সিমলা (হিমাচল প্রদেশ), 8 ডিসেম্বর: মোদি ম্যাজিকে ভর করেই ভোট বৈতরণী পার করার চেষ্টা করে বিজেপি (BJP) ৷ কোথাও সাফল্য মেলে ৷ কোথাও আবার অধরা থেকে যায় জয়৷ যেমন, হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ৷ সেখানে সরকার গড়ার লড়াইয়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে কংগ্রেস (Congress) ৷
এরই মধ্যে পাহাড়ি ওই রাজ্য থেকে সামনে এসেছে এক নতুন পরিসংখ্যান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) হিমাচলের যে এলাকাগুলিতে প্রচারে গিয়েছিলেন, তার অধিকাংশতেই বিজেপি পিছিয়ে রয়েছে ৷ একই অবস্থা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) ৷ তিনি যেখানে যেখানে প্রচার করেছেন, তার মধ্যে বেশিরভাগ জায়গাতেই সাফল্য বিজেপির কাছে অধরা থেকে গিয়েছে ৷ অথচ ইদানীং তারকা প্রচারক হিসেবে যোগীর চাহিদা গেরুয়া শিবিরে একেবারে তুঙ্গে ৷
মোদি এবার হিমাচলে চারটি বড় প্রচার সভা করেছিলেন ৷ এর মধ্যে সোলান ও সুন্দরনগরে প্রথম দফায় দু’টি সভা হয়েছিল ৷ সুন্দরনগরে বিজেপি প্রার্থী রাকেশ জামওয়াল জিতলেও, সোলানে এগিয়ে রয়েছে কংগ্রেস ৷ প্রচারের দ্বিতীয় দফায় শাহপুর ও সুজনপুরে জিতেছিলেন মোদি ৷ এই দুই কেন্দ্রেও কংগ্রেস এগিয়ে ৷
অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী টানা পাঁচদিনে হিমাচলে প্রচার চালিয়েছিলেন ৷ মোট 15টি কেন্দ্রে সভা করেন তিনি ৷ বৃহস্পতিবার গণনায় দেখা গেল যে তার মধ্যে মাত্র 6টিতে এগিয়ে রয়েছে বিজেপি ৷
আরও পড়ুন: হিমাচলে 9 আসনে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের