ETV Bharat / bharat

প্রায় বিরোধী শূন্য লোকসভায় পাশ হল ভারতীয় দণ্ডবিধির নয়া বিল, 'রাষ্ট্রদ্রোহ' লাগু হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী - রাজদ্রোহ

Amit Shah introduced new 3rd Bharatiya Nyaya Sanhita Bill in Lok Sabha: প্রায় বিরোধী শূন্য লোকসভায় ভারতীয় সাক্ষ্য সংহিতা (দ্বিতীয়), ভারতীয় ন্য়ায় সংহিতা (দ্বিতীয়), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (দ্বিতীয়) তিনটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর সেই বিল পেশ করে অমিত শাহ সাফ জানান, এবার থেকে ব্রিটিশদের 'রাজদ্রোহ'-এর পরিবর্তে 'রাষ্ট্রদ্রোহ' লাগু হবে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 4:22 PM IST

Updated : Dec 20, 2023, 4:58 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: লোকসভায় বিবেচনা ও পাশের জন্য বর্তমান ফৌজদারি আইন প্রতিস্থাপনের জন্য নয়া বিল বুধবার পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের পর এদিন ধ্বনিভোটে পাশ হয় নয়া তিনটি বিলই ৷ প্রায় বিরোধী শূন্য লোকসভায় এদিন ভারতীয় সাক্ষ্য সংহিতা (দ্বিতীয়), ভারতীয় ন্য়ায় সংহিতা (দ্বিতীয়), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (দ্বিতীয়) তিনটি বিল পেশ করেন কেন্দ্রীয় অমিত শাহ ৷ আর সেই বিল পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানান, এবার থেকে ব্রিটিশদের 'রাজদ্রোহ'র পরিবর্তে 'রাষ্ট্রদ্রোহ' লাগু হবে ৷ এদিন বিল পাশ হওয়ার পর গোটা দেশে নতুন দণ্ডবিধি লাগু হবে ৷

বিল পেশ করে লোকসভায় অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, আমি 150 বছরের পুরনো তিনটি আইনে কিছু বড় পরিবর্তন আনতে চলেছি যা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ৷" একইসঙ্গে তিনি বলেন, "ভারতীয় দণ্ডবিধির উদ্দেশ্য ছিল শাস্তি দেওয়া, ন্যায়বিচার নয় ৷ সেই ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতার জায়গায় 2023 হাউজ থেকে পাশ হওয়ার পরে গোটা দেশে কার্যকর হবে ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, "সিআরপিসিতে 484টি বিভাগ ছিল, এখন এতে 531টি বিভাগ থাকবে। 177টি বিভাগে পরিবর্তন করা হয়েছে এবং ন'টি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। 39টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে। 44টি নতুন বিধান যোগ করা হয়েছে ৷"

এদিন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "গরিবদের জন্য, ন্যায়বিচার দেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আর্থিক চ্যালেঞ্জ ৷ বছরের পর বছর ধরে 'তারিখ পে তারিখ' চলতেই থাকে। পুলিশ বিচার ব্যবস্থাকে দায়ী করে। সরকার পুলিশ ও বিচারবিভাগীয় ব্যবস্থাকে দায়ী করে। পুলিশ ও বিচার বিভাগ এই বিলম্বের জন্য পালটা সরকারকে দায়ী করে। এখন আমরা নতুন আইনে অনেক কিছুই পরিষ্কার করেছি ৷" অমিত শাহের কথায়, "এটা ইংরেজ বা কংগ্রেসের শাসন নয় ৷ এটা ভারতীয় জনতা পার্টির শাসনকাল ৷ সন্ত্রাসবাদের সঙ্গে কোনওরকম আপোষ করা হবে না ৷ সন্ত্রাসবাদের সঙ্গে নো টলারেন্স নীতিতে চলছে মোদি সরকার ৷"

লোকসভায় এদিন বিল নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এবার থেকে অভিযুক্তরা জামিনের আবেদন করার জন্য সাত দিন সময় পাবেন ৷ বিচারককে সেই সাত দিনে শুনানি করতে হবে এবং সর্বোচ্চ 120 দিনের মধ্যে মামলার ট্রায়াল শুরু করতে হবে ৷ এখন যদি কেউ অপরাধের 30 দিনের মধ্যে তাদের অপরাধ স্বীকার করে তবে শাস্তি কম হবে ৷ বিচারের সময় নথি উপস্থাপনের কোনও বিধান ছিল না। আমরা এটি বাধ্যতামূলক করেছি। 30 দিনের মধ্যে সমস্ত নথি উপস্থাপন করতে। এতে কোনও বিলম্ব করা যাবে না ৷"

একইসঙ্গে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ অযোধ্য়ায় রাম মন্দির নিয়েও সওয়াল করেন ৷ তিনি বলেন, "আমরা বলেছিলাম যে অযোধ্যায় আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাম মন্দির তৈরি করব এবং 22 জানুয়ারি সেখানে প্রভু রামের মূর্তি স্থাপন করা হবে। এটি প্রধানমন্ত্রী মোদির সরকার, আমরা যা বলি তা আমরা করে থাকি। আমরা সংসদ এবং বিধানসভায় মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ আনব ৷ কংগ্রেস বহুবার ক্ষমতায় এসেছিল এবং শুধু তারিখ পার হতে থেকেছে ৷ কিন্তু আমরা তা করেছি এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছি ৷"

আরও পড়ুন:

  1. সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণের ব্যঙ্গ, দলীয় সাংসদের নকলনবিশি নিয়ে মুখ খুললেন মমতা
  2. 'মিমিক্রি একটা শিল্প, যা অভ্যেস করেন মাস্টাররা !' মোদির ভিডিয়ো পোস্ট করে পালটা মহুয়ার
  3. একশো দিনের বকেয়া নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠক সেরে বললেন মমতা

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: লোকসভায় বিবেচনা ও পাশের জন্য বর্তমান ফৌজদারি আইন প্রতিস্থাপনের জন্য নয়া বিল বুধবার পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের পর এদিন ধ্বনিভোটে পাশ হয় নয়া তিনটি বিলই ৷ প্রায় বিরোধী শূন্য লোকসভায় এদিন ভারতীয় সাক্ষ্য সংহিতা (দ্বিতীয়), ভারতীয় ন্য়ায় সংহিতা (দ্বিতীয়), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (দ্বিতীয়) তিনটি বিল পেশ করেন কেন্দ্রীয় অমিত শাহ ৷ আর সেই বিল পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানান, এবার থেকে ব্রিটিশদের 'রাজদ্রোহ'র পরিবর্তে 'রাষ্ট্রদ্রোহ' লাগু হবে ৷ এদিন বিল পাশ হওয়ার পর গোটা দেশে নতুন দণ্ডবিধি লাগু হবে ৷

বিল পেশ করে লোকসভায় অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, আমি 150 বছরের পুরনো তিনটি আইনে কিছু বড় পরিবর্তন আনতে চলেছি যা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ৷" একইসঙ্গে তিনি বলেন, "ভারতীয় দণ্ডবিধির উদ্দেশ্য ছিল শাস্তি দেওয়া, ন্যায়বিচার নয় ৷ সেই ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতার জায়গায় 2023 হাউজ থেকে পাশ হওয়ার পরে গোটা দেশে কার্যকর হবে ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, "সিআরপিসিতে 484টি বিভাগ ছিল, এখন এতে 531টি বিভাগ থাকবে। 177টি বিভাগে পরিবর্তন করা হয়েছে এবং ন'টি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। 39টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে। 44টি নতুন বিধান যোগ করা হয়েছে ৷"

এদিন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "গরিবদের জন্য, ন্যায়বিচার দেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আর্থিক চ্যালেঞ্জ ৷ বছরের পর বছর ধরে 'তারিখ পে তারিখ' চলতেই থাকে। পুলিশ বিচার ব্যবস্থাকে দায়ী করে। সরকার পুলিশ ও বিচারবিভাগীয় ব্যবস্থাকে দায়ী করে। পুলিশ ও বিচার বিভাগ এই বিলম্বের জন্য পালটা সরকারকে দায়ী করে। এখন আমরা নতুন আইনে অনেক কিছুই পরিষ্কার করেছি ৷" অমিত শাহের কথায়, "এটা ইংরেজ বা কংগ্রেসের শাসন নয় ৷ এটা ভারতীয় জনতা পার্টির শাসনকাল ৷ সন্ত্রাসবাদের সঙ্গে কোনওরকম আপোষ করা হবে না ৷ সন্ত্রাসবাদের সঙ্গে নো টলারেন্স নীতিতে চলছে মোদি সরকার ৷"

লোকসভায় এদিন বিল নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এবার থেকে অভিযুক্তরা জামিনের আবেদন করার জন্য সাত দিন সময় পাবেন ৷ বিচারককে সেই সাত দিনে শুনানি করতে হবে এবং সর্বোচ্চ 120 দিনের মধ্যে মামলার ট্রায়াল শুরু করতে হবে ৷ এখন যদি কেউ অপরাধের 30 দিনের মধ্যে তাদের অপরাধ স্বীকার করে তবে শাস্তি কম হবে ৷ বিচারের সময় নথি উপস্থাপনের কোনও বিধান ছিল না। আমরা এটি বাধ্যতামূলক করেছি। 30 দিনের মধ্যে সমস্ত নথি উপস্থাপন করতে। এতে কোনও বিলম্ব করা যাবে না ৷"

একইসঙ্গে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ অযোধ্য়ায় রাম মন্দির নিয়েও সওয়াল করেন ৷ তিনি বলেন, "আমরা বলেছিলাম যে অযোধ্যায় আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাম মন্দির তৈরি করব এবং 22 জানুয়ারি সেখানে প্রভু রামের মূর্তি স্থাপন করা হবে। এটি প্রধানমন্ত্রী মোদির সরকার, আমরা যা বলি তা আমরা করে থাকি। আমরা সংসদ এবং বিধানসভায় মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ আনব ৷ কংগ্রেস বহুবার ক্ষমতায় এসেছিল এবং শুধু তারিখ পার হতে থেকেছে ৷ কিন্তু আমরা তা করেছি এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছি ৷"

আরও পড়ুন:

  1. সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণের ব্যঙ্গ, দলীয় সাংসদের নকলনবিশি নিয়ে মুখ খুললেন মমতা
  2. 'মিমিক্রি একটা শিল্প, যা অভ্যেস করেন মাস্টাররা !' মোদির ভিডিয়ো পোস্ট করে পালটা মহুয়ার
  3. একশো দিনের বকেয়া নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠক সেরে বললেন মমতা
Last Updated : Dec 20, 2023, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.