ETV Bharat / bharat

Heavy Snowfall at Gangotri: বরফের চাদরে ঢাকল গঙ্গোত্রী, দেখুন ভিডিয়ো

সকাল থেকেই তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় । প্রবল তুষারপাতের কারণে গঙ্গোত্রী মন্দির ও তার আশেপাশের এলাকা বরফের পুরু স্তরে ঢাকা পড়েছে (Heavy Snowfall) । এর অপরূপ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে গঙ্গোত্রীতে ।

Snowfall at Gangotri
বরফের চাদরে ঢাকল গঙ্গোত্রী
author img

By

Published : Jan 30, 2023, 10:43 PM IST

পাহাড়ের চূড়াগুলি রুপোর মতো ঝলমল করছে

উত্তরকাশী(উত্তরাখণ্ড), 30 জানুয়ারি: হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ৷ প্রবল তুষারপাত উত্তরকাশীতে ৷ বরফের চাদরে ঢাকল গঙ্গোত্রী ও আশেপাশের এলাকা (Heavy snowfall at Gangotri) ৷ পাহাড়ের চূড়াগুলি রুপোর মতো ঝলমল করছে ৷ তুষারপাতের পর বাড়তে শুরু করেছে ঠান্ডা ৷ আর এই ঠান্ডা থেকে বাঁচতে মানুষ আগুনের ধারে আশ্রয় নিচ্ছেন ৷ বাড়ি থেকে বোড়নো দুষ্কর হয়ে পড়েছে ৷

তাপমাত্রা হ্রাস: সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 10 ডিগ্রি সেলসিয়াসে ৷ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 1 ডিগ্রি সেলসিয়াসে । আড়াই হাজারের বেশি উচ্চতা সম্পন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা ৷ অব্যাহত বৃষ্টি ও তুষারপাত ৷ একই সঙ্গে উচু হিমালয় অঞ্চলে তুষারপাত এবং নিম্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে । যার জেরে জেলা সদর-সহ আশপাশের এলাকায় শীত বেড়েছে । তুষারপাত ও শৈত্যপ্রবাহকে সামনে রেখে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে ।

আবহাওয়া মেজাজ বদলেছে: উত্তরকাশীতে সোমবার আবহাওয়া হঠাৎ করেই গতি পালটায় । সকাল থেকেই নিম্নাঞ্চলে বৃষ্টি এবং উঁচু পাহাড়ে তুষারপাত শুরু হয়েছে । গঙ্গোত্রী, যমুনোত্রী, হর্ষিল, দায়রা বুগিয়াল, রাডি টপ, হরকিদুন, কেদারকাঁথা-সহ অন্যান্য উচু জায়গায় তুষারপাত হচ্ছে । অন্যদিকে নিচু এলাকায় বৃষ্টির সঙ্গে বেড়েছে শৈত্যপ্রবাহ । এতে গোটা জেলায় শীত বেড়েছে । জেলা সদরের সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । ক্রমবর্ধমান ঠান্ডার কারণে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা (Uttarakhand snowfall) ।

আবহাওয়া দফতরের সতর্কতা: ঠান্ডা আবহাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে সতর্ক করা হয়েছে । খরসালি যমুনা মন্দিরের পুরোহিত বিকাশ উনিয়াল জানান, গ্রামের পাশাপাশি আশপাশের পাহাড়ে তুষারপাত হচ্ছে, যার কারণে প্রচণ্ড ঠান্ডা পড়েছে । অন্যদিকে আড়াই হাজারের বেশি উচ্চতা বিশিষ্ট মরি ব্লকের সাঁকরি তর্কিদুন এলাকায়ও একই রকম অবস্থা বিরাজ করছে । দমকল আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, আবহাওয়া দফতরের সতর্কতার পরিপ্রেক্ষিতে জেলায় আড়াই হাজারের বেশি উচ্চতা-সহ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে । এর পরও পূর্ণ সতর্কতা নেওয়া হচ্ছে ।

পাহাড়ের চূড়াগুলি রুপোর মতো ঝলমল করছে

উত্তরকাশী(উত্তরাখণ্ড), 30 জানুয়ারি: হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ৷ প্রবল তুষারপাত উত্তরকাশীতে ৷ বরফের চাদরে ঢাকল গঙ্গোত্রী ও আশেপাশের এলাকা (Heavy snowfall at Gangotri) ৷ পাহাড়ের চূড়াগুলি রুপোর মতো ঝলমল করছে ৷ তুষারপাতের পর বাড়তে শুরু করেছে ঠান্ডা ৷ আর এই ঠান্ডা থেকে বাঁচতে মানুষ আগুনের ধারে আশ্রয় নিচ্ছেন ৷ বাড়ি থেকে বোড়নো দুষ্কর হয়ে পড়েছে ৷

তাপমাত্রা হ্রাস: সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 10 ডিগ্রি সেলসিয়াসে ৷ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 1 ডিগ্রি সেলসিয়াসে । আড়াই হাজারের বেশি উচ্চতা সম্পন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা ৷ অব্যাহত বৃষ্টি ও তুষারপাত ৷ একই সঙ্গে উচু হিমালয় অঞ্চলে তুষারপাত এবং নিম্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে । যার জেরে জেলা সদর-সহ আশপাশের এলাকায় শীত বেড়েছে । তুষারপাত ও শৈত্যপ্রবাহকে সামনে রেখে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে ।

আবহাওয়া মেজাজ বদলেছে: উত্তরকাশীতে সোমবার আবহাওয়া হঠাৎ করেই গতি পালটায় । সকাল থেকেই নিম্নাঞ্চলে বৃষ্টি এবং উঁচু পাহাড়ে তুষারপাত শুরু হয়েছে । গঙ্গোত্রী, যমুনোত্রী, হর্ষিল, দায়রা বুগিয়াল, রাডি টপ, হরকিদুন, কেদারকাঁথা-সহ অন্যান্য উচু জায়গায় তুষারপাত হচ্ছে । অন্যদিকে নিচু এলাকায় বৃষ্টির সঙ্গে বেড়েছে শৈত্যপ্রবাহ । এতে গোটা জেলায় শীত বেড়েছে । জেলা সদরের সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । ক্রমবর্ধমান ঠান্ডার কারণে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা (Uttarakhand snowfall) ।

আবহাওয়া দফতরের সতর্কতা: ঠান্ডা আবহাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে সতর্ক করা হয়েছে । খরসালি যমুনা মন্দিরের পুরোহিত বিকাশ উনিয়াল জানান, গ্রামের পাশাপাশি আশপাশের পাহাড়ে তুষারপাত হচ্ছে, যার কারণে প্রচণ্ড ঠান্ডা পড়েছে । অন্যদিকে আড়াই হাজারের বেশি উচ্চতা বিশিষ্ট মরি ব্লকের সাঁকরি তর্কিদুন এলাকায়ও একই রকম অবস্থা বিরাজ করছে । দমকল আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, আবহাওয়া দফতরের সতর্কতার পরিপ্রেক্ষিতে জেলায় আড়াই হাজারের বেশি উচ্চতা-সহ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে । এর পরও পূর্ণ সতর্কতা নেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.