ETV Bharat / bharat

Home Minister Amit Shah: 13 বার প্রজেক্ট করে প্রত্যেকবারই ফেল; নাম না-করে রাহুলকে কটাক্ষ শাহের - অনাস্থা প্রস্তাবে

অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে অমিত শাহ দাবি করেন, কেবলমাত্র মানুষের মধ্য়ে ভ্রান্তি ছড়ানোর জন্যই এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "লোকসভায় আমাদের তো সংখ্য়াগড়িষ্ঠতা নিয়ে কোনও প্রশ্নই নেই । মানুষের মধ্যেও কোনও অবিশ্বাস নেই ।"

সৌজন্যে- লোকসভা টিভি
অমিত শাহ
author img

By

Published : Aug 9, 2023, 6:03 PM IST

Updated : Aug 9, 2023, 6:37 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে নাম না-করে একদিকে রাহুল গান্ধিকে কটাক্ষ করলেন, অন্যদিকে মোদি সরকারের ভূয়সী প্রসংশা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় । বুধবার লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর জবাবি বক্তব্য রাখতে গিয়ে ন'বছরে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতিটি বিষয়ের উপরই আলোকপাত করার চেষ্টা করেন অমিত শাহ । তিনি বলেন, "কোনও ছুটি না নিয়ে দিনে 17 ঘণ্টাই দেশের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 30 বছর পর পূর্ণ সংখ্য়াগরিষ্ঠতা যুক্ত সরকার পেয়েছে দেশ। দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণ ভারত ছাড়ো এই স্লোগান দিয়েছেন মোদি।"

একদিকে যেমন মোদি সরকারের প্রসংশা শোনা গিয়েছে এদিন অমিত শাহের গলায়, তেমনই কংগ্রেস সরকারের তীব্র সমালোচনাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "যারা জন ধন যোজনার বিরোধিতা করে তারা আসলে কাটমানির টাকা পাচ্ছে না বলেই এটা করেছে। কংগ্রেস শুধু কমিশন খেয়েছে ।" একই সঙ্গে, রাহুল গান্ধির নাম না করে অমিত শাহ বলেন, "এমন একজন নেতা একানে আছেন সদনে, যাঁকে 13 বার লঞ্চ করা হয়েছে, আর 13 বারই ফেল করেছে ।" ফের একবার এদিনও অমিত শাহ জোরালো দাবি করেছেন, চব্বিশেও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠন করবে ।

  • #WATCH | I agree that there have been incidents of violence in Manipur. No one can support such incidents. Doing politics on these incidents is shameful: Home Minister Amit Shah on violence in Manipur pic.twitter.com/9qaP8s59PV

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এদিন জবাবি ভাষণে কাশ্মীর প্রসঙ্গও টেনে আনেন অমিত শাহ । তিনি বলেন, "কংগ্রেস আমলে কাঁটাতার পেরিয়ে এসে আতঙ্কবাদিরা মুণ্ড কেটে নিয়ে যেত । আর মোদি সরকারের জমানায় আমরা সার্জিকাল স্ট্রাইক করে মোক্ষম জবাব দিয়েছি । কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা কাজ করেছি । 40 হাজার মানুষ মারা গিয়েছে । জওহরলাল নেহরুর ভুল ছিল । 370 ধারা সমাপ্ত করে দিয়েছিল । আমরা না হুরিয়ৎ, না জমিয়ত আর না তো পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা করব কাশ্মীর ইস্যুতে।" তিনটি পরিবার কাশ্মীরে টানা শাসন করেছে বলেও কটাক্ষ করেন অমিত শাহ । সেই আমলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনও হয়নি বলে সংসদে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "এক কোটি 80 লক্ষ পর্যটক 2022 সালে কাশ্মীর ভ্রমণে গিয়েছে । মোদি সরকারের আমলে সিনেমা হল, শিকারা চালু হয়েছে উপত্যকায় । এমনকী 33 বছর মহরম বন্ধ ছিল, মোদি সরকার ফের তা চালু করেছে ।"

নয়াদিল্লি, 9 অগস্ট: অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে নাম না-করে একদিকে রাহুল গান্ধিকে কটাক্ষ করলেন, অন্যদিকে মোদি সরকারের ভূয়সী প্রসংশা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় । বুধবার লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর জবাবি বক্তব্য রাখতে গিয়ে ন'বছরে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতিটি বিষয়ের উপরই আলোকপাত করার চেষ্টা করেন অমিত শাহ । তিনি বলেন, "কোনও ছুটি না নিয়ে দিনে 17 ঘণ্টাই দেশের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 30 বছর পর পূর্ণ সংখ্য়াগরিষ্ঠতা যুক্ত সরকার পেয়েছে দেশ। দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণ ভারত ছাড়ো এই স্লোগান দিয়েছেন মোদি।"

একদিকে যেমন মোদি সরকারের প্রসংশা শোনা গিয়েছে এদিন অমিত শাহের গলায়, তেমনই কংগ্রেস সরকারের তীব্র সমালোচনাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "যারা জন ধন যোজনার বিরোধিতা করে তারা আসলে কাটমানির টাকা পাচ্ছে না বলেই এটা করেছে। কংগ্রেস শুধু কমিশন খেয়েছে ।" একই সঙ্গে, রাহুল গান্ধির নাম না করে অমিত শাহ বলেন, "এমন একজন নেতা একানে আছেন সদনে, যাঁকে 13 বার লঞ্চ করা হয়েছে, আর 13 বারই ফেল করেছে ।" ফের একবার এদিনও অমিত শাহ জোরালো দাবি করেছেন, চব্বিশেও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠন করবে ।

  • #WATCH | I agree that there have been incidents of violence in Manipur. No one can support such incidents. Doing politics on these incidents is shameful: Home Minister Amit Shah on violence in Manipur pic.twitter.com/9qaP8s59PV

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এদিন জবাবি ভাষণে কাশ্মীর প্রসঙ্গও টেনে আনেন অমিত শাহ । তিনি বলেন, "কংগ্রেস আমলে কাঁটাতার পেরিয়ে এসে আতঙ্কবাদিরা মুণ্ড কেটে নিয়ে যেত । আর মোদি সরকারের জমানায় আমরা সার্জিকাল স্ট্রাইক করে মোক্ষম জবাব দিয়েছি । কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা কাজ করেছি । 40 হাজার মানুষ মারা গিয়েছে । জওহরলাল নেহরুর ভুল ছিল । 370 ধারা সমাপ্ত করে দিয়েছিল । আমরা না হুরিয়ৎ, না জমিয়ত আর না তো পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা করব কাশ্মীর ইস্যুতে।" তিনটি পরিবার কাশ্মীরে টানা শাসন করেছে বলেও কটাক্ষ করেন অমিত শাহ । সেই আমলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনও হয়নি বলে সংসদে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "এক কোটি 80 লক্ষ পর্যটক 2022 সালে কাশ্মীর ভ্রমণে গিয়েছে । মোদি সরকারের আমলে সিনেমা হল, শিকারা চালু হয়েছে উপত্যকায় । এমনকী 33 বছর মহরম বন্ধ ছিল, মোদি সরকার ফের তা চালু করেছে ।"

Last Updated : Aug 9, 2023, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.