ETV Bharat / bharat

Himachal Assembly Polls 2022: সপরিবার ভোট দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর - হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে সপিরবার ভোট দিলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Himachal Pradesh CM Jai Ram Thakur and Family Cast Their Votes) ৷ সিরাজ বিধানসভায় নিজের কেন্দ্রের ভোটার তিনি ৷

Himachal Pradesh CM Jai Ram Thakur and Family Cast Their Votes in Seraj
Himachal Pradesh CM Jai Ram Thakur and Family Cast Their Votes in Seraj
author img

By

Published : Nov 12, 2022, 12:39 PM IST

হিমাচলপ্রদেশ, 12 নভেম্বর: সপরিবারে ভোট দিলেন বিজেপি নেতা তথা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Himachal Pradesh CM Jai Ram Thakur and Family Cast Their Votes) ৷ এ দিন জয়রাম ঠাকুরের সঙ্গে স্ত্রী এবং দুই মেয়েও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ৷ প্রসঙ্গত, আজ হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচন (Himachal Assembly Polls 2022) চলছে ৷ মান্ডি জেলার সিরাজ বিধানসভার পোলিং বুথে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন হিমাচলের মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবার ৷

জয়রাম ঠাকুর সিরাজ বিধানসভা (Seraj) কেন্দ্র থেকে চারবারের বিধায়ক ৷ এ বারেও তিনি সিরাজ কেন্দ্র থেকেই নির্বাচনে লড়ছেন ৷ এ দিন ভোটদানের পর মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সাধারণ ভোটারদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন ৷ সেখানে তিনি সকলের কাছে আবেদন রেখেছেন, ‘‘গণতন্ত্রের মহান উৎসবে সকলে সামিল হন এবং সকলে নিজেদের বুথে গিয়ে ভোটদানের মাধ্যমে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করুন ৷ আপনাদের প্রত্যেকটি ভোট হিমাচলপ্রদেশকে আরও সমৃদ্ধ করে তুলতে সাহায্য করবে ৷’’

আরও পড়ুন: হিমাচলে শুরু ভোটগ্রহণ,ফল প্রকাশ 8 ডিসেম্বর

68 আসনের হিমাচল প্রদেশ বিধানসভায় আজ এক দফার নির্বাচন ৷ যেখানে শনিবার সকাল 8টা থেকে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছে ৷ 50 লক্ষেরও বেশি ভোটার রয়েছে হিমাচলপ্রদেশে ৷ বিকেল 5টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে ৷ ভোটের ফলপ্রকাশ হবে আগামী 8 ডিসেম্বর ৷

হিমাচলপ্রদেশ, 12 নভেম্বর: সপরিবারে ভোট দিলেন বিজেপি নেতা তথা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Himachal Pradesh CM Jai Ram Thakur and Family Cast Their Votes) ৷ এ দিন জয়রাম ঠাকুরের সঙ্গে স্ত্রী এবং দুই মেয়েও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ৷ প্রসঙ্গত, আজ হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচন (Himachal Assembly Polls 2022) চলছে ৷ মান্ডি জেলার সিরাজ বিধানসভার পোলিং বুথে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন হিমাচলের মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবার ৷

জয়রাম ঠাকুর সিরাজ বিধানসভা (Seraj) কেন্দ্র থেকে চারবারের বিধায়ক ৷ এ বারেও তিনি সিরাজ কেন্দ্র থেকেই নির্বাচনে লড়ছেন ৷ এ দিন ভোটদানের পর মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সাধারণ ভোটারদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন ৷ সেখানে তিনি সকলের কাছে আবেদন রেখেছেন, ‘‘গণতন্ত্রের মহান উৎসবে সকলে সামিল হন এবং সকলে নিজেদের বুথে গিয়ে ভোটদানের মাধ্যমে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করুন ৷ আপনাদের প্রত্যেকটি ভোট হিমাচলপ্রদেশকে আরও সমৃদ্ধ করে তুলতে সাহায্য করবে ৷’’

আরও পড়ুন: হিমাচলে শুরু ভোটগ্রহণ,ফল প্রকাশ 8 ডিসেম্বর

68 আসনের হিমাচল প্রদেশ বিধানসভায় আজ এক দফার নির্বাচন ৷ যেখানে শনিবার সকাল 8টা থেকে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছে ৷ 50 লক্ষেরও বেশি ভোটার রয়েছে হিমাচলপ্রদেশে ৷ বিকেল 5টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে ৷ ভোটের ফলপ্রকাশ হবে আগামী 8 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.