মুম্বই, 9 জুন : একদিন আগেই মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন অংশে ঢুকে পড়ল বর্ষা ৷ আর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনী প্রবল আকারে ধেয়ে এসে আঘাত করল মায়ানগরীকে ৷ বুধবার ভোররাত থেকে নাগাড়ে বৃষ্টিতে মুম্বই শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ যার প্রভাব পড়েছে রেল ও সড়ক পরিবহণের উপরও ৷ বিপর্যস্ত জনজীবন ৷
জাতীয় আবহাওয়া দফতরের মুম্বই অফিসের প্রধান জয়ন্ত সরকার জানিয়েছেন, "আজ মুম্বইতে বর্ষা ঢুকেছে ৷" এ বছর বর্ষা অনেক তাড়াতাড়ি এসেছে দেশে ৷ আগে যেখানে 10 জুন কেরালায় বর্ষা প্রবেশ করত, সেখানে এ বার তা 3 জুন ঢুকে পড়েছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, মুম্বই ও শহরতলিতে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ তবে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
আজ সকাল 8.30টা পর্যন্ত গত 24 ঘণ্টায় মুম্বইয়ের কোলাবা অবজারভেটরির হিসেব অনুযায়ী 77 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷ ওই একই সময়ে সান্তাক্রুজে বৃষ্টি হয়েছে 60 মিলিমিটার ৷ মুম্বই, তার পূর্ব ও পশ্চিম শহরতলিতে ওই সময়ে যথাক্রমে 48.49 মিলিমিটার, 66.99 মিলিমিটার ও 48.99 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷
আরও পড়ুন: আজ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
মুম্বই, কিং সার্কেলের গান্ধি মার্কেট এলাকা, ভিলে পার্লেতে সিওন ও মিলানের মতো নানা নীচু এলাকায় হাঁটু-জল ৷ মিলানের সাবওয়েতে অটো ও বাইককে প্রায় ভাসতে দেখা গিয়েছে ৷ এর ফলে সড়ক পরিষেবা থমকে গিয়েছে ৷ একই অবস্থা রেল পরিষেবারও ৷ জমা জলে ঢেকেছে বহু রেললাইন ৷ লোকাল ট্রেন দেরিতে চলছে বিভিন্ন এলাকায় ৷ রেললাইনে জমা জল ও প্রবল বৃষ্টির কারণে ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে কুর্লা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির কারণে চুনাবাট্টি ও সিওন-কুরলা সেকশনের মাঝে রেললাইন জলের তলায় চলে যাওয়ায় আগাম সতর্কতা নিতে সিএসএমটি-থানে মেইনলাইন পরিষেবা ও সিএসএমটি-ভাসি হার্বার লাইন পরিষেবা সকাল 10.20 থেকে বন্ধ রাখা হয়েছে ৷ ট্রান্স হার্বার লাইন ও বিএসইউ পরিষেবা স্বাভাবিক ভাবেই চলছে ৷
আগামী 48 ঘণ্টার মধ্যে বর্ষার প্রভাব মহারাষ্ট্রের পাশাপাশি তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওডিশা হয়ে পশ্চিমবঙ্গে আরও প্রবল হবে বলে মনে করছে আবহাওয়া দফতর ৷