জয়পুর, 12 ডিসেম্বর : বিজেপিকে 'হিন্দুত্ববাদী'র তকমা দিয়ে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Hindutvavadi attack)৷ জয়পুরে কংগ্রেসের মেগামিছিল (Rahul Priyanka attack BJP at Rajasthan Mega Rally) থেকে হিন্দু ও হিন্দুত্ববাদীদের ফারাক বোঝালেন তিনি ৷ সেই সভা থেকেই কেন্দ্রীয় সরকারকে একহাত নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷
এ দিনের সভায় নিত্য প্রয়োজনীয় জিনিস ও জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা-সহ আরও নানা বিষয়ে বিজেপিকে নিশানা করেন রাহুল গান্ধি (Rahul Gandhi news) ৷ বিজেপিকে ক্ষমতালোভী বলে দাবি করে রাহুল বলেন, "আমি হিন্দু, হিন্দুত্ববাদী নই ৷ এখানে সবাই হিন্দু ৷ আর ওরা হিন্দুত্ববাদী ৷ বিষয়টা বুঝিয়ে বলছি ৷ হিন্দু কে ? যাঁরা সব ধর্মকে শ্রদ্ধা করেন এবং কারও প্রতি ভীত নন, তাঁরাই হিন্দু ৷ ভারতে হিন্দুরাজ নয়, হিন্দুত্বরাজ লক্ষ্য করা যাচ্ছে ৷ 2014 সাল থেকে তারাই ক্ষমতায় আছে ৷ ক্ষমতার লোভে তারা সবকিছু করতে পারে ৷ এই হিন্দুত্ববাদীদের ক্ষমতা থেকে ছুড়ে ফেলতে হবে এবং হিন্দুদের ফিরিয়ে আনতে হবে ৷"
-
#WATCH | "Who is Hindu? The one who embraces everybody, fears nobody, and respects every religion," says Congress leader Rahul Gandhi at the party's rally against inflation in Jaipur, Rajasthan pic.twitter.com/OnKjsQOoRJ
— ANI (@ANI) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | "Who is Hindu? The one who embraces everybody, fears nobody, and respects every religion," says Congress leader Rahul Gandhi at the party's rally against inflation in Jaipur, Rajasthan pic.twitter.com/OnKjsQOoRJ
— ANI (@ANI) December 12, 2021#WATCH | "Who is Hindu? The one who embraces everybody, fears nobody, and respects every religion," says Congress leader Rahul Gandhi at the party's rally against inflation in Jaipur, Rajasthan pic.twitter.com/OnKjsQOoRJ
— ANI (@ANI) December 12, 2021
হিন্দুত্ববাদীর আরও ব্যাখ্যা দিয়ে রাহুল বলেন, "হিন্দুত্ববাদীরা তাঁদের সারাটা জীবন ক্ষমতার খোঁজে কাটিয়ে দেন ৷ তাঁরা ক্ষমতা ছাড়া কিছুই চান না ৷ তাঁরা 'সত্তাগ্রহ' (ক্ষমতার খোঁজ)-র পথে চলেন, 'সত্যাগ্রহ'র পথে নয় ৷ এই দেশ হিন্দুদের, হিন্দুত্ববাদীদের নয় ৷ মহাত্মা গান্ধি হিন্দু ছিলেন, আর নাথুরাম গডসে ছিলেন হিন্দুত্ববাদী ৷ মহাত্মা গান্ধি সত্যের খোঁজ করতেন ৷ আর নাথুরাম গডসে তাঁকে তিনটে বুলেটে বিদ্ধ করেছেন ৷ তিনি হিন্দুত্ববাদী ৷ একজন হিন্দু সত্যাগ্রহের কথা ভাবেন ৷ আর হিন্দুত্ববাদীরা সত্যকে পাত্তাই দেন না ৷ তাঁরা শুধু ছোটেন ক্ষমতার পেছনে ৷ হিন্দুত্ববাদীরা 'সত্তাগ্রহ' খোঁজেন ৷"
জয়পুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷ তিনি বলেন, "আজকের কেন্দ্রীয় সরকার মিথ্যে ছাড়া আর কিছু জানে না ৷ এই সরকার শুধু কয়েকজন শিল্পপতির জন্য কাজ করে ৷ তারা বিজ্ঞাপনের জন্য যে পরিমাণ অর্থ খরচ করে, সেটা তারা কৃষকদের কেন দেয় না ?"
-
Rajasthan CM Ashok Gehlot receives Congress interim president Sonia Gandhi and party leader Rahul Gandhi at Jaipur airport
— ANI (@ANI) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The leaders are scheduled to address a rally against inflation in the city later today pic.twitter.com/vmuYAx6vJ9
">Rajasthan CM Ashok Gehlot receives Congress interim president Sonia Gandhi and party leader Rahul Gandhi at Jaipur airport
— ANI (@ANI) December 12, 2021
The leaders are scheduled to address a rally against inflation in the city later today pic.twitter.com/vmuYAx6vJ9Rajasthan CM Ashok Gehlot receives Congress interim president Sonia Gandhi and party leader Rahul Gandhi at Jaipur airport
— ANI (@ANI) December 12, 2021
The leaders are scheduled to address a rally against inflation in the city later today pic.twitter.com/vmuYAx6vJ9
রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও রবিবার সকালে মেগামিছিলে যোগ দিতে জয়পুরে পৌঁছন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ তাঁদের বিমানবন্দরে স্বাগত জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan CM Ashok Gehlot)৷