ধারওয়ার, 5 সেপ্টেম্বর: দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) জন্য যখন কেন্দ্রের প্রতি খড়্গহস্ত বিরোধীরা, তখন দায় এড়ানোর অভিনব উপায় বেছে নিলেন এক বিজেপি বিধায়ক ৷ কর্নাটকের বিজেপি বিধায়ক (Karnataka BJP MLA) অরবিন্দ বেল্লার (Aravind Bellad) এর দায় ঠেলে দিলেন তালিবানের দিকে ৷ তাঁর দাবি, পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার কারণ তালিবান (Taliban) ও আফগানিস্তানের সঙ্কট (Afghanistan Crisis) ৷
গত মে মাস থেকেই দেশজুড়ে উত্তরোত্তর বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ পেট্রলের দাম বহুদিন হল বিভিন্ন শহরে সেঞ্চুরি করেছে ৷ পাল্লা দিয়ে বেড়েছে ডিজেল ৷ রান্নার গ্যাসেও নাভিশ্বাস উঠেছে গৃহস্থের ৷ যত দিন এগোচ্ছে, দাম সমানে বেড়ে চলেছে ৷ এই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বারবার তোপ দেগেছে বিরোধী দলগুলি ৷ অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষও ৷ তবে এ বার সেই দায় আফগানিস্তানের ঘাড়ে ঠেলে পিঠ বাঁচানোর চেষ্টা করলেন কর্নাটকের হুবলি-ধারওয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লার ৷ যিনি সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার সম্ভাব্য বিকল্পদের তালিকাতেও রয়েছেন ৷
আরও পড়ুন: Faiz Hameed : সব ঠিক হয়ে যাবে, কাবুল পৌঁছে বার্তা আইএসআই প্রধানের
বেল্লার বলেছেন, "আফগানিস্তানের তালিবান সঙ্কটের জন্য অপরিশোধিত তেলের সরবরাহে প্রবল ঘাটতি দেখা দিয়েছে ৷ যার ফলস্বরূপ এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে ৷ দাম বাড়ার কারণ বোঝার মতো বিচারবুদ্ধি ভোটারদের রয়েছে ৷" বিশ্বের অপরিশোধিত তেলের আমদানি করা দেশগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম ভারত ৷ তবে প্রধান রফাতানিকারীদের মধ্যে আফগানিস্তান নেই ৷
আরও পড়ুন : Taliban and Panjshir : পঞ্জশিরে খতম 600 তালিবানি, দাবি প্রতিরোধ বাহিনীর
সংবাদসংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, 2021 জুলাই পর্যন্ত ভারতকে যে 6টি দেশ সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রফতানি করেছে তারা হল, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, নাইজেরিয়া, আমেরিকা ও কানাডা ৷ আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতি তেল ও গ্যাসের দামের উপর প্রভাব ফেলতে পারে, তবে সে ধরনের কোনও পরিস্থিতি এখনই তৈরি হয়েছে এটা স্পষ্টভাবে বলা যাবে না ৷ কারণ আফগানিস্তানের পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে আন্তর্জাতিক মহলের ৷ জুন মাসে জানা গিয়েছিল যে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রিফাইনাররা প্রক্রিয়াকরণের পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে গত 8 মাসে সবচেয়ে কম অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত ৷
আরও পড়ুন: Quetta Suicide Blast : পাকিস্তানের কোয়েট্টায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত তিন, জখম 20
কংগ্রেস নেতা রাহুল গান্ধির দাবি, ইউপিএ যখন ক্ষমতা ছাড়ে তখন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 410 টাকা ৷ এখন তা বেড়ে হয়েছে 885 টাকা ৷ 2014 সালের পর থেকে পেট্রলের দাম 42 শতাংশ ও ডিজেলের দাম 55 শতাংশ বেড়েছে বলে দাবি করেন তিনি ৷