ETV Bharat / bharat

নিরাপত্তার কারণে হাথরসের শুনানিতে আদালতে হাজির হল না নির্যাতিতার পরিবার

হাথরসের শুনানিতে আজ হাজির হলেন না নির্যাতিতার পরিবার ৷ এমনকী তাদের আইনজীবী সীমা খুসওয়া-ও হাজির হননি ৷ নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

hathras
হাথরস
author img

By

Published : Mar 24, 2021, 11:09 PM IST

হাথরস, 24 মার্চ : হাথরস কাণ্ডের শুনানিতে উপস্থিত থাকলেন না নির্যাতিতার পরিবারের সদস্য়রা ৷ নির্যাতিতার পরিবারের আইনজীবী সীমা খুসওয়া আগেই জানিয়েছিলেন তাঁরা আজ আদালতে উপস্থিত থাকবেন না ৷ এমনকী তিনিও আজকের শুনানিতে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছিলেন ৷

সীমা খুসওয়া তাঁর একটি বক্তব্য়ে জানিয়েছে, প্রতিবার শুনানির জন্য় দিল্লি থেকে হাথরস যেতেন তিনি ৷ কিন্তু নিরাপত্তার কারণে নির্যাতিতার পরিবার ও তিনি আজ আদালতের শুনানিতে হাজির থাকবেন না৷ পরিবর্তে আদালতের কাছে একটি রিপোর্ট জমা দিয়ে পুরো বিষয়টি জানানো হবে ৷ সেই অনুযায়ী আজকের শুনানিতে উপস্থিত ছিলেন না নির্যাতিতার পরিবার ও আইনজীবী সীমা ৷

আরও পড়ুন- অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে হাথরস মামলা

এর আগে চলতি মাসের 5 তারিখ হাথরসের নির্যাতিতার পরিবারকে হুমকি দেয় কয়েকজন যুবক ৷ পুরো ঘটনাটি হয় আদালত চত্বরে ৷ এরপরেই এই বিষয়ে একটি রিপোর্ট তলব করে এলাহাবাদ হাইকোর্টের লখনউ ব্রাঞ্চ ৷

এরপর 21 মার্চ জানা যায়, হাথরস মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এলাহাবাদ হাইকোর্ট ৷ নির্যাতিতার পরিবার ও আইনজীবীদের সুরক্ষার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ হাথরসের নির্যাতিতার পরিবারের তরফে একটি হলফনামা জমা দেওয়া হয় আদালতে ৷ সেখানে বলা হয়, তাঁদের ও আইনজীবীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ৷ সেই হলফনামা জমা দেওয়ার পরেই আদালতের তরফে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে ৷

ওই ঘটনার পর সীমা জানান, আজ মামলার শুনানিতে উপস্থিত থাকবেন না হাথরসের নির্যাতিতা পরিবারের কোনও সদস্য় এবং তিনিও ৷

হাথরস, 24 মার্চ : হাথরস কাণ্ডের শুনানিতে উপস্থিত থাকলেন না নির্যাতিতার পরিবারের সদস্য়রা ৷ নির্যাতিতার পরিবারের আইনজীবী সীমা খুসওয়া আগেই জানিয়েছিলেন তাঁরা আজ আদালতে উপস্থিত থাকবেন না ৷ এমনকী তিনিও আজকের শুনানিতে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছিলেন ৷

সীমা খুসওয়া তাঁর একটি বক্তব্য়ে জানিয়েছে, প্রতিবার শুনানির জন্য় দিল্লি থেকে হাথরস যেতেন তিনি ৷ কিন্তু নিরাপত্তার কারণে নির্যাতিতার পরিবার ও তিনি আজ আদালতের শুনানিতে হাজির থাকবেন না৷ পরিবর্তে আদালতের কাছে একটি রিপোর্ট জমা দিয়ে পুরো বিষয়টি জানানো হবে ৷ সেই অনুযায়ী আজকের শুনানিতে উপস্থিত ছিলেন না নির্যাতিতার পরিবার ও আইনজীবী সীমা ৷

আরও পড়ুন- অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে হাথরস মামলা

এর আগে চলতি মাসের 5 তারিখ হাথরসের নির্যাতিতার পরিবারকে হুমকি দেয় কয়েকজন যুবক ৷ পুরো ঘটনাটি হয় আদালত চত্বরে ৷ এরপরেই এই বিষয়ে একটি রিপোর্ট তলব করে এলাহাবাদ হাইকোর্টের লখনউ ব্রাঞ্চ ৷

এরপর 21 মার্চ জানা যায়, হাথরস মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এলাহাবাদ হাইকোর্ট ৷ নির্যাতিতার পরিবার ও আইনজীবীদের সুরক্ষার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ হাথরসের নির্যাতিতার পরিবারের তরফে একটি হলফনামা জমা দেওয়া হয় আদালতে ৷ সেখানে বলা হয়, তাঁদের ও আইনজীবীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ৷ সেই হলফনামা জমা দেওয়ার পরেই আদালতের তরফে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে ৷

ওই ঘটনার পর সীমা জানান, আজ মামলার শুনানিতে উপস্থিত থাকবেন না হাথরসের নির্যাতিতা পরিবারের কোনও সদস্য় এবং তিনিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.