নয়াদিল্লি, 22 জুলাই : আজ দিল্লির যন্তর মন্তরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে কৃষক সংগঠনগুলির ৷ আর সেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়েছে ৷ গতকাল রাত থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করেছিল দিল্লি পুলিশ ৷ আজ সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথ সিংঘু সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অন্যদিকে যন্তর মন্তরে কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিতে সিংঘু সীমানার উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ সেখান থেকে তিনি এবং অন্যান্য কৃষক নেতারা যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেবেন ৷
প্রসঙ্গত, 2020 সালের 26 অক্টোবর থেকে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব সহ উত্তর ভারত তথা দেশের প্রতিটি প্রান্তে, কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে ৷ যাকে ঘিরে এ বছর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালিকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী দিল্লি ৷ জাতীয় রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সিংঘু সীমানায় কৃষকরা অবস্থান বিক্ষোভে বসেছেন ৷ যা গত অক্টোবর থেকে চলে আসছে ৷
তিনটি নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ-আন্দোলনকে আজ আরও জোরদার করতে চাইছে তিরিশটিরও বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ ৷ সেই কর্মসূচি অনুযায়ী, আজ যন্তর মন্তরে শর্ত সাপেক্ষে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছে কৃষক সংগঠনগুলি ৷ যেখানে দিল্লি পুলিশের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, সংযুক্ত কিষাণ মোর্চার তরফে 200 জনের বেশি আন্দোলনকারী যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না ৷ আর কিষাণ মজদুর সংঘের তরফে 6 জন সেখানে থাকতে পারবেন ৷ বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করতে হবে বলে অনুমতিপত্রে জানিয়েছে দিল্লি পুলিশ প্রশাসন ৷
আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার
সংযুক্ত কিষাণ মোর্চার তরফে অবস্থান বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করা হবে বলে জানানো হয়েছে ৷ তবে, তা সত্ত্বেও রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে নিরাপত্তার বহর চোখে পড়ার মতো ৷ সিংঘু সীমানা এবং তিকরি সীমানাকে কার্যত দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ ৷ বিশাল সংখ্যায় লাঠিধারী পুলিশ মোতায়েনের পাশাপাশি, প্রতিটি মোড়ে মোড়ে লোহার ব্যারিকেড বসানো হয়েছে ৷ প্রতিবাদ কর্মসূচি চলাকালীন যন্তর মন্তরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই দিকেও নজর রাখা হয়েছে ৷ কৃষকদের যে মিছিল সিংঘু সীমানা থেকে যন্তর মন্তরে আসবে, সেই মিছিল যাতে রাজধানীর অন্য কোনও দিকে ছড়িয়ে না পড়ে তাও নজরে রাখা হয়েছে ৷ সেই কারণে যন্তর মন্তর সহ সংসদ ভবনের আশপাশে প্রতিটি রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে ৷
আরও পড়ুন : কৃষি আইন প্রত্যাহার নিয়ে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাকেশ টিকায়েত
অন্যদিকে, কৃষকদের দাবি মানাতে সরকারের উপর চাপ তৈরির পূর্ণ কৌশল নিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা ৷ আজ দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় কৃষক নেতা প্রেম সিং ভাঙ্গু বলেন, ‘‘আমাদের পরবর্তী লক্ষ্য বিজেপির প্রাণকেন্দ্র উত্তরপ্রদেশ ৷ আমাদের মিশন উত্তরপ্রদেশ আগামী 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে ৷ আমরা বিজেপিকে সম্পূর্ণভাবে একঘরে করে দেব ৷ তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করা ছাড়া, অন্য কোনও বিকল্পপথ নেই ৷ আমরা আলোচনা করতে তৈরি ৷’’
অন্যদিকে, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত আজ সিংঘু সীমানা হয়ে যন্তর মন্তরে পৌঁছাবেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও 8 জন কৃষক নেতা থাকবেন ৷ তাঁরা একসঙ্গে যন্তর মন্তরে যাবেন ৷ সেখানে তাঁরা ‘কিষাণ সংসদ’ গঠন করবেন ৷ এই কিষাণ সংসদ সংসদে বাদল অধিবেশনের কাজকর্মের উপর নজর রাখবে ৷