ETV Bharat / bharat

Hijab Stalemate Continues: মতবিরোধ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে, অব্যাহত হিজাব নিয়ে অচলাবস্থা - হিজাব নিয়ে অচলাবস্থা

সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই বিচারপতির বেঞ্চের মধ্যে মতবিরোধ থাকায় হিজাব নিয়ে অচলাবস্থা (Hijab Stalemate Continues) অব্যাহত থাকল ৷ এই মামলাটি প্রধান বিচারপতি ইউইউ ললিতের বেঞ্চে পাঠানো হয়েছে ৷

Hijab stalemate continues as two-member bench of Supreme Court differ on their opinion
মতবিরোধ সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চে, অব্যাহত হিজাব নিয়ে অচলাবস্থা
author img

By

Published : Oct 13, 2022, 12:07 PM IST

Updated : Oct 13, 2022, 1:08 PM IST

নয়াদিল্লি, 13 অক্টোবর: হিজাব নিয়ে অচলাবস্থা অব্যাহত (Hijab Stalemate Continues)৷ কর্নাটক হাইকোর্ট হিজাবের (Karnataka High Court) উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, সে বিষয়ে মতবিরোধ রয়েছে বিচারপতি শুধাংশু ধুলিয়া এবং বিচারপতি হেমন্ত গুপ্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই সদস্যের বেঞ্চ ৷ মামলাটি চূড়ান্ত শুনানির জন্য দেশের প্রধান বিচারপতি ইউইউ ললিতের কাছে পাঠানো হয়েছে ৷

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল কর্নাটক হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয় ৷ সেই সব পিটিশনের শুনানির পর রায়দান রিসার্ভ রেখেছিল শীর্ষ আদালত ৷ দুই সদস্যের বেঞ্চে রায় ছিল দ্বিধাবিভক্ত ৷ হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে করা পিটিশন খারিজ করে দেওয়া উচিত বলে মত বিচারপতি হেমন্ত গুপ্তার ৷ তবে বিচারপতি সুধাংশু ধুলিয়া হিজাব পরার অনুমতি দেওয়ার পক্ষপাতী ৷

রায়দানে বিচারপতি হেমন্ত গুপ্তা কর্নাটক হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখতে চান ৷ তাঁর যুক্তি, "আমার রায়ে 11টি প্রশ্ন উঠে এসেছে ৷ আপিলের বিরুদ্ধে সব প্রশ্নের আমি জবাব দিয়েছি ৷ আবেদনগুলি খারিজ করার প্রস্তাব করছি ৷" অপরদিকে, বিচারপতি সুধাংশু ধুলিয়া কর্নাটক হাইকোর্টের নির্দেশকে খারিজ করে আবেদনগুলির পক্ষে রায় দিতে আগ্রহী ৷ তিনি বলেছেন, "আমার রায়ের যে বিষয়টায় মূল জোর দিচ্ছি তা হল, অপরিহার্য ধর্মীয় অভ্যেস নিয়ে বিতর্ক করাটা খুব গুরুত্বপূর্ণ নয় ৷ হাইকোর্ট ভুল পথ অনুসরণ করেছে । এটি একেবারেই নিজের পছন্দের বিষয় এবং 14 ও 19 ধারার বিষয় ৷ আমার মনে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তা হল কন্যাসন্তানদের শিক্ষা ৷ আমরা কি তাঁদের জীবন আরও ভালো করতে পারছি ? আমার মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল ৷"

আরও পড়ুন: হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

10 দিন ধরে এই বিষয় নিয়ে সওয়াল-জবাব চলে ৷ নিজেদের বক্তব্য তুলে ধরেন আবেদনকারীদের 21 জন আইনজীবী এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেএম নটরাজ, কর্নাটকের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিঙ্গ নাভাদগি ৷ আদালতের উদ্দেশে শীর্ষ আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, পোশাকবিধি নিয়ে কর্নাটক সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তার সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কোনও যোগ নেই ৷

নয়াদিল্লি, 13 অক্টোবর: হিজাব নিয়ে অচলাবস্থা অব্যাহত (Hijab Stalemate Continues)৷ কর্নাটক হাইকোর্ট হিজাবের (Karnataka High Court) উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, সে বিষয়ে মতবিরোধ রয়েছে বিচারপতি শুধাংশু ধুলিয়া এবং বিচারপতি হেমন্ত গুপ্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই সদস্যের বেঞ্চ ৷ মামলাটি চূড়ান্ত শুনানির জন্য দেশের প্রধান বিচারপতি ইউইউ ললিতের কাছে পাঠানো হয়েছে ৷

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল কর্নাটক হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয় ৷ সেই সব পিটিশনের শুনানির পর রায়দান রিসার্ভ রেখেছিল শীর্ষ আদালত ৷ দুই সদস্যের বেঞ্চে রায় ছিল দ্বিধাবিভক্ত ৷ হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে করা পিটিশন খারিজ করে দেওয়া উচিত বলে মত বিচারপতি হেমন্ত গুপ্তার ৷ তবে বিচারপতি সুধাংশু ধুলিয়া হিজাব পরার অনুমতি দেওয়ার পক্ষপাতী ৷

রায়দানে বিচারপতি হেমন্ত গুপ্তা কর্নাটক হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখতে চান ৷ তাঁর যুক্তি, "আমার রায়ে 11টি প্রশ্ন উঠে এসেছে ৷ আপিলের বিরুদ্ধে সব প্রশ্নের আমি জবাব দিয়েছি ৷ আবেদনগুলি খারিজ করার প্রস্তাব করছি ৷" অপরদিকে, বিচারপতি সুধাংশু ধুলিয়া কর্নাটক হাইকোর্টের নির্দেশকে খারিজ করে আবেদনগুলির পক্ষে রায় দিতে আগ্রহী ৷ তিনি বলেছেন, "আমার রায়ের যে বিষয়টায় মূল জোর দিচ্ছি তা হল, অপরিহার্য ধর্মীয় অভ্যেস নিয়ে বিতর্ক করাটা খুব গুরুত্বপূর্ণ নয় ৷ হাইকোর্ট ভুল পথ অনুসরণ করেছে । এটি একেবারেই নিজের পছন্দের বিষয় এবং 14 ও 19 ধারার বিষয় ৷ আমার মনে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তা হল কন্যাসন্তানদের শিক্ষা ৷ আমরা কি তাঁদের জীবন আরও ভালো করতে পারছি ? আমার মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল ৷"

আরও পড়ুন: হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

10 দিন ধরে এই বিষয় নিয়ে সওয়াল-জবাব চলে ৷ নিজেদের বক্তব্য তুলে ধরেন আবেদনকারীদের 21 জন আইনজীবী এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেএম নটরাজ, কর্নাটকের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিঙ্গ নাভাদগি ৷ আদালতের উদ্দেশে শীর্ষ আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, পোশাকবিধি নিয়ে কর্নাটক সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তার সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কোনও যোগ নেই ৷

Last Updated : Oct 13, 2022, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.