ETV Bharat / bharat

Nirav Modi: হতাশ নীরব মোদি, ব্রিটিশ সুপ্রিম কোর্টে মামলা করার আবেদন খারিজ হাইকোর্টে

লন্ডনের (London) হাইকোর্টে (High Court of Justice) আশাহত হতে হল ভারতের পলাতক হীরক ব্যবসায়ী (Fugitive Diamond Merchant) নীরব মোদিকে (Nirav Modi) ৷ তাঁর কোন আবেদন খারিজ করে দিল আদালত ?

High Court of Justice in London rejects Nirav Modi appeal to file case against his extradition in UK Supreme Court
Nirav Modi: হতাশ নীরব মোদি, ব্রিটিশ সুপ্রিম কোর্টে মামলা করার আবেদন খারিজ হাইকোর্টে
author img

By

Published : Dec 15, 2022, 6:04 PM IST

লন্ডন, 15 ডিসেম্বর: লন্ডনের (London) হাইকোর্টে (High Court of Justice) বড় ধাক্কা খেলেন ভারতের পলাতক হীরক ব্যবসায়ী (Fugitive Diamond Merchant) নীরব মোদি (Nirav Modi) ৷ তাঁকে যাতে ভারত সরকারের হাতে তুলে না দেওয়া হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রত্যর্পণ (Extradition) প্রক্রিয়ায় বিরুদ্ধে ব্রিটিশ সুপ্রিম কোর্টে (UK Supreme Court) মামলা রুজু করার অনুমতি চেয়েছিলেন নীরব ৷ কিন্তু, বৃহস্পতিবার তাঁর সেই আবেদন খারিজ করে দেয় লন্ডনের হাইকোর্ট ৷ ফলে এই বিষয়ে পরবর্তী পর্যায়ের আইনি লড়াই লড়া নীরবের পক্ষে একপ্রকার অসম্ভব হয়ে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিন লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের (Royal Courts of Justice) তরফে এই প্রসঙ্গে একটি রায় দেওয়া হয় ৷ তাতে লর্ড জাস্টিস জেরেমি স্টুয়ার্ট স্মিথ এবং জাস্টিস রবার্ট জয় বলেন, "আবেদনকারী নীরব মোদি সুপ্রিম কোর্টে মামলা রুজু করার অনুমতি চেয়েছেন ৷ কিন্তু, আদালতের পক্ষ থেকে তাঁর সেই আবেদন খারিজ করা হল ৷"

আরও পড়ুন: আত্মহত্যার ঝুঁকি প্রত্যর্পণে বাধা হতে পারে না, নীরব মোদির আবেদন খারিজ ব্রিটেনের আদালতে

প্রত্যর্পণ এড়াতে এর আগেও আইনি সুরক্ষা পাওয়ার চেষ্টা করেছেন নীরব ৷ সম্প্রতি তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, তাঁকে যদি ভারতের হাতে তুলে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে উঠবে যে নীরব মোদিকে হয়তো আত্মহত্য়া করতে হবে ! সেই মামলার শুনানিও এই একই বেঞ্চে হয়েছিল ৷ এই দুই বিচারপতি সেই সময় তাঁদের পর্যবেক্ষণে বলেছিলেন, নীর মোদির বিরুদ্ধে প্রায় 200 কোটি মার্কিন ডলারের আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে ৷ তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ হওয়া জরুরি ৷ সেক্ষেত্রে, তিনি আত্মহত্যা করতে পারেন, এই আশঙ্কা কখনই এতটা গুরুত্বপূর্ণ হতে পারে না যে তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়া আটকে দেওয়া হবে ! নীরবের আইনজীবী সেই সময় তাঁর মক্কেলের মানসিক অবস্থা সম্পর্কেও আদালতে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ কিন্তু, বিচারপতিরা সেই উদ্বেগকেও বিশেষ পাত্তা দেননি ৷

তবে, ব্রিটেনের আদালতে নীরব মোদিকে নিয়ে একের পর এক মামলা চললেও তিনি কিন্তু মুক্তি পাননি ৷ দীর্ঘ সময় ধরে কারাগারেই বন্দি রয়েছেন তিনি ৷ আপাতত লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ বন্দিশালাই (Wandsworth Prison) তাঁর ঠিকানা ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, নীরব মোদিকে কবে ভারতের হাতে তুলে দেওয়া হবে, তার উত্তর হয়তো এখনই পাওয়া মুশকিল ৷ কিন্তু, তিনি যে সহজে কারাগার থেকে মুক্তি পাবেন না, সেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে ৷ প্রসঙ্গত, 2019 সালের মার্চ মাসে নীরব মোদির বিরুদ্ধে প্রত্যর্পণ সমন জারি করা হয় ৷ তারপরই গ্রেফতার হন তিনি ৷ তখন থেকে জেলেই দিন কাটছে কোটিপতি এই প্রতারকের ৷

লন্ডন, 15 ডিসেম্বর: লন্ডনের (London) হাইকোর্টে (High Court of Justice) বড় ধাক্কা খেলেন ভারতের পলাতক হীরক ব্যবসায়ী (Fugitive Diamond Merchant) নীরব মোদি (Nirav Modi) ৷ তাঁকে যাতে ভারত সরকারের হাতে তুলে না দেওয়া হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রত্যর্পণ (Extradition) প্রক্রিয়ায় বিরুদ্ধে ব্রিটিশ সুপ্রিম কোর্টে (UK Supreme Court) মামলা রুজু করার অনুমতি চেয়েছিলেন নীরব ৷ কিন্তু, বৃহস্পতিবার তাঁর সেই আবেদন খারিজ করে দেয় লন্ডনের হাইকোর্ট ৷ ফলে এই বিষয়ে পরবর্তী পর্যায়ের আইনি লড়াই লড়া নীরবের পক্ষে একপ্রকার অসম্ভব হয়ে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিন লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের (Royal Courts of Justice) তরফে এই প্রসঙ্গে একটি রায় দেওয়া হয় ৷ তাতে লর্ড জাস্টিস জেরেমি স্টুয়ার্ট স্মিথ এবং জাস্টিস রবার্ট জয় বলেন, "আবেদনকারী নীরব মোদি সুপ্রিম কোর্টে মামলা রুজু করার অনুমতি চেয়েছেন ৷ কিন্তু, আদালতের পক্ষ থেকে তাঁর সেই আবেদন খারিজ করা হল ৷"

আরও পড়ুন: আত্মহত্যার ঝুঁকি প্রত্যর্পণে বাধা হতে পারে না, নীরব মোদির আবেদন খারিজ ব্রিটেনের আদালতে

প্রত্যর্পণ এড়াতে এর আগেও আইনি সুরক্ষা পাওয়ার চেষ্টা করেছেন নীরব ৷ সম্প্রতি তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, তাঁকে যদি ভারতের হাতে তুলে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে উঠবে যে নীরব মোদিকে হয়তো আত্মহত্য়া করতে হবে ! সেই মামলার শুনানিও এই একই বেঞ্চে হয়েছিল ৷ এই দুই বিচারপতি সেই সময় তাঁদের পর্যবেক্ষণে বলেছিলেন, নীর মোদির বিরুদ্ধে প্রায় 200 কোটি মার্কিন ডলারের আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে ৷ তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ হওয়া জরুরি ৷ সেক্ষেত্রে, তিনি আত্মহত্যা করতে পারেন, এই আশঙ্কা কখনই এতটা গুরুত্বপূর্ণ হতে পারে না যে তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়া আটকে দেওয়া হবে ! নীরবের আইনজীবী সেই সময় তাঁর মক্কেলের মানসিক অবস্থা সম্পর্কেও আদালতে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ কিন্তু, বিচারপতিরা সেই উদ্বেগকেও বিশেষ পাত্তা দেননি ৷

তবে, ব্রিটেনের আদালতে নীরব মোদিকে নিয়ে একের পর এক মামলা চললেও তিনি কিন্তু মুক্তি পাননি ৷ দীর্ঘ সময় ধরে কারাগারেই বন্দি রয়েছেন তিনি ৷ আপাতত লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ বন্দিশালাই (Wandsworth Prison) তাঁর ঠিকানা ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, নীরব মোদিকে কবে ভারতের হাতে তুলে দেওয়া হবে, তার উত্তর হয়তো এখনই পাওয়া মুশকিল ৷ কিন্তু, তিনি যে সহজে কারাগার থেকে মুক্তি পাবেন না, সেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে ৷ প্রসঙ্গত, 2019 সালের মার্চ মাসে নীরব মোদির বিরুদ্ধে প্রত্যর্পণ সমন জারি করা হয় ৷ তারপরই গ্রেফতার হন তিনি ৷ তখন থেকে জেলেই দিন কাটছে কোটিপতি এই প্রতারকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.