ETV Bharat / bharat

Cross-Border Marriage: ইন্দোনেশিয়ার তরুণীকে বিয়ে হাথরসের যুবকের, দেখতে ভিড় এলাকাবাসীর - ইন্দোনেশিয়ার তরুণীকে বিয়ে হাথরসের যুবকের

হাথরসে বিয়ে ইন্দোনেশিয়ান তরুণীর সঙ্গে উত্তরপ্রদেশের যুবকের (Cross-Border Marriage) । বৃহস্পতিবার ভারতীয় রীতি মেনে বিয়ে করেন দু'জনে । আশেপাশের গ্রামের মানুষও এই বিয়ে দেখতে ছুটে আসেন ।

Indian Indonesian Wedding
ইন্দোনেশিয়ান তরুণী
author img

By

Published : Mar 11, 2023, 4:15 PM IST

হাথরস (উত্তরপ্রদেশ), 11 মার্চ: এবার দু'হাত এক হল ইন্দোনেশিয়ার কনের সঙ্গে উত্তরপ্রদেশের হাথরসের পাত্রের ৷ বৃহস্পতিবার তাঁরা গাঁটছড়া বাঁধলেন সাদাবাদের নওগাঁ গ্রামে ৷ ভারতীয় রীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে (Hathras Young Man gets hitched with Indonesian girl) ৷ পাত্র সেনায় কর্মরত বলে জানা গিয়েছে ৷ আর ভারত ও ইন্দোনেশিয়ার এই মেলবন্ধন এখন চর্চায় উঠে এসেছে ৷ বিয়ে নিয়ে আলোচনা করছে সকলে ৷

ইন্দোনেশিয়ান তরুণীর (Indonesian Girl) নাম মার্গেরিলা ক্যামেলিয়া ৷ যুবকের নাম জয়নারায়ণ ৷ কয়েকবছর আগে ভারতীয় নৌবাহিনীতে কর্মরত জয়নারায়ণের সঙ্গে ফেসবুকে মার্গেরিলা ক্যামেলিয়ার আলাপ হয় ৷ তারপর তা বন্ধুত্বে গড়ায় । সেখান থেকে দু'জনেই একে অপরের প্রেমে পড়েন । সে কথা বাড়িতে জানান দু'জনেই ৷ ইন্দোনেশিয়ান তরুণীর পরিবারের কাছে তাঁকে বিয়ে করার কথা বলেন জয়নারায়ণ ৷ তাদের অনুমতি পান তিনি ৷ তারপরেই হিন্দু রীতি মেনে বিয়ে করলেন তাঁরা । উভয়ের পরিবারের সম্মতিতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৷ নবদম্পতিকে আশীর্বাদ করেছে পরিবারের লোকেরা ।

জয়নারায়ণের এক বন্ধুর জানান, তাঁরা দু'জনই এর আগে ক্যাথলিক চার্চে বিয়ে করেছেন ৷ এরপর বৃহস্পতিবার তাঁরা গ্রামে হিন্দু রীতি মেনে বিয়ে সারলেন । বিয়েতে সবাই খুশি ও সন্তুষ্ট । উভয়ের পরিবারই নবদম্পতিকে আশীর্বাদ করেছে। এই বিয়ের সাক্ষী হতে শুধু গ্রামের মানুষই নয়, আশেপাশের গ্রামের মানুষও গেস্ট হাউসে পৌঁছে ছিলেন বলে তিনি জানান ।

Indonesian girl
ভারতীয় রীতি মেনে বিয়ে

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিদেশের পাত্রী এসেছে এই দেশে ৷ রাশিয়া থেকে আমেরিকান পাত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভারতীয় যুবক ৷ আর তা হয়েছে দুই পরিবারের মত নিয়ে ৷ বিদেশি বৌমা পেয়ে খুশী হতে দেখা গিয়েছে ভারতীয় পরিবারগুলিকে ৷ এমনকী পরে এখানকার ভাষাও বলতে শোনা গিয়েছে তাদের মুখে ৷ তারা এখানকার রীতিনীতি থেকে ভাষাকে আপন করে নিয়েছে ৷ বাংলায়ও এমন অনেক দম্পত্তি রয়েছেন ৷

আরও পড়ুন: ঋষিকেশে ভারতীয় রীতি মেনে বিয়ে সারলেন কানাডার সাংসদের ছেলে

হাথরস (উত্তরপ্রদেশ), 11 মার্চ: এবার দু'হাত এক হল ইন্দোনেশিয়ার কনের সঙ্গে উত্তরপ্রদেশের হাথরসের পাত্রের ৷ বৃহস্পতিবার তাঁরা গাঁটছড়া বাঁধলেন সাদাবাদের নওগাঁ গ্রামে ৷ ভারতীয় রীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে (Hathras Young Man gets hitched with Indonesian girl) ৷ পাত্র সেনায় কর্মরত বলে জানা গিয়েছে ৷ আর ভারত ও ইন্দোনেশিয়ার এই মেলবন্ধন এখন চর্চায় উঠে এসেছে ৷ বিয়ে নিয়ে আলোচনা করছে সকলে ৷

ইন্দোনেশিয়ান তরুণীর (Indonesian Girl) নাম মার্গেরিলা ক্যামেলিয়া ৷ যুবকের নাম জয়নারায়ণ ৷ কয়েকবছর আগে ভারতীয় নৌবাহিনীতে কর্মরত জয়নারায়ণের সঙ্গে ফেসবুকে মার্গেরিলা ক্যামেলিয়ার আলাপ হয় ৷ তারপর তা বন্ধুত্বে গড়ায় । সেখান থেকে দু'জনেই একে অপরের প্রেমে পড়েন । সে কথা বাড়িতে জানান দু'জনেই ৷ ইন্দোনেশিয়ান তরুণীর পরিবারের কাছে তাঁকে বিয়ে করার কথা বলেন জয়নারায়ণ ৷ তাদের অনুমতি পান তিনি ৷ তারপরেই হিন্দু রীতি মেনে বিয়ে করলেন তাঁরা । উভয়ের পরিবারের সম্মতিতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৷ নবদম্পতিকে আশীর্বাদ করেছে পরিবারের লোকেরা ।

জয়নারায়ণের এক বন্ধুর জানান, তাঁরা দু'জনই এর আগে ক্যাথলিক চার্চে বিয়ে করেছেন ৷ এরপর বৃহস্পতিবার তাঁরা গ্রামে হিন্দু রীতি মেনে বিয়ে সারলেন । বিয়েতে সবাই খুশি ও সন্তুষ্ট । উভয়ের পরিবারই নবদম্পতিকে আশীর্বাদ করেছে। এই বিয়ের সাক্ষী হতে শুধু গ্রামের মানুষই নয়, আশেপাশের গ্রামের মানুষও গেস্ট হাউসে পৌঁছে ছিলেন বলে তিনি জানান ।

Indonesian girl
ভারতীয় রীতি মেনে বিয়ে

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিদেশের পাত্রী এসেছে এই দেশে ৷ রাশিয়া থেকে আমেরিকান পাত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভারতীয় যুবক ৷ আর তা হয়েছে দুই পরিবারের মত নিয়ে ৷ বিদেশি বৌমা পেয়ে খুশী হতে দেখা গিয়েছে ভারতীয় পরিবারগুলিকে ৷ এমনকী পরে এখানকার ভাষাও বলতে শোনা গিয়েছে তাদের মুখে ৷ তারা এখানকার রীতিনীতি থেকে ভাষাকে আপন করে নিয়েছে ৷ বাংলায়ও এমন অনেক দম্পত্তি রয়েছেন ৷

আরও পড়ুন: ঋষিকেশে ভারতীয় রীতি মেনে বিয়ে সারলেন কানাডার সাংসদের ছেলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.