ETV Bharat / bharat

জয়পুর বিমানবন্দরে বোমাতঙ্ক ! ইমেলে ভুয়ো হুমকি কর্তৃপক্ষকে - বোমা

Jaipur International Airport: ইমেলে জয়পুর বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ভুয়ো হুমকি দেওয়া হল কর্তৃপক্ষকে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷

Hoax Bomb Threat
বোমা বিস্ফোরণের ভুয়ো হুমকি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 3:31 PM IST

জয়পুর, 28 ডিসেম্বর: ইমেলে জয়পুর বিমানবন্দরকে উড়িয়ে দেওয়ার ভুয়ো হুমকি ৷ পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ ৷ ইমেলে হুমকির বিষয়ে বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ জানিয়েছে, একটি বেনামী ইমেল পায় জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ যাতে বিমানবন্দর চত্বরে সম্ভাব্য বোমা বিস্ফোরণের বিষয়ে সতর্ক করা হয় ৷ সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে বিষয়টি জানায় ৷

বিমানবন্দর থানার হাউস অফিসার মমতা মীনা বলেন, "বিমানবন্দরের ম্যানেজার অনুরাগ গুপ্ত একটি অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি জানান, বিমানবন্দরের অফিসিয়াল ইমেল আইডিটি বিমানবন্দরে সম্ভাব্য বোমা বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে একটি বেনামী ইমেল আসে । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ৷ এই মামলার তদন্তে সাইবার ক্রাইম ও গোয়েন্দাদের সহায়তা চাওয়া হয়েছে ।"

তাঁর কথায়, বুধবার সারা দেশের কয়েকটি বড় বিমানবন্দরে একই ধরনের ভুয়ো হুমকির ইমেল পাঠানো হয়েছে । বোমা বিস্ফোরণের হুমকির খবর পাওয়ার পরই পুলিশ বিমানবন্দরে তল্লাশি জোরদার করেছে । জয়পুর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে সেখান থেকে আসা এবং যাওয়া সমস্ত যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে । যাত্রীদের জিনিসপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ম্যানুয়ালি চেক করা হচ্ছে । যদি কোনরকম বিস্ফোরক পদার্থ থাকে, তা শনাক্ত করার জন্য বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে ।

জানা গিয়েছে, তল্লাশি অভিযানের পর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি । তবে হুমকির গুরুত্ব বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে । গোয়েন্দা সংস্থাগুলি পাঠানো বেনামী ইমেলের উৎস খোঁজার চেষ্টা করছে । সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও বোমার হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তথ্য সংগ্রহ করে হুমকির বিষয়টি ভুয়ো বলে জানিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বোমাতঙ্ক বেঙ্গালুরুর রাজভবনে, এনআইএ কন্ট্রোলরুমে গভীর রাতে এল ফোন
  2. বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ
  3. ভুয়ো ফোনে বামাতঙ্ক কোচি বিমানবন্দরে

জয়পুর, 28 ডিসেম্বর: ইমেলে জয়পুর বিমানবন্দরকে উড়িয়ে দেওয়ার ভুয়ো হুমকি ৷ পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ ৷ ইমেলে হুমকির বিষয়ে বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ জানিয়েছে, একটি বেনামী ইমেল পায় জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ যাতে বিমানবন্দর চত্বরে সম্ভাব্য বোমা বিস্ফোরণের বিষয়ে সতর্ক করা হয় ৷ সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে বিষয়টি জানায় ৷

বিমানবন্দর থানার হাউস অফিসার মমতা মীনা বলেন, "বিমানবন্দরের ম্যানেজার অনুরাগ গুপ্ত একটি অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি জানান, বিমানবন্দরের অফিসিয়াল ইমেল আইডিটি বিমানবন্দরে সম্ভাব্য বোমা বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে একটি বেনামী ইমেল আসে । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ৷ এই মামলার তদন্তে সাইবার ক্রাইম ও গোয়েন্দাদের সহায়তা চাওয়া হয়েছে ।"

তাঁর কথায়, বুধবার সারা দেশের কয়েকটি বড় বিমানবন্দরে একই ধরনের ভুয়ো হুমকির ইমেল পাঠানো হয়েছে । বোমা বিস্ফোরণের হুমকির খবর পাওয়ার পরই পুলিশ বিমানবন্দরে তল্লাশি জোরদার করেছে । জয়পুর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে সেখান থেকে আসা এবং যাওয়া সমস্ত যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে । যাত্রীদের জিনিসপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ম্যানুয়ালি চেক করা হচ্ছে । যদি কোনরকম বিস্ফোরক পদার্থ থাকে, তা শনাক্ত করার জন্য বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে ।

জানা গিয়েছে, তল্লাশি অভিযানের পর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি । তবে হুমকির গুরুত্ব বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে । গোয়েন্দা সংস্থাগুলি পাঠানো বেনামী ইমেলের উৎস খোঁজার চেষ্টা করছে । সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও বোমার হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তথ্য সংগ্রহ করে হুমকির বিষয়টি ভুয়ো বলে জানিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বোমাতঙ্ক বেঙ্গালুরুর রাজভবনে, এনআইএ কন্ট্রোলরুমে গভীর রাতে এল ফোন
  2. বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ
  3. ভুয়ো ফোনে বামাতঙ্ক কোচি বিমানবন্দরে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.