ETV Bharat / bharat

যন্তর মন্তরে কৃষক আন্দোলন, দুর্গ-র চেহারা নিয়েছে রাজধানী - Three Farm Law

তিনটি নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ-আন্দোলনকে আজ আরও জোরদার করতে চাইছে তিরিশটিরও বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ ৷ সেই কর্মসূচি অনুযায়ী, আজ যন্তর মন্তরে শর্ত সাপেক্ষে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছে কৃষক সংগঠনগুলি ৷

heavy-security-deployment-at-national-capital-delhi-in-view-of-farmer-protest-against-at-jantar-mantar
যন্তর মন্তরে কৃষক আন্দোলন, দুর্গ-র চেহারা নিয়েছে জাতীয় রাজধানী
author img

By

Published : Jul 22, 2021, 10:41 AM IST

নয়াদিল্লি, 22 জুলাই : আজ দিল্লির যন্তর মন্তরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে কৃষক সংগঠনগুলির ৷ আর সেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়েছে ৷ গতকাল রাত থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করেছিল দিল্লি পুলিশ ৷ আজ সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথ সিংঘু সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অন্যদিকে যন্তর মন্তরে কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিতে সিংঘু সীমানার উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ সেখান থেকে তিনি এবং অন্যান্য কৃষক নেতারা যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেবেন ৷

প্রসঙ্গত, 2020 সালের 26 অক্টোবর থেকে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব সহ উত্তর ভারত তথা দেশের প্রতিটি প্রান্তে, কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে ৷ যাকে ঘিরে এ বছর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালিকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী দিল্লি ৷ জাতীয় রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সিংঘু সীমানায় কৃষকরা অবস্থান বিক্ষোভে বসেছেন ৷ যা গত অক্টোবর থেকে চলে আসছে ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
দিল্লিতে দ্বিস্তর ব্যারিকেড

তিনটি নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ-আন্দোলনকে আজ আরও জোরদার করতে চাইছে তিরিশটিরও বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ ৷ সেই কর্মসূচি অনুযায়ী, আজ যন্তর মন্তরে শর্ত সাপেক্ষে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছে কৃষক সংগঠনগুলি ৷ যেখানে দিল্লি পুলিশের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, সংযুক্ত কিষাণ মোর্চার তরফে 200 জনের বেশি আন্দোলনকারী যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না ৷ আর কিষাণ মজদুর সংঘের তরফে 6 জন সেখানে থাকতে পারবেন ৷ বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করতে হবে বলে অনুমতিপত্রে জানিয়েছে দিল্লি পুলিশ প্রশাসন ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
সিংঘুর উদ্দেশে রওনা কৃষক নেতা রাকেশ টিকায়েতের

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

সংযুক্ত কিষাণ মোর্চার তরফে অবস্থান বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করা হবে বলে জানানো হয়েছে ৷ তবে, তা সত্ত্বেও রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে নিরাপত্তার বহর চোখে পড়ার মতো ৷ সিংঘু সীমানা এবং তিকরি সীমানাকে কার্যত দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ ৷ বিশাল সংখ্যায় লাঠিধারী পুলিশ মোতায়েনের পাশাপাশি, প্রতিটি মোড়ে মোড়ে লোহার ব্যারিকেড বসানো হয়েছে ৷ প্রতিবাদ কর্মসূচি চলাকালীন যন্তর মন্তরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই দিকেও নজর রাখা হয়েছে ৷ কৃষকদের যে মিছিল সিংঘু সীমানা থেকে যন্তর মন্তরে আসবে, সেই মিছিল যাতে রাজধানীর অন্য কোনও দিকে ছড়িয়ে না পড়ে তাও নজরে রাখা হয়েছে ৷ সেই কারণে যন্তর মন্তর সহ সংসদ ভবনের আশপাশে প্রতিটি রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
তিকরি সীমানায় মোতায়েন পুলিশ

আরও পড়ুন : কৃষি আইন প্রত্যাহার নিয়ে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাকেশ টিকায়েত

অন্যদিকে, কৃষকদের দাবি মানাতে সরকারের উপর চাপ তৈরির পূর্ণ কৌশল নিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা ৷ আজ দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় কৃষক নেতা প্রেম সিং ভাঙ্গু বলেন, ‘‘আমাদের পরবর্তী লক্ষ্য বিজেপির প্রাণকেন্দ্র উত্তরপ্রদেশ ৷ আমাদের মিশন উত্তরপ্রদেশ আগামী 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে ৷ আমরা বিজেপিকে সম্পূর্ণভাবে একঘরে করে দেব ৷ তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করা ছাড়া, অন্য কোনও বিকল্পপথ নেই ৷ আমরা আলোচনা করতে তৈরি ৷’’

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
যন্তর মন্তরে মোতায়েন ব়্যাফ

অন্যদিকে, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত আজ সিংঘু সীমানা হয়ে যন্তর মন্তরে পৌঁছাবেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও 8 জন কৃষক নেতা থাকবেন ৷ তাঁরা একসঙ্গে যন্তর মন্তরে যাবেন ৷ সেখানে তাঁরা ‘কিষাণ সংসদ’ গঠন করবেন ৷ এই কিষাণ সংসদ সংসদে বাদল অধিবেশনের কাজকর্মের উপর নজর রাখবে ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
যন্তর মন্তরে নিরাপত্তায় মোতায়েন মহিলা ব়্যাফ

নয়াদিল্লি, 22 জুলাই : আজ দিল্লির যন্তর মন্তরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে কৃষক সংগঠনগুলির ৷ আর সেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়েছে ৷ গতকাল রাত থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করেছিল দিল্লি পুলিশ ৷ আজ সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথ সিংঘু সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অন্যদিকে যন্তর মন্তরে কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিতে সিংঘু সীমানার উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ সেখান থেকে তিনি এবং অন্যান্য কৃষক নেতারা যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেবেন ৷

প্রসঙ্গত, 2020 সালের 26 অক্টোবর থেকে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব সহ উত্তর ভারত তথা দেশের প্রতিটি প্রান্তে, কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে ৷ যাকে ঘিরে এ বছর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালিকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী দিল্লি ৷ জাতীয় রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সিংঘু সীমানায় কৃষকরা অবস্থান বিক্ষোভে বসেছেন ৷ যা গত অক্টোবর থেকে চলে আসছে ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
দিল্লিতে দ্বিস্তর ব্যারিকেড

তিনটি নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ-আন্দোলনকে আজ আরও জোরদার করতে চাইছে তিরিশটিরও বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ ৷ সেই কর্মসূচি অনুযায়ী, আজ যন্তর মন্তরে শর্ত সাপেক্ষে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছে কৃষক সংগঠনগুলি ৷ যেখানে দিল্লি পুলিশের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, সংযুক্ত কিষাণ মোর্চার তরফে 200 জনের বেশি আন্দোলনকারী যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না ৷ আর কিষাণ মজদুর সংঘের তরফে 6 জন সেখানে থাকতে পারবেন ৷ বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করতে হবে বলে অনুমতিপত্রে জানিয়েছে দিল্লি পুলিশ প্রশাসন ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
সিংঘুর উদ্দেশে রওনা কৃষক নেতা রাকেশ টিকায়েতের

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

সংযুক্ত কিষাণ মোর্চার তরফে অবস্থান বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করা হবে বলে জানানো হয়েছে ৷ তবে, তা সত্ত্বেও রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে নিরাপত্তার বহর চোখে পড়ার মতো ৷ সিংঘু সীমানা এবং তিকরি সীমানাকে কার্যত দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ ৷ বিশাল সংখ্যায় লাঠিধারী পুলিশ মোতায়েনের পাশাপাশি, প্রতিটি মোড়ে মোড়ে লোহার ব্যারিকেড বসানো হয়েছে ৷ প্রতিবাদ কর্মসূচি চলাকালীন যন্তর মন্তরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই দিকেও নজর রাখা হয়েছে ৷ কৃষকদের যে মিছিল সিংঘু সীমানা থেকে যন্তর মন্তরে আসবে, সেই মিছিল যাতে রাজধানীর অন্য কোনও দিকে ছড়িয়ে না পড়ে তাও নজরে রাখা হয়েছে ৷ সেই কারণে যন্তর মন্তর সহ সংসদ ভবনের আশপাশে প্রতিটি রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
তিকরি সীমানায় মোতায়েন পুলিশ

আরও পড়ুন : কৃষি আইন প্রত্যাহার নিয়ে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাকেশ টিকায়েত

অন্যদিকে, কৃষকদের দাবি মানাতে সরকারের উপর চাপ তৈরির পূর্ণ কৌশল নিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা ৷ আজ দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় কৃষক নেতা প্রেম সিং ভাঙ্গু বলেন, ‘‘আমাদের পরবর্তী লক্ষ্য বিজেপির প্রাণকেন্দ্র উত্তরপ্রদেশ ৷ আমাদের মিশন উত্তরপ্রদেশ আগামী 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে ৷ আমরা বিজেপিকে সম্পূর্ণভাবে একঘরে করে দেব ৷ তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করা ছাড়া, অন্য কোনও বিকল্পপথ নেই ৷ আমরা আলোচনা করতে তৈরি ৷’’

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
যন্তর মন্তরে মোতায়েন ব়্যাফ

অন্যদিকে, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত আজ সিংঘু সীমানা হয়ে যন্তর মন্তরে পৌঁছাবেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও 8 জন কৃষক নেতা থাকবেন ৷ তাঁরা একসঙ্গে যন্তর মন্তরে যাবেন ৷ সেখানে তাঁরা ‘কিষাণ সংসদ’ গঠন করবেন ৷ এই কিষাণ সংসদ সংসদে বাদল অধিবেশনের কাজকর্মের উপর নজর রাখবে ৷

Heavy security deployment at National Capital Delhi in view of farmer protest against at Jantar Mantar
যন্তর মন্তরে নিরাপত্তায় মোতায়েন মহিলা ব়্যাফ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.