বেঙ্গালুরু, 27 অক্টোবর: ছেলে মারা যাওয়ার পর তাঁর পৈতৃক এবং যৌথ পারিবারিক সম্পত্তির প্রথম উত্তরাধিকারী মা ৷ কর্ণাটক হাইকোর্ট একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছে ৷ যে মামলায় এই নির্দেশ, সেটি দায়ের করা হয়েছিল টিএন সুশীলাম্মা নামে এক মহিলার পক্ষ থেকে ৷ তাঁর মৃত ছেলে সন্তোষের কোনও সম্পত্তিই তিনি পাননি ৷ সেই কারণে তিনি এই মামলা দায়ের করেন ৷ এবার আদালতের নির্দেশে তিনি ওই সম্পত্তির অধিকার পেলেন ৷
এর আগে চিককামাগালুরুর জেলা প্রিন্সিপাল ও দায়রা আদালত রায় দিয়েছিল যে সুশীলাম্মা তাঁর মৃত সন্তানের সম্পত্তির অধিকার পাবেন না ৷ সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুশীলাম্মা ৷ হাইকোর্টের প্রধান বিচারপতি এইচপি সন্দেশ নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়ে সুশীলাম্মাকে সম্পত্তির অধিকার দিলেন ৷
মামলার শুনানির সময় সুশীলাম্মার প্রতিপক্ষের আইনজীবী যুক্তি দেন যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অংশ তাঁকে বরাদ্দ করার সময় সুশীলম্মার ছেলে মারা যান । তাই দায়রা আদালতের আদেশ পরিবর্তনের কোনও প্রয়োজন নেই ৷ সেই কারণে দায়রা আদালতের রায় বহাল রাখার আর্জি জানান সুশীলাম্মার প্রতিপক্ষের আইনজীবী ।
হাইকোর্ট ওই আইনজীবী যুক্তি খারিজ করে দেয় ৷ আদালত সুশীলাম্মাকে পিটিশনে একটি পক্ষ হিসেবে গণ্য করে ৷ তাঁকে মৃত পুত্র সন্তোষের প্রথম উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করে । সন্তোষ মা, স্ত্রী ও ছেলে রেখে গিয়েছেন । তাই সুশীলাম্মা হিন্দু অবিভক্ত পরিবারে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী । সেই কারণে মূল আপিলকারী সুশীলাম্মা সন্তোষের সম্পত্তিতে ভাগ পাওয়ার অধিকারী । তাই বেঞ্চ দায়রা আদালতের পদক্ষেপকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে তা খারিজ করে দেয় ৷ আর সুশীলাম্মাকে সম্পত্তির উত্তরাধিকার দেয় ৷
আরও পড়ুন: ভিনধর্মের যুগলকে লিভ-ইন এর জন্য পুলিশি নিরাপত্তা দিতে অস্বীকার এলাহাবাদ হাইকোর্টের