ETV Bharat / bharat

First woman MLA in Nagaland: নাগাল্যান্ডে ইতিহাস, প্রথম মহিলা বিধায়ক পেল উত্তর-পূর্বের এই রাজ্য - NDPP BJP alliance set to retain power

60 আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে সিংহভাগ আসনে জয়ী হয়েছেন এনডিপিপি-বিজেপি জোট প্রার্থীরা ৷ জিতেছেন এনডিপিপি (NDPP) এর মহিলা প্রার্থী হেখানি জাখালু (Nagaland woman MLA) ৷

ETV Bharat
নাগাল্যান্ডের প্রথম মহিলা বিধায়ক
author img

By

Published : Mar 2, 2023, 4:01 PM IST

Updated : Mar 2, 2023, 4:53 PM IST

কোহিমা, 2 মার্চ: ইতিহাস তৈরি হল নাগাল্যান্ডের রাজনীতিতে ৷ এই প্রথম কোনও মহিলা বিধায়ক পেল উত্তর-পূর্বের এই রাজ্য ৷ বৃহস্পতিবার ফল ঘোষণা হয়েছে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ৷ ডিমাপুর-3 বিধানসভা আসন থেকে জয়ী হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা এনডিপিপি (NDPP) এর প্রার্থী হেকানি জাখালু (Hekani Jakhalu) ৷

48 বছর বয়সি হেকানি জয়ী হয়েছেন 1 হাজার 536 ভোটে ৷ তিনিই হলেন প্রথম মহিলা যিনি নাগাল্যান্ডের বিধানসভার সদস্য হলেন ৷ পেশায় একজন আইনজীবী হেকানি জাখালু ৷ নাগাল্যান্ডের 60টি বিধানসভা আসনে এবার মোট প্রার্থীর সংখ্যা ছিল 183 জন ৷ তাঁদের মধ্যে 4 জন ছিলেন মহিলা প্রার্থী ৷ মার্কিন মুলুক থেকে পড়াশোনা শেষ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়েন হেকানি জাখালু ৷ এই সংস্থাটি নাগাল্যান্ডে যথেষ্ট জনপ্রিয় ৷ এর আগে নারী শক্তি পুরস্কারেও সম্মানিত হয়েছেন হেকানি জাখালু (Nagaland gets first woman MLA)৷

উল্লেখ্য, নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-এনডিপিপি জোট সরকার ৷ 40 টির বেশি আসনে এগিয়ে রয়েছেন এই জোটের প্রার্থীরা ৷ এক্ষেত্রে বুথ ফেরৎ সমীক্ষার ফলই মিলে যেতে চলেছে ৷ উল্লেখ্য, 2018 সাল থেকে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ক্ষমতায় রয়েছে এনডিপিপি-বিজেপি জোট সরকার ৷ গত নির্বাচনে এই জোটের পক্ষে গিয়েছিল 30টি আসন ৷ এবার তার থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে এই জোট (NDPP-BJP alliance set to retain power) ৷

আরও পড়ুন: মমতাকেও যে হারানো যায় দেখিয়ে দিল সাগরদিঘি, তৃণমূলকে হুঁশিয়ারি অধীরের

উল্লেখ্য, বৃহস্পতিবার ফল প্রকাশ হচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ৷ এই তিনটি রাজ্যেই 60টি করে বিধানসভা আসন রয়েছে ৷ ফল অনুযায়ী ফের ত্রিপুরায় ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি ৷ ত্রিশঙ্কু হতে চলেছে মেঘালয় বিধানসভার ফল ৷ তবে মেঘালয়ে খাতা খুলতে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

কোহিমা, 2 মার্চ: ইতিহাস তৈরি হল নাগাল্যান্ডের রাজনীতিতে ৷ এই প্রথম কোনও মহিলা বিধায়ক পেল উত্তর-পূর্বের এই রাজ্য ৷ বৃহস্পতিবার ফল ঘোষণা হয়েছে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ৷ ডিমাপুর-3 বিধানসভা আসন থেকে জয়ী হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা এনডিপিপি (NDPP) এর প্রার্থী হেকানি জাখালু (Hekani Jakhalu) ৷

48 বছর বয়সি হেকানি জয়ী হয়েছেন 1 হাজার 536 ভোটে ৷ তিনিই হলেন প্রথম মহিলা যিনি নাগাল্যান্ডের বিধানসভার সদস্য হলেন ৷ পেশায় একজন আইনজীবী হেকানি জাখালু ৷ নাগাল্যান্ডের 60টি বিধানসভা আসনে এবার মোট প্রার্থীর সংখ্যা ছিল 183 জন ৷ তাঁদের মধ্যে 4 জন ছিলেন মহিলা প্রার্থী ৷ মার্কিন মুলুক থেকে পড়াশোনা শেষ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়েন হেকানি জাখালু ৷ এই সংস্থাটি নাগাল্যান্ডে যথেষ্ট জনপ্রিয় ৷ এর আগে নারী শক্তি পুরস্কারেও সম্মানিত হয়েছেন হেকানি জাখালু (Nagaland gets first woman MLA)৷

উল্লেখ্য, নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-এনডিপিপি জোট সরকার ৷ 40 টির বেশি আসনে এগিয়ে রয়েছেন এই জোটের প্রার্থীরা ৷ এক্ষেত্রে বুথ ফেরৎ সমীক্ষার ফলই মিলে যেতে চলেছে ৷ উল্লেখ্য, 2018 সাল থেকে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ক্ষমতায় রয়েছে এনডিপিপি-বিজেপি জোট সরকার ৷ গত নির্বাচনে এই জোটের পক্ষে গিয়েছিল 30টি আসন ৷ এবার তার থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে এই জোট (NDPP-BJP alliance set to retain power) ৷

আরও পড়ুন: মমতাকেও যে হারানো যায় দেখিয়ে দিল সাগরদিঘি, তৃণমূলকে হুঁশিয়ারি অধীরের

উল্লেখ্য, বৃহস্পতিবার ফল প্রকাশ হচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ৷ এই তিনটি রাজ্যেই 60টি করে বিধানসভা আসন রয়েছে ৷ ফল অনুযায়ী ফের ত্রিপুরায় ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি ৷ ত্রিশঙ্কু হতে চলেছে মেঘালয় বিধানসভার ফল ৷ তবে মেঘালয়ে খাতা খুলতে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Mar 2, 2023, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.