নয়াদিল্লি, 4 নভেম্বর: ফের দূষণে জেরবার রাজধানী (Delhi Air Pollution)৷ বাতাসের মান 'গুরুতর' বা 'সিভিয়র' বিভাগে নেমে গিয়েছে ৷ তার জেরে শুক্রবার সকালে দিল্লিতে আবারও ফিরল পুরনো স্মৃতি ৷ ধোঁয়াশায় ঢাকল দিল্লি ও এনসিআর (Haze covers Delhi-NCR skies)৷ পরিস্থিতি মোকাবিলায় আগামিকাল, শনিবার থেকে সব প্রাথমিক স্কুল বন্ধ থাকবে (Delhi Primary schools To Be Closed) বলে ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ দূষণ রোধে কেন্দ্রীয় সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছেন কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান ৷
দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) আজও 'গুরুতর' বিভাগে রয়েছে ৷ সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সাফার) অনুসারে, শুক্রবার টানা দ্বিতীয় দিনে রাজধানীর বাতাসের গুণমান 'গুরুতর' বিভাগে রয়ে গিয়েছে । বৃহস্পতিবার রাতে একিউআই 418 থেকে আরও খারাপ হয়ে শুক্রবার সকালে 'গুরুতর' বিভাগ 437-এ পৌঁছেছে । পরিবেশে PM 2.5 এবং PM 10 উভয়ের ঘনত্ব আজ সকালে যথাক্রমে 437 এবং 418 অর্থাৎ 'গুরুতর' বিভাগেই ছিল । SAFAR-এর হিসেবে, দিল্লির PM 2.5 ঘনত্বে খড় পোড়ানোর অবদান প্রায় 34 শতাংশ । এ দিকে, দিল্লির প্রতিবেশী শহর নয়ডার AQI-ও 'গুরুতর' বিভাগে রয়েছে ৷ এক লাফে তা বেড়ে হয়েছে 526 ৷
শূন্য এবং 50 এর মধ্যে AQI 'ভালো' বলে বিবেচিত হয় ৷ 51 থেকে 100 'সন্তোষজনক', 101 থেকে 200 'মধ্যম', 201 থেকে 300 'খারাপ', 301 থেকে 400 'খুব খারাপ' এবং 401 থেকে 500 'গুরুতর' ধরা হয় ।
আরও পড়ুন: দিল্লির দূষণ রোধে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ মন্ত্রীর, তোপ বিজেপিকে
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মানের সঙ্গে আজ একটি সাংবাদিক সম্মেলন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, শনিবার থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এবং শহরের বায়ুর মান উন্নত না হওয়া পর্যন্ত পঞ্চম থেকে সপ্তম শ্রেণিতে শ্রেণিকক্ষের বাইরের যাবতীয় কার্যক্রম সীমিত থাকবে । তিনি বলেছেন, "শনিবার থেকে দিল্লিতে প্রাথমিক ক্লাস বন্ধ থাকবে ৷ জোড়-বিজোড় স্কিম নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে ৷ আমরা স্কুলে পঞ্চম-অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বহিরঙ্গন ক্রীড়া কার্যক্রম বন্ধ করছি ।"
কেজরিওয়াল আরও বলেন, "এখন দোষারোপ পালটা দোষারোপ ও রাজনীতির সময় নয় ৷ বরং সমস্যার সমাধান খোঁজার সময় । কেজরিওয়াল বা পঞ্জাব সরকারকে দোষারোপ করে কোনও লাভ হবে না । যেহেতু আমাদের সরকার পঞ্জাবে, তাই খড় পোড়ানোর জন্য আমরাই দায়ী । আমরা সেখানে সরকার গঠন করেছি মাত্র ছয় মাস হয়েছে এবং সেখানে কিছু সমস্যা সমাধান করা হচ্ছে । আমরা সমাধান খুঁজছি । সমস্যাটি সমাধানের জন্য আমাদের এক বছরের সময় দিন ৷"