মান্ডেয়া (কর্নাটক), 7 জানুয়ারি : স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় এক ছাত্রীকে জোর করে ইউনিফর্ম খোলানো এবং বেত দিয়ে মারার অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে (Headmistress Allegedly Beaten and Strip A Girl Student) ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের মান্ডেয়া জেলার শ্রীরঙ্গাপট্টনার এক সরকারি স্কুলে ৷ অভিযোগ পেয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক স্কুল শিক্ষা দফতর ৷
গত সপ্তাহে ওই সরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মোবাইল ফোন নিয়ে গিয়েছিল ৷ অভিযোগ, সেই অপরাধে প্রধান শিক্ষিকা ক্লাস রুমে অন্যান্য পড়ুয়াদের সামনেই তাকে বিবস্ত্র করান ৷ এর পর বেত দিয়ে নৃশংসভাবে মারধর করেন ওই ছাত্রীকে ৷ এমনকি ওই ছাত্রী বিবস্ত্র অবস্থায় প্রায় এক ঘণ্টা ক্লাসরুমে দাঁড় করিয়ে রাখেন প্রধান শিক্ষিকা ৷ এই অভিযোগ পেয়েই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক স্কুল শিক্ষা দফতর ৷
অন্যদিকে, নির্যাতিতা ছাত্রী জানিয়েছে, সে স্কুলে মোবাইল ফোন নিয়ে গিয়েছে শুনে প্রধান শিক্ষিকা রেগে যান ৷ স্কুলে লাঞ্চ টাইমে এক শিক্ষিকা পড়ুয়াদের নির্দেশ দেন, যারা স্কুলে মোবাইল নিয়ে গিয়েছে, সেই সব পড়ুয়া তা যেন স্কুলে জমা দেয় ৷ ওই ছাত্রী অভিযোগ করেছে, প্রধান শিক্ষিকা তাদের হুমকি দেন, যদি তারা নিজেরা মোবাইল ফোন জমা না দেয়, তবে তাদের বিবস্ত্র করিয়ে ছেলেদের দিয়ে খোঁজানো হবে ৷
আরও পড়ুন : Minor Sexual Abuse : টিভি দেখানোর অছিলায় নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার প্রতিবেশী
যদিও, প্রধান শিক্ষিকা তা করেননি বলে জানিয়েছেন ওই ছাত্রী ৷ তবে, ক্লাসের সব ছেলেদের বাইরে বের করে দেন তিনি ৷ এর পর যাদের কাছে মোবাইল ছিল, তাদের বেত দিয়ে মারেন এবং পরে ক্লাসের বাকি ছাত্রীদের সামনে বিবস্ত্র করান (Beaten and Strip A Girl Student for Carrying Mobile Phone) ৷ এমনকি মাটিতে বসিয়ে রাখা হয় ওই অবস্থায় ৷ অভিযোগ পেয়ে কর্নাটক স্কুল শিক্ষা দফতরের তরফে এক আধিকারিককে ওই স্কুলে পাঠানো হয় তথ্য সংগ্রহের জন্য ৷ সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত প্রধান শিক্ষিকা তাঁর কঠোর শাস্তি প্রদানের জন্য কুখ্যাত ৷ এমনকি এর আগে সাসপেন্ডও হয়েছিলেন ৷ আর এ বার ফের একবার তাঁর নক্কারজনক শাস্তির কবলে পড়ল ছাত্রীরা ৷