গুয়াহাটি, 10 মে : অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা ৷ আজ দুপুরে অসমের রাজ্যপাল জগদীশ মুখী হেমন্ত বিশ্বশর্মাকে শপথ বাক্য পাঠ করান ৷ আজ হিমন্ত বিশ্বশর্মা ছাড়াও, তাঁর মন্ত্রিসভার 13 জন সদস্য শপথ নেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত ছিলেন ৷
বিজেপির জোট সঙ্গী ইউনাইটেড পিপলস পার্টির প্রধান উরখাও গোয়ার ব্রাহ্মা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৷ দেশ জোড়া করোনা সংক্রমণের জেরে, কোভিড বিধি মেনে এ দিন শপথ অনুষ্ঠান আয়োজিত হয় ৷ হেমন্ত বিশ্বশর্মা 15 তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন ৷
আরও পড়ুন : কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের
-
Congratulations to @himantabiswa Ji and the other Ministers who took oath today. I am confident this team will add momentum to the development journey of Assam and fulfil aspirations of the people.
— Narendra Modi (@narendramodi) May 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to @himantabiswa Ji and the other Ministers who took oath today. I am confident this team will add momentum to the development journey of Assam and fulfil aspirations of the people.
— Narendra Modi (@narendramodi) May 10, 2021Congratulations to @himantabiswa Ji and the other Ministers who took oath today. I am confident this team will add momentum to the development journey of Assam and fulfil aspirations of the people.
— Narendra Modi (@narendramodi) May 10, 2021
আজ অসম সরকারের শপথের পর হিমন্ত বিশ্বশর্মাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে তিনি জানিয়েছেন, ‘‘হিমন্ত বিশ্বশর্মা এবং অন্য সব মন্ত্রী যাঁরা আজ শপথ নিলেন তাঁদের অনেক শুভেচ্ছা ৷ আমি আশাবাদী এই মন্ত্রিসভা অসমের উন্নয়নের ধারা বজায় রাখবে এবং সেই সঙ্গে মানুষের আকাঙ্খাপূরণ করবেন ৷’’ প্রসঙ্গত, গতকাল অসমে বিজেপির দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷