ETV Bharat / bharat

Honour Killing in Mathura: পরিবারের সম্মান রক্ষায় মেয়েকে খুন ! অভিযুক্ত বাবা - পরিবারের সম্মান রক্ষায় মেয়েকে খুন

পরিবারের সম্মান রক্ষায় মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Father Killed Daughter in Mathura) ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের মথুরা৷ মৃতের নাম আয়ুষী যাদব (21) ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

honour-killing-in-mathura-father-threw-daughter-s-body-in-suitcase-after-murder
Honour Killing in Mathura: পরিবারের সম্মান রক্ষায় মেয়েকে খুন ! অভিযুক্ত বাবা
author img

By

Published : Nov 21, 2022, 1:11 PM IST

মথুরা (উত্তরপ্রদেশ), 21 নভেম্বর: ফের পরিবারের সম্মান রক্ষায় খুনের (Honour Killing) অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায় (Murder in Mathura) ৷ পুলিশের দাবি, অভিযুক্ত নীতীশ যাদব জেরায় সব স্বীকার করেছেন ৷ তিনি পুলিশকে জানিয়েছেন যে আয়ুষী যাদব (21) তাঁর একমাত্র কন্যা ৷ মেয়েকে তিনি গুলি করে হত্যা করেছেন (Father Killed Daughter in Mathura) ৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের একটি জায়গায় সার্ভিস রোড ধরে কিছুটা এগিয়ে গেলে রয়েছে কৃষি অনুসন্ধান কেন্দ্র ৷ সেখানেই গত শুক্রবার রক্তাক্ত একটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছিল ৷ ব্যাগের মধ্যেই ছিল আয়ুষীর মৃতদেহ ৷ ওই মৃতদেহ প্লাস্টিকে মোড়ানো ছিল ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ শুরু হয় তদন্ত ৷

পুলিশ জানিয়েছে, মেয়েটি কালো রংয়ের টি শার্ট ও হাফ প্যান্ট পরেছিলেন ৷ পোশাক দেখেই বোঝা যাচ্ছিল যে মেয়েটি স্বচ্ছল পরিবারের ৷ কিন্তু মেয়েটিকে গুলি করে হত্যা করা হয় ৷ এমনকী, তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও ছিল ৷ প্রাথমিক তদন্তের পর মেয়েটিকে সনাক্ত করা হয় ৷

পুলিশ জানিয়েছে, শুরুতেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয় ৷ পরিবারের সদস্যদের মধ্যে অনেকের কথায় অসঙ্গতি নজরে আসে ৷ তার পর দীর্ঘ সময় ধরে আয়ুষীর বাবা নীতীশ যাদবকে জেরা করা হয় ৷ সেই জেরাতেই শেষমেশ তিনি ভেঙে পড়েন ৷ আর খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি ৷

পুলিশের দাবি, জেরায় নীতীশ জানিয়েছেন যে খুনের ঘটনাটি ঘটে গত 17 নভেম্বর ৷ সেদিন রাতে তিনি গাড়িতে মৃতদেহ এনে যমুনা এক্সপ্রেসওয়ের ধারে ওই এলাকায় মৃতদেহ ফেলে যান ৷ কিন্তু কেন খুন করা হল ? এই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই কি এই খুন ? এই নিয়ে পুলিশ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ৷ কারণ, একটি সূত্র থেকে জানা গিয়েছে, আয়ুষী ওই দিন বাড়ি থেকে কাউকে না বলেই বের হয়েছিল ৷ সেই কারণেই নীতীশ ক্ষুব্ধ হন ৷ বাড়ি ফেরার পর আয়ুষীর সঙ্গে তাঁর বাদানুবাদ হয় ৷ সেই সময় তিনি মেয়েকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: রাজস্থানে পেট্রল বোমায় আহত সস্ত্রীক পুরোহিত

মথুরা (উত্তরপ্রদেশ), 21 নভেম্বর: ফের পরিবারের সম্মান রক্ষায় খুনের (Honour Killing) অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায় (Murder in Mathura) ৷ পুলিশের দাবি, অভিযুক্ত নীতীশ যাদব জেরায় সব স্বীকার করেছেন ৷ তিনি পুলিশকে জানিয়েছেন যে আয়ুষী যাদব (21) তাঁর একমাত্র কন্যা ৷ মেয়েকে তিনি গুলি করে হত্যা করেছেন (Father Killed Daughter in Mathura) ৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের একটি জায়গায় সার্ভিস রোড ধরে কিছুটা এগিয়ে গেলে রয়েছে কৃষি অনুসন্ধান কেন্দ্র ৷ সেখানেই গত শুক্রবার রক্তাক্ত একটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছিল ৷ ব্যাগের মধ্যেই ছিল আয়ুষীর মৃতদেহ ৷ ওই মৃতদেহ প্লাস্টিকে মোড়ানো ছিল ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ শুরু হয় তদন্ত ৷

পুলিশ জানিয়েছে, মেয়েটি কালো রংয়ের টি শার্ট ও হাফ প্যান্ট পরেছিলেন ৷ পোশাক দেখেই বোঝা যাচ্ছিল যে মেয়েটি স্বচ্ছল পরিবারের ৷ কিন্তু মেয়েটিকে গুলি করে হত্যা করা হয় ৷ এমনকী, তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও ছিল ৷ প্রাথমিক তদন্তের পর মেয়েটিকে সনাক্ত করা হয় ৷

পুলিশ জানিয়েছে, শুরুতেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয় ৷ পরিবারের সদস্যদের মধ্যে অনেকের কথায় অসঙ্গতি নজরে আসে ৷ তার পর দীর্ঘ সময় ধরে আয়ুষীর বাবা নীতীশ যাদবকে জেরা করা হয় ৷ সেই জেরাতেই শেষমেশ তিনি ভেঙে পড়েন ৷ আর খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি ৷

পুলিশের দাবি, জেরায় নীতীশ জানিয়েছেন যে খুনের ঘটনাটি ঘটে গত 17 নভেম্বর ৷ সেদিন রাতে তিনি গাড়িতে মৃতদেহ এনে যমুনা এক্সপ্রেসওয়ের ধারে ওই এলাকায় মৃতদেহ ফেলে যান ৷ কিন্তু কেন খুন করা হল ? এই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই কি এই খুন ? এই নিয়ে পুলিশ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ৷ কারণ, একটি সূত্র থেকে জানা গিয়েছে, আয়ুষী ওই দিন বাড়ি থেকে কাউকে না বলেই বের হয়েছিল ৷ সেই কারণেই নীতীশ ক্ষুব্ধ হন ৷ বাড়ি ফেরার পর আয়ুষীর সঙ্গে তাঁর বাদানুবাদ হয় ৷ সেই সময় তিনি মেয়েকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: রাজস্থানে পেট্রল বোমায় আহত সস্ত্রীক পুরোহিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.