় আপনার অসাধারণ প্রচেষ্টার উপযুক্ত পুরস্কার পাবেন। তবে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্ক হতে হবে।

Horoscope for 27th December
কুম্ভ

কুম্ভ- আজ আপনাকে শান্তিদূতের ভূমিকা নিতে হবে । কৌশল ও বিচক্ষণতার সঙ্গে আপনি নিজের ও সকলের সমস্যা সমাধান করে এক প্রীতিময় পরিবেশ তৈরি করতে পারবেন। সামনে আসা যে কোনও কাজের সুযোগের সদ্ব্যবহার করুন কারণ, তা আপনার জীবনে নেওয়া শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলির একটি হতে পারে।

Horoscope for 27th December
মীন

মীন- কাজের জায়গায় আজ শুরুতে আপনি একাধিক সৃষ্টিশীল চিন্তাভাবনা ও পরামর্শ দেবেন ৷ তবে দিনের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তবোধ করবেন । হয়ত নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সপ্তাহের শেষে ছুটি কাটাতে যাওয়া যেতে পারে।

Horoscope for 27th December
মেষ

মেষ- খুবই গড়পড়তা দিন। কাজ যেরকম এগোনোর এগোবে ৷ উন্নতিও হবে। কিন্তু, খুবই সাধারণ দিন। গুনগুন করুন, ছবি আঁকুন ও গ্রিন-টি'তে চুমুক দিন। দিবাস্বপ্ন দেখাকালীন নিজের স্বপ্নের বাড়ির পরিকল্পনা করুন। পরিকল্পনা সেখান থেকেই আকার পায়। আপনার প্রেম জীবন আজ অত ভাল নাও থাকতে পারে। আপনি হয়ত কম আবেগপ্রবণ ও বেশি বাস্তববাদী হবেন, যা আপনার প্রিয়তমের অদ্ভুত ও অন্যরকম মনে হবে। এই আচরণ আজকে আপনাদের মধ্যের সম্পর্কে প্রভাব ফেলবে।

Horoscope for 27th December
বৃষ

বৃষ- প্রেম জীবন সংক্রান্ত বিষয়গুলি সামলানোর সময় আপনাকে বাস্তববাদী হতে হবে। সবকিছু আপনাকে বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। যদিও শান্তি বজায় রাখতে গিয়ে প্রেম জীবনকে উপেক্ষা করবেন না। আজকে আপনার জন্য শুভদিন কাজেই আপনি হয়ত ভাগ্যকে একটু পরখ করে দেখতে চাইবেন। পুরনো কিছু স্টক বেচার ফলে আপনি হয়ত অতি প্রয়োজনীয় অর্থ পাবেন। আজকে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে।

Horoscope for 27th December
মিথুন

মিথুন- প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভাল প্রমাণিত হবে। আপনি সম্পূর্ণভাবে এক অন্যের সান্নিধ্য উপভোগ করবেন। বিবাহিত না হলে আপনারা বিয়ে বা বাগদান সম্পন্ন করতে চাইবেন। আজকে আপনি হয়ত কোনও বাণিজ্যিক সম্পত্তি কেনার দিকে ঝুঁকবেন। সব মিলিয়ে আপনার বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি লাভজনক হবে। আজকে সাংসারিক জীবনে বেশি মনোযোগ দেওয়া দরকার। আপনার ব্যবহারিক ও যৌক্তিক ক্ষমতা আপনাকে অফিস ও কাজ একসঙ্গে সামলাতে সাহায্য করবে।

Horoscope for 27th December
কর্কট

কর্কট- আপনার সঙ্গী-সঙ্গিনী আজ আপনার জন্য সবকিছু করতে রাজি আছেন। আপনি চাঁদ চাইলেও হয়ত তিনি দেওয়ার চেষ্টা করতে চাইবেন। যদিও চাঁদ বা আকাশের তারা এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয়, তাদের বিশেষ প্রয়াস আপনাকে পরম সন্তোষ দেবে। কর্মজীবনে আলাপ-আলোচনার মাধ্যমে প্রতারণার হাত থেকে টাকা বাঁচাতে সফল হবেন।

Horoscope for 27th December
সিংহ

সিংহ- এক শুভ ও অনুকূল দিন আপনার জন্য অপেক্ষা করছে। বাড়ির ভালর জন্য কিছু পরিবর্তন ঘটাতে পারবেন। বাড়ির জন্য নতুন কিছু জিনিসপত্রও কিনবেন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। অল্পবয়সীরা প্রেমে পড়তে পারে।

Horoscope for 27th December
কন্যা

কন্যা- প্রেমিকদের রোম্যান্টিক জীবনে ইতিবাচক মোড় ঘুরবে। পরিকল্পনা করার ক্ষমতা আজকে ভাল কাজ করবে ফলে আপনার দিনটি ভালভাবে পরিকল্পনা করা এবং সময়সূচি তৈরি করা উচিত। আজকে আপনার স্বাস্থ্য খুব ভাল থাকবে। আবেগে ফেটে পড়ার বিষয়টিও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সবরকম বাস্তব ও আবশ্যক দিক বিবেচনা করে আপনি আপনার খরচের বিষয়টিও নিয়ন্ত্রণ করতে পারবেন। কাজের জায়গায় আরও ভাল কাজ করার জন্য আপনি সঠিক রুটিন এবং সময়সূচি তৈরি করতে চাইবেন।

Horoscope for 27th December
তুলা

তুলা- অন্যদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনার জুড়ি নেই, আর আপনার এই মিষ্টভাষী স্বভাব অনেককেই আকৃষ্ট করবে। আলাপ-আলোচনা, মিটিং ও কাজের বিষয়ে কথা বলেই আজকের দিনটি কাটবে। কাজের জায়গায়, তদন্তমূলক কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। সন্ধ্যার পরে, আশপাশের মানুষের কাছে আপনি আকর্ষণীয় ও অপ্রতিরোধ্য হয়ে উঠবেন।

Horoscope for 27th December
বৃশ্চিক

বৃশ্চিক- আপনার রোজকার কাজের ধরনে একটুখানি অভিনবত্ব ও নতুনত্ব যোগ করুন। আপনি যে বিশৃঙ্খলভাবে কাজ করেন তাতে কিছুটা হলেও শৃঙ্খলা আনতে হবে। নতুনভাবে খুঁজে পাওয়া শক্তি ও উদ্যম নিয়ে কাজে ডুবে গিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করুন। আজকের দিনে আপনাকে প্রিয়তম বা জীবনসঙ্গীকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি আপনার প্রিয়তমা বা জীবনসঙ্গীকে আপনারা কীভাবে একসঙ্গে সন্ধ্যা কাটাবেন সেই সিদ্ধান্ত নিতে দেন তাহলে তিনি সমাদৃত বোধ করবেন। এর ফলে আপনি আরও বেশি আনন্দিত হবেন।

Horoscope for 27th December
ধনু

ধনু- কর্মজীবন ও ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই আপনি আজ উচ্ছ্বাসে ভরপুর থাকবেন । অন্যের বিশ্বাস জয় করার এক অসাধারণ ক্ষমতা আপনার আছে আর আজ সেটা সম্পূর্ণরূপে আপনি ব্যবহার করবেন। কর্মক্ষেত্রে আরও ভাল ফল করতে অভিজ্ঞ ঊর্ধ্বতনদের পরামর্শ নিন।

Horoscope for 27th December
মকর

মকর- পরিবারে কিছু দারুণ ঘটনা ঘটার কারণে সারাদিনটাই উচ্ছ্বাসে ভরে থাকবে এবং আপনাকে ব্যস্ত রাখবে। কাজের জায়গায় আপনার অসাধারণ প্রচেষ্টার উপযুক্ত পুরস্কার পাবেন। তবে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্ক হতে হবে।

Horoscope for 27th December
কুম্ভ

কুম্ভ- আজ আপনাকে শান্তিদূতের ভূমিকা নিতে হবে । কৌশল ও বিচক্ষণতার সঙ্গে আপনি নিজের ও সকলের সমস্যা সমাধান করে এক প্রীতিময় পরিবেশ তৈরি করতে পারবেন। সামনে আসা যে কোনও কাজের সুযোগের সদ্ব্যবহার করুন কারণ, তা আপনার জীবনে নেওয়া শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলির একটি হতে পারে।

Horoscope for 27th December
মীন

মীন- কাজের জায়গায় আজ শুরুতে আপনি একাধিক সৃষ্টিশীল চিন্তাভাবনা ও পরামর্শ দেবেন ৷ তবে দিনের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তবোধ করবেন । হয়ত নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সপ্তাহের শেষে ছুটি কাটাতে যাওয়া যেতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.