নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির মামলায় শনিবার শুনানি হচ্ছে রাউজ অ্যাভিনিউ আদালতে ৷ এই মামলায় অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং এবং বরখাস্ত হওয়া সহকারি সচিব বিনোদ তোমার ৷ তাঁদের বিরুদ্ধেই শনিবার রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানি শুরু চলছে । আদালতে উপস্থিত রয়েছেন বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং । তাঁর সঙ্গে রয়েছেন দিল্লি কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি জয়প্রকাশও ।
উল্লেখ্য, কুস্তিগীর ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া ও সাক্ষী মালিক এবং অন্যান্য কুস্তিগীররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন । তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে তাঁরা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভও দেখান । দিল্লি পুলিশ এই বিষয়ে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে । এই মামলায় চার্জশিটও আদালতে পেশ করেছে দিল্লি পুলিশ ৷
-
#WATCH | Former WFI president and BJP MP Brij Bhushan Sharan Singh arrived at Rouse Avenue Court in Delhi. pic.twitter.com/LxgaMZrTU2
— ANI (@ANI) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Former WFI president and BJP MP Brij Bhushan Sharan Singh arrived at Rouse Avenue Court in Delhi. pic.twitter.com/LxgaMZrTU2
— ANI (@ANI) September 16, 2023#WATCH | Former WFI president and BJP MP Brij Bhushan Sharan Singh arrived at Rouse Avenue Court in Delhi. pic.twitter.com/LxgaMZrTU2
— ANI (@ANI) September 16, 2023
মহিলা কুস্তিগীরদের পক্ষে আইনজীবী রেবেকা জন জানিয়েছেন যে এফআইআর ও চার্জশিটে থাকা তথ্যকে ব্রিজ ভূষণ আদালতে চ্যালেঞ্জ করেননি । এছাড়াও, এই মামলায় শুধুমাত্র একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল, যাতে সমস্ত অভিযোগকারীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে । সমস্ত এফআইআর একই ব্যক্তির বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছে । অভিযোগকারীরা সবাই একই ধরনের অপরাধের কথা বলেছেন । আইনজীবী রেবেকা জন আরও জানান, একজনই একাধিক অপরাধ করলে তাঁকে সব অভিযোগের মুখোমুখি হতে হয় ।
আরও পড়ুন: ব্রিজভূষণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর দিল্লির আদালতে
এর আগের শুনানিতে রেবেকা জনের সওয়াল জবাব শোনার পর, রাউজ অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) হরজিৎ সিং জসপাল মামলার পরবর্তী শুনানি 15 সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন ৷ সেই কারণে আজ, শনিবার 16 সেপ্টেম্বর এই মামলার শুনানি শুরু হয়েছে ৷