ETV Bharat / bharat

Himachal Pradesh Congress: ভোট গণনার আগেরদিন হিমাচলে বহিষ্কৃত 30 কংগ্রেস নেতা - বিজেপি

আগামিকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশে ভোট গণনা (HP Assembly Poll Results 2022) ৷ তার আগেই ওই রাজ্যের 30 জন নেতাকে বহিষ্কার করল কংগ্রেস (Congress) ৷

himachal-pradesh-congress-president-expelled-30-party-leaders-before-counting-day
Himachal Pradesh Congress: ভোট গণনার আগেরদিন হিমাচলে বহিষ্কৃত 30 কংগ্রেস নেতা
author img

By

Published : Dec 7, 2022, 8:23 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: আর মাত্র কয়েকঘণ্টা পর শুরু হবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (HP Assembly Polls 2022) ভোট গণনার কাজ ৷ আর তার আগেই ওই রাজ্যে 30 জন নেতাকে বহিষ্কার করল কংগ্রেস (Congress) ৷ কংগ্রেসের তরফে দেওয়া এক প্রেস বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷

ওই বিবৃতি অনুযায়ী, ছ’বছরের জন্য ওই নেতাদের বহিষ্কার করা হয়েছে (Congress President expelled 30 party leaders) ৷ যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদের অধিকাংশই চোপ্পাল ও শিমলা এলাকার নেতা ৷ ভোট গণনার আগের দিনই এমন সিদ্ধান্ত ঝড় তুলেছে হিমাচল প্রদেশের কংগ্রেসের অন্দরে৷ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

গত 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয় ৷ আগামিকাল, বৃহস্পতিবার ভোট গণনা (HP Assembly Poll Results 2022) ৷ 68 আসনের ওই বিধানসভায় ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেস ৷ বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াই কংগ্রেসকে ক্ষমতায় এনে দেবে বলে ধারণা রাহুল গান্ধির (Rahul Gandhi) দলের অনেক নেতার ৷

himachal-pradesh-congress-president-expelled-30-party-leaders-before-counting-day
Himachal Pradesh Congress: ভোট গণনার আগেরদিন হিমাচলে বহিষ্কৃত 30 কংগ্রেস নেতা

পাশাপাশি কাজ করছে আরও একটা ফ্যাক্টর৷ গত 37 বছরে পাহাড়ি রাজ্যে কখনোই কোনও রাজনৈতিক দল একটানা দু’বার ক্ষমতায় থাকেনি ৷ সেক্ষেত্রে বিজেপিকে এবার বিরোধী আসনে যেতে হতে পারে ৷ কিন্তু বুথ ফেরত সমীক্ষা বরং উলটো হিসেব দিচ্ছে ৷ সেই সমীক্ষা সত্যি হলে হিমাচলে 37 বছরের মিথ ভেঙে যাবে ৷ পর পর দু’বার সরকার গড়বে বিজেপি (BJP) ৷

যদিও কোনও কোনও সমীক্ষা আবার বিধানসভা ত্রিশঙ্কু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ৷ রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের এই বহিষ্কারের সিদ্ধান্তে এই বিষয়টি থাকতে পারে ৷ কারণ, ত্রিশঙ্কু হতে পারে এটা ধরে নিয়ে বিকল্প অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি ৷ সেক্ষেত্রে কি কংগ্রেসে ভাঙন ধরতে পারে ? এই নেতারা কি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন ? উঠছে প্রশ্ন ৷ যদিও কংগ্রেসের তরফে বহিষ্কার নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা না পেলে হিমাচলে সরকার গড়তে বিকল্প পরিকল্পনাও তৈরি বিজেপির

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: আর মাত্র কয়েকঘণ্টা পর শুরু হবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (HP Assembly Polls 2022) ভোট গণনার কাজ ৷ আর তার আগেই ওই রাজ্যে 30 জন নেতাকে বহিষ্কার করল কংগ্রেস (Congress) ৷ কংগ্রেসের তরফে দেওয়া এক প্রেস বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷

ওই বিবৃতি অনুযায়ী, ছ’বছরের জন্য ওই নেতাদের বহিষ্কার করা হয়েছে (Congress President expelled 30 party leaders) ৷ যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদের অধিকাংশই চোপ্পাল ও শিমলা এলাকার নেতা ৷ ভোট গণনার আগের দিনই এমন সিদ্ধান্ত ঝড় তুলেছে হিমাচল প্রদেশের কংগ্রেসের অন্দরে৷ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

গত 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয় ৷ আগামিকাল, বৃহস্পতিবার ভোট গণনা (HP Assembly Poll Results 2022) ৷ 68 আসনের ওই বিধানসভায় ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেস ৷ বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াই কংগ্রেসকে ক্ষমতায় এনে দেবে বলে ধারণা রাহুল গান্ধির (Rahul Gandhi) দলের অনেক নেতার ৷

himachal-pradesh-congress-president-expelled-30-party-leaders-before-counting-day
Himachal Pradesh Congress: ভোট গণনার আগেরদিন হিমাচলে বহিষ্কৃত 30 কংগ্রেস নেতা

পাশাপাশি কাজ করছে আরও একটা ফ্যাক্টর৷ গত 37 বছরে পাহাড়ি রাজ্যে কখনোই কোনও রাজনৈতিক দল একটানা দু’বার ক্ষমতায় থাকেনি ৷ সেক্ষেত্রে বিজেপিকে এবার বিরোধী আসনে যেতে হতে পারে ৷ কিন্তু বুথ ফেরত সমীক্ষা বরং উলটো হিসেব দিচ্ছে ৷ সেই সমীক্ষা সত্যি হলে হিমাচলে 37 বছরের মিথ ভেঙে যাবে ৷ পর পর দু’বার সরকার গড়বে বিজেপি (BJP) ৷

যদিও কোনও কোনও সমীক্ষা আবার বিধানসভা ত্রিশঙ্কু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ৷ রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের এই বহিষ্কারের সিদ্ধান্তে এই বিষয়টি থাকতে পারে ৷ কারণ, ত্রিশঙ্কু হতে পারে এটা ধরে নিয়ে বিকল্প অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি ৷ সেক্ষেত্রে কি কংগ্রেসে ভাঙন ধরতে পারে ? এই নেতারা কি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন ? উঠছে প্রশ্ন ৷ যদিও কংগ্রেসের তরফে বহিষ্কার নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা না পেলে হিমাচলে সরকার গড়তে বিকল্প পরিকল্পনাও তৈরি বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.