ETV Bharat / bharat

Aditya-L1 Mission: সৌরশিখার এক্স-রে ঝলক তুলতে সফল আদিত্য এল-1, জানালো ইসরো - ইসরো

সৌরশিকার এক্স-রে ঝলক তুলতে সফল হয়েছে ভারতের সৌরযান আদিত্য এল-1 ৷ ইসরোর তরফে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 8:24 PM IST

Updated : Nov 7, 2023, 11:00 PM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর: সৌরশিখার এক্স-রে ঝলক তুলতে সফল হল ভারতের সৌরযান আদিত্য এল-1 ৷ ইসরোর তরফে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে ৷ ভারতের এই সৌরযানে HEL1OS নামে যে এক্স-রে স্পেক্ট্রোমিটার রয়েছে তার মাধ্যমেই এই সৌরশিখার উচ্চক্ষমতার এক্স-রে ঝলক তুলতে পেরেছে এই মহাকাশ যানটি ৷

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, যাত্রাপথে সৌরশিখার এক্স-রে ঝলক তুলতে পেরেছে আদিত্য এল-1 এর স্পেক্ট্রোমিটার ৷ 29 অক্টোবর এই এক্স-রে তথ্য তোলা হয়েছে ৷ সূর্য ও পৃথিবার মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট-1 রয়েছে সেখানে পাঠানো হচ্ছে আদিত্য এল-1কে ৷ ওই গন্তব্যে যাওয়ার পথেই আদিত্য এল-1 এর এক্স-রে স্পেক্ট্রোমিটার সৌরশিখার ওই তথ্য সংগ্রহ করেছে ৷

ইসরো জানিয়েছে, সৌরশিখা থেকে বিভিন্ন ইলেক্ট্রো ম্যাগনেটিক স্পেকট্রাম যেমন রেডিও তরঙ্গে, অপটিকাল তরঙ্গ, অতি বেগুনি রশ্মি, নরম এক্স-রে তরঙ্গ, কঠিন এক্স-রে তরঙ্গ ও গামা বর্ণালী নির্গত হয় ৷ গত 27 অক্টোবর থেকে কাজ শুরু করেছে HEL1OS নামে এই এক্স-রে স্পেক্ট্রোমিটারটি ৷ সূর্যের শক্তিশালী এক্স-রে তরঙ্গ পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে এই স্পেক্ট্রোমিটারটি ৷

  • Aditya-L1 Mission:
    HEL1OS captures first High-Energy X-ray glimpse of Solar Flares

    🔸During its first observation period from approximately 12:00 to 22:00 UT on October 29, 2023, the High Energy L1 Orbiting X-ray Spectrometer (HEL1OS) on board Aditya-L1 has recorded the… pic.twitter.com/X6R9zhdwM5

    — ISRO (@isro) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জানুয়ারির মাঝামাঝি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-1 পৌঁছবে সৌরযান, জানালেন ইসরো প্রধান

HEL1OS নামে এই এক্স-রে স্পেক্ট্রোমিটারটি আদিত্য এল-1 মিশনের জন্য তৈরি করা হয়েছে বেঙ্গালুরুতে ইসরোর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে ৷ স্পেস অ্যাস্ট্রোনমি গ্রুপ এই স্পেক্ট্রোমিটারটি তৈরি করেছে ৷ পৃথিবী থেকে ল্যাগরেঞ্জ পয়েন্ট-1 এর দূরত্ব 1.5 মিলিয়ন কিলোমিটার ৷ সূর্যের বাইরের আবরণের স্তর পরীক্ষা করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই তৈরি হয়েছে ভারতের আদিত্য এল-1 মিশন ৷ ইসরোর সফল চন্দ্রযান-3 মিশনের পর এবার দেশের মহাকাশ বিজ্ঞানীদের চোখ রয়েছে এই সৌরযান মিশনের সাফল্যের উপর ৷ 2 সেপ্টেম্বর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় আদিত্য এল-1 ৷ 127 দিন পর এই সৌরযানের গন্তব্যে পৌঁছনোর কথা ৷

নয়াদিল্লি, 7 নভেম্বর: সৌরশিখার এক্স-রে ঝলক তুলতে সফল হল ভারতের সৌরযান আদিত্য এল-1 ৷ ইসরোর তরফে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে ৷ ভারতের এই সৌরযানে HEL1OS নামে যে এক্স-রে স্পেক্ট্রোমিটার রয়েছে তার মাধ্যমেই এই সৌরশিখার উচ্চক্ষমতার এক্স-রে ঝলক তুলতে পেরেছে এই মহাকাশ যানটি ৷

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, যাত্রাপথে সৌরশিখার এক্স-রে ঝলক তুলতে পেরেছে আদিত্য এল-1 এর স্পেক্ট্রোমিটার ৷ 29 অক্টোবর এই এক্স-রে তথ্য তোলা হয়েছে ৷ সূর্য ও পৃথিবার মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট-1 রয়েছে সেখানে পাঠানো হচ্ছে আদিত্য এল-1কে ৷ ওই গন্তব্যে যাওয়ার পথেই আদিত্য এল-1 এর এক্স-রে স্পেক্ট্রোমিটার সৌরশিখার ওই তথ্য সংগ্রহ করেছে ৷

ইসরো জানিয়েছে, সৌরশিখা থেকে বিভিন্ন ইলেক্ট্রো ম্যাগনেটিক স্পেকট্রাম যেমন রেডিও তরঙ্গে, অপটিকাল তরঙ্গ, অতি বেগুনি রশ্মি, নরম এক্স-রে তরঙ্গ, কঠিন এক্স-রে তরঙ্গ ও গামা বর্ণালী নির্গত হয় ৷ গত 27 অক্টোবর থেকে কাজ শুরু করেছে HEL1OS নামে এই এক্স-রে স্পেক্ট্রোমিটারটি ৷ সূর্যের শক্তিশালী এক্স-রে তরঙ্গ পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে এই স্পেক্ট্রোমিটারটি ৷

  • Aditya-L1 Mission:
    HEL1OS captures first High-Energy X-ray glimpse of Solar Flares

    🔸During its first observation period from approximately 12:00 to 22:00 UT on October 29, 2023, the High Energy L1 Orbiting X-ray Spectrometer (HEL1OS) on board Aditya-L1 has recorded the… pic.twitter.com/X6R9zhdwM5

    — ISRO (@isro) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জানুয়ারির মাঝামাঝি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-1 পৌঁছবে সৌরযান, জানালেন ইসরো প্রধান

HEL1OS নামে এই এক্স-রে স্পেক্ট্রোমিটারটি আদিত্য এল-1 মিশনের জন্য তৈরি করা হয়েছে বেঙ্গালুরুতে ইসরোর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে ৷ স্পেস অ্যাস্ট্রোনমি গ্রুপ এই স্পেক্ট্রোমিটারটি তৈরি করেছে ৷ পৃথিবী থেকে ল্যাগরেঞ্জ পয়েন্ট-1 এর দূরত্ব 1.5 মিলিয়ন কিলোমিটার ৷ সূর্যের বাইরের আবরণের স্তর পরীক্ষা করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই তৈরি হয়েছে ভারতের আদিত্য এল-1 মিশন ৷ ইসরোর সফল চন্দ্রযান-3 মিশনের পর এবার দেশের মহাকাশ বিজ্ঞানীদের চোখ রয়েছে এই সৌরযান মিশনের সাফল্যের উপর ৷ 2 সেপ্টেম্বর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় আদিত্য এল-1 ৷ 127 দিন পর এই সৌরযানের গন্তব্যে পৌঁছনোর কথা ৷

Last Updated : Nov 7, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.