ETV Bharat / bharat

Shahi Idgah: শ্রীকৃষ্ণ জন্মভূমির শাহী ইদগাহে হনুমান চালিশা পাঠের অনুমতি চেয়ে যোগীকে রক্তে লেখা চিঠি - বাবরি মসজিদ

মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমিতে অবস্থিত শাহী ইদগাহ মসজিদে লাড্ডু গোপালের জলাভিষেক ও হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করতে দেওয়ার দাবি তোলা হল অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)-র তরফে ৷

hindu-outfit-seeks-permission-for-hanuman-chalisa-recital-at-shri-krishna-janmabhoomi-idgah-complex
Shahi Idgah: শ্রীকৃষ্ণ জন্মভূমির শাহী ইদগাহে হনুমান চালিশা পাঠের অনুমতি চেয়ে যোগীকে রক্তে লেখা চিঠি
author img

By

Published : Dec 3, 2022, 1:08 PM IST

মথুরা (উত্তরপ্রদেশ), 3 ডিসেম্বর: শাহী ইদগাহে লাড্ডু গোপালের জলাভিষেক ও হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করার অনুমতি দেওয়ার দাবি উঠেছে ৷ উত্তরপ্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির (Shri Krishna Janmabhoomi) কাছেই ওই ইদগাহ মসজিদ (Shahi Idgah Masjid) অবস্থিত ৷ সেখানেই আগামী 6 ডিসেম্বর, মঙ্গলবার এই ধর্মাচরণ করার অনুমতি দেওয়ার দাবি তোলা হয়েছে ৷ এই দাবি তুলেছে অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha) ৷

যদিও জেলা প্রশাসন আগেই সেখানে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই বছরই অযোধ্যায় (Ayodhya) বাবরি মসজিদ (Babri Masjid) ভাঙার 30 বছর পূর্ণ হচ্ছে ৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে ৷ গত 1 ডিসেম্বর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তা বলবৎ থাকবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত ৷

এই নিয়ে জেলাশাসক পুলকিত খারে একটি নির্দেশিকা জারি করেছেন ৷ নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ তার পরও মথুরার (Mathura) শাহী ইদগাহে পুজোর অনুমতি চাওয়া হল ৷ এই নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের তরফে চিঠি লেখা হয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কাছে ৷ পরে একটি ভিডিয়ো বার্তায় এই চিঠির কথা জানিয়েছেন সংগঠনের জাতীয় কোষাধ্যক্ষ দীনেশ শর্মা ৷ তাঁর দাবি, রক্ত দিয়ে ওই চিঠি লেখা হয়েছে ৷

তাঁর আরও দাবি, হনুমান চালিশা পাঠের অধিকার যদি না পাওয়া যায়, তাহলে তাঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক সরকার ৷ কারণ, আরাধ্য দেবতাদের পুজো না করে তাঁরা থাকতে পারবেন না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এই শাহী ইদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে ৷ অভিযোগ, যে 13.37 একর জমির উপর এই মসজিদ অবস্থিত, তা শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের ৷ এই নিয়ে জল গড়িয়েছে আদালতের চৌহদ্দিতেও ৷ শুনানিও চলছে আদালতে ৷ তার মধ্যে উত্তরপ্রদেশ সরকারের কাছে এই চিঠি বিতর্ক আরও বাড়িয়ে দিল ৷

আরও পড়ুন: মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে মসজিদ সরানোর আবেদন আদালতে

মথুরা (উত্তরপ্রদেশ), 3 ডিসেম্বর: শাহী ইদগাহে লাড্ডু গোপালের জলাভিষেক ও হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করার অনুমতি দেওয়ার দাবি উঠেছে ৷ উত্তরপ্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির (Shri Krishna Janmabhoomi) কাছেই ওই ইদগাহ মসজিদ (Shahi Idgah Masjid) অবস্থিত ৷ সেখানেই আগামী 6 ডিসেম্বর, মঙ্গলবার এই ধর্মাচরণ করার অনুমতি দেওয়ার দাবি তোলা হয়েছে ৷ এই দাবি তুলেছে অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha) ৷

যদিও জেলা প্রশাসন আগেই সেখানে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই বছরই অযোধ্যায় (Ayodhya) বাবরি মসজিদ (Babri Masjid) ভাঙার 30 বছর পূর্ণ হচ্ছে ৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে ৷ গত 1 ডিসেম্বর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তা বলবৎ থাকবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত ৷

এই নিয়ে জেলাশাসক পুলকিত খারে একটি নির্দেশিকা জারি করেছেন ৷ নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ তার পরও মথুরার (Mathura) শাহী ইদগাহে পুজোর অনুমতি চাওয়া হল ৷ এই নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের তরফে চিঠি লেখা হয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কাছে ৷ পরে একটি ভিডিয়ো বার্তায় এই চিঠির কথা জানিয়েছেন সংগঠনের জাতীয় কোষাধ্যক্ষ দীনেশ শর্মা ৷ তাঁর দাবি, রক্ত দিয়ে ওই চিঠি লেখা হয়েছে ৷

তাঁর আরও দাবি, হনুমান চালিশা পাঠের অধিকার যদি না পাওয়া যায়, তাহলে তাঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক সরকার ৷ কারণ, আরাধ্য দেবতাদের পুজো না করে তাঁরা থাকতে পারবেন না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এই শাহী ইদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে ৷ অভিযোগ, যে 13.37 একর জমির উপর এই মসজিদ অবস্থিত, তা শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের ৷ এই নিয়ে জল গড়িয়েছে আদালতের চৌহদ্দিতেও ৷ শুনানিও চলছে আদালতে ৷ তার মধ্যে উত্তরপ্রদেশ সরকারের কাছে এই চিঠি বিতর্ক আরও বাড়িয়ে দিল ৷

আরও পড়ুন: মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে মসজিদ সরানোর আবেদন আদালতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.