হায়দরাবাদ, 6 জানুয়ারি: 6 বছরের মনু (Boy and His Cancer)৷ একরত্তি বয়সেই তাকে অনেকটা পরিণত করে দিয়েছে পরিস্থিতি (Heart Touching Story)৷ যে সময়টা তার নির্ভেজাল আনন্দে ছুটে বেড়ানোর কথা, তখনই তার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার ৷ তাঁর আবার মস্তিষ্কে ৷ এইটুকু বয়সেও রোগের গভীরতা বুঝতে অসুবিধে হয়নি শিশুটির ৷ আর সবকিছু জানার পর নিজের জন্য নয়, সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল বাবা-মায়ের জন্য ৷ তাই ডাক্তারের কাছে কাতর আর্তি জানায় সে, "ডাক্তারবাবু, বাবা-মাকে কিছু বলবেন না ৷ ওরা সহ্য করতে পারবে না ৷"
হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের প্রখ্যাত নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার টুইটে যে কথা জানিয়েছেন তা চোখে জল এনে দিয়েছে নেটনাগরিকদের ৷ তাঁর কাছে নাকি মনু বলেছিল, "ডাক্তারবাবু, আমার চতুর্থ পর্যায়ের ক্যানসার হয়েছে ৷ আর মাত্র মাস ছয়েক বাঁচব ৷ এই বিষয়ে আমার বাবা-মাকে কিছু বলো না ৷"
-
4. I discussed the medical treatment with parents and answered a few queries. They were about to leave, when Manu requested his parents to allow him to talk to me in private. Parents accepted his request. #Cancer #seizure #Children
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">4. I discussed the medical treatment with parents and answered a few queries. They were about to leave, when Manu requested his parents to allow him to talk to me in private. Parents accepted his request. #Cancer #seizure #Children
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 20234. I discussed the medical treatment with parents and answered a few queries. They were about to leave, when Manu requested his parents to allow him to talk to me in private. Parents accepted his request. #Cancer #seizure #Children
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023
বুধবার টুইটারে মনুর ঘটনা শেয়ার করেছেন ডা. কুমার ৷ তিনি লিখেছেন, "খুব ব্যস্ত ওপিডি চলছিল ৷ সেই সময় এক অল্পবয়সি দম্পতি প্রবেশ করলেন । তাঁরা বলেন, 'মনু বাইরে অপেক্ষা করছে । তার ক্যান্সার হয়েছে, কিন্তু আমরা তাকে তা জানাইনি । অনুগ্রহ করে তাকে দেখুন এবং আপনার পরামর্শ দিন । তার রোগের কথা তাকে জানাবেন না'৷"
বাবা-মায়ের কথা শোনার পর মনুকে ভেতরে নিয়ে আসতে বলেন ডা. কুমার ৷ হুইলচেয়ারে চেম্বারে প্রবেশ করে শিশুটি ৷ ডা. কুমারের কথায়, "মুখে হাসি ছিল ওর ৷ দেখে বেশ স্মার্ট ও আত্মবিশ্বাসী মনে হয়েছিল ৷" তিনি আরও বলেন, "মেডিক্যাল হিস্ট্রি ও রেকর্ড পর্যালোচনা করে মনুর মস্তিষ্কের বাম দিকে গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্ম গ্রেড 4 নির্ণয় করা হয়েছিল ৷ যার কারণে তার ডান হাত এবং পায়ে প্যারালাইসিস হয়েছিল । তার অস্ত্রোপচার করা হয়েছিল এবং কেমোথেরাপি চলছিল । মস্তিষ্কের ক্যান্সারের কারণে খিঁচুনিও হয় ৷"
আরও পড়ুন: সময়মত চিকিৎসা করলে কোলন ক্যানসার নিরাময় সম্ভব
ডাক্তারের পরামর্শ নেওয়ার পর যখন যাওয়ার পালা, তখন মনু একান্তে ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য অনুমতি চায় তার বাবা-মায়ের কাছে ৷ তাঁরা আপত্তি করেননি ৷ তাঁরা চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার পর যা ঘটে, তার বর্ণনা দিয়েছেন ডা. কুমার ৷ তিনি লেখেন, "বাবা-মা বাইরে বেরিয়ে যাওয়ার পরে মনু বলে - 'ডাক্তার, আমি আইপ্যাডে রোগ সম্পর্কে সব পড়েছি এবং আমি জানি যে আমি আর 6 মাস বাঁচব ৷ কিন্তু আমি আমার বাবা-মাকে এ কথা জানাইনি ৷ কারণ ওদের মন খারাপ হবে ৷ ওরা আমাকে খুব ভালোবাসে । দয়া করে ওদের এ কথা জানিয়ো না'৷"
-
6. I was shocked and couldn't speak for a few moments. I gathered myself- "sure, I will take care of what you said".
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I called his parents and requested them to speak to me after making Manu wait outside.
I shared the entire conversation that transpired between Manu and me.
">6. I was shocked and couldn't speak for a few moments. I gathered myself- "sure, I will take care of what you said".
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023
I called his parents and requested them to speak to me after making Manu wait outside.
I shared the entire conversation that transpired between Manu and me.6. I was shocked and couldn't speak for a few moments. I gathered myself- "sure, I will take care of what you said".
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023
I called his parents and requested them to speak to me after making Manu wait outside.
I shared the entire conversation that transpired between Manu and me.
এ কথা শুনে কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে যান ডাক্তারবাবু ৷ একরত্তির মুখে এই কথা ছুঁয়ে যায় তাঁর অন্তরকে ৷ দ্রুত নিজেকে সামলে নিয়ে তিনি শিশুটিকে আশ্বস্ত করে বলেন যে, তিনি তার অনুরোধ রাখবেন ৷ এরপর মনুর সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়ে আলাদা করে তার বাবা-মাকে জানান ডা. কুমার ৷ বিষয়টি পরিবারকে জানানো অনেক বেশি জরুরি ছিল বলে তিনি তাঁর প্রতিশ্রুতি রাখতে পারেননি বলে জানিয়েছেন ডাক্তারবাবু ৷
তিনি লিখেছেন, "এটা অত্যাবশ্যকীয় ছিল যে, যতটুকু সময় বাকি রয়েছে শিশুটিকে নিয়ে পরিবার যাতে একসঙ্গে ভালো ভাবে তা কাটাতে পারে ৷" সন্তানের সেই কথা শুনে চোখের জল বাঁধ মানেনি বাবা-মায়ের ৷
-
8. Parents were in tears but they were still thankful and left OPD with a heavy heart.
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I had almost forgotten this incident, when about 9 months later, the couple returned to see me. I recognized them at once and enquired about Manu's health.
">8. Parents were in tears but they were still thankful and left OPD with a heavy heart.
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023
I had almost forgotten this incident, when about 9 months later, the couple returned to see me. I recognized them at once and enquired about Manu's health.8. Parents were in tears but they were still thankful and left OPD with a heavy heart.
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023
I had almost forgotten this incident, when about 9 months later, the couple returned to see me. I recognized them at once and enquired about Manu's health.
9 মাস পর আবার সেই ডাক্তারের সঙ্গে দেখা করেন মনুর বাবা-মা ৷ তাঁদের চিনতে এতটুকু অসুবিধে হয়নি ডা. কুমারের ৷ তিনি মনুর কথা জিজ্ঞেস করেন ৷ তখন দম্পতি বলেন, "ডাক্তার, আপনার সঙ্গে দেখা হওয়ার পর মনুর সঙ্গে আমাদের খুব ভালো সময় কেটেছে । ও ডিজনিল্যান্ডে যেতে চেয়েছিল ৷ আমরা ওকে নিয়ে গিয়েছিলাম । আমরা চাকরি থেকে সাময়িক ছুটি নিয়েছি এবং মনুর সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছি । এক মাস আগে আমরা তাকে হারিয়েছি । আমাদের সেরা 8 মাস দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আজ এসেছি ৷"