ETV Bharat / bharat

Karnal Farmer Death : কারনালে পুলিশের লাঠির আঘাতে আহত আন্দোলনকারী কৃষকের মৃত্যু - দুষ্মন্ত চৌতলা

গতকাল কারনালে পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষে আহত 4 কৃষকের মধ্যে একজনের মৃত্যু হল ৷ গতকাল গভীর রাতে হাসপাতালেই তিনি মারা যান ৷ আজ যে ঘটনায় পুলিশকে কৃষকদের মাথায় লাঠির বাড়ি মারতে নির্দেশ দেওয়া আইএএস আধিকারিকের শাস্তির দাবি জানিয়েছেন হরিয়ানার উপ-মুখ্য়মন্ত্রী দুষ্মন্ত চৌটলা ৷

haryana-one-farmer-dead-due-to-police-lathi-charge-in-karnal
কারনালে পুলিশের লাঠির আঘাতে আহত আন্দোলনকারী কৃষকের মৃত্যু
author img

By

Published : Aug 29, 2021, 8:29 PM IST

কারনাল (হরিয়ানা), 29 অগস্ট : হরিয়ানার বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক ঘিরে গতকাল অশান্ত হয় কারনাল ৷ সেখানে কৃষক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে ঘটনায় 4 জন কৃষক আহত হন ৷ 10 জন পুলিশকর্মীও আহত হয়েছিলেন ৷ সেই ঘটনায় আহত 4 কৃষকের মধ্যে একজন মারা গেলেন ৷ নিহত ওই কৃষকের নাম সুশীল কাজল ৷ ওই কৃষকের বাড়ি কারনালের রাইপুর জাট্টান গ্রামে ৷ আজ হরিয়ানার কৃষক নেতা গুরুনাম চাদুনি টুইট করে তাঁর মৃত্যুর খবর জানান ৷

প্রসঙ্গত, গতকাল হরিয়ানার কারনালে রাজ্য় বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক ছিল ৷ সেই বৈঠকে ঘিরে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা ৷ সেই সময় বিক্ষোভকারী কৃষকদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করেন বিক্ষোভকারী কৃষকরা ৷ এই ঘটনায় 4 জন কৃষক আহত হয়েছিলেন ৷ তাঁদের মধ্যেই একজন রবিবার হাসপাতালে মারা গেলেন ৷ এ নিয়ে কৃষক নেতা গুরুনাম চাদুনি টুইট করে জানান, ‘‘সুশীল কুমার, একজন কৃষক যাঁর 1.5 বিঘা জমি রয়েছে ৷ তিনি গত 9 মাস ধরে কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন ৷ কারনাল টোলপ্লাজায় শনিবার পুলিশি লাঠিচার্জে তিনি আহত হন ৷ রাতে তিনি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ কৃষক সম্প্রদায় সর্বদা তাঁর এই বলিদানের জন্য কৃতজ্ঞ থাকবে ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় দু'জনকে গ্রেফতার করল সিবিআই

এই ঘটনায় হরিয়ানার অ্যাডিশনাল ডিজি আইনশৃঙ্খলা নভদ্বীপ সিং ভিরক বলেন, ‘‘শনিবার দুপুরে কিছু কৃষক মিছিল করে কারনাল শহরে ঢোকার চেষ্টা করছিল ৷ পুলিশ তাঁদের আটকালে উল্টো দিক থেকে পাথর ছোড়া হয় ৷ এর পরেই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ৷ সেই ঘটনায় 4 জন কৃষক এবং 10 পুলিশকর্মী আহত হয়েছেন ৷’’

  • भाई सुशील काजल जो डेढ़ एकड़ के किसान थे 9 महीने से आंदोलन में अपनी हिस्सेदारी दे रहे थे कल करनाल टोल प्लाजा पर जो पुलिस ने लाठियां चलाई उनको बहुत चोट आई थी और रात को हार्ट फेल के कारण शरीर त्याग कर भगवान को प्यारे हो गए हो गए किसान कौम इनके बलिदान की सदा आभारी रहेगी

    शत शत नमन 🙏🏻 pic.twitter.com/wKe1SIFr4O

    — Gurnam Singh Charuni (@GurnamsinghBku) August 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi : ভাবিনার সাফল্য তাৎপর্যপূর্ণ, হকির সাফল্যে খুশি হতেন ধ্যান চাঁদ, ক্রীড়া দিবসে মন কি বাত-এ বললেন মোদি

যদিও পুলিশের লাঠিচার্জের ঘটনায় এক আইএএস আধিকারিকের নির্দেশ দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে ৷ যেখানে দেখা এবং শোনা যাচ্ছে, 2018-র ব্যাচে ওই আইএএস পুলিশকে নির্দেশ দিচ্ছেন, বিক্ষোভকারী কৃষকদের মাথায় লাঠির বাড়ি মারতে ৷ যে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ওই আইএএস আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ স্বয়ং হরিয়ানার উপ-মুখ্য়মন্ত্রী দুষ্মন্ত চৌতলা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷ সাংবাদিক বৈঠক করে তিনি ওই আধিকারিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তিনি বলেন, ‘‘একজন আইএএস আধিকারিক কখনই এমন আচরণ করতে পারেন না ৷ এটা একজন আধিকারিকের আচরণ হতে পারে না ৷ তাঁর সেখানে আরও সংযত হওয়া উচিত ছিল ৷ আমরা তদন্তের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব ৷’’

কারনাল (হরিয়ানা), 29 অগস্ট : হরিয়ানার বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক ঘিরে গতকাল অশান্ত হয় কারনাল ৷ সেখানে কৃষক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে ঘটনায় 4 জন কৃষক আহত হন ৷ 10 জন পুলিশকর্মীও আহত হয়েছিলেন ৷ সেই ঘটনায় আহত 4 কৃষকের মধ্যে একজন মারা গেলেন ৷ নিহত ওই কৃষকের নাম সুশীল কাজল ৷ ওই কৃষকের বাড়ি কারনালের রাইপুর জাট্টান গ্রামে ৷ আজ হরিয়ানার কৃষক নেতা গুরুনাম চাদুনি টুইট করে তাঁর মৃত্যুর খবর জানান ৷

প্রসঙ্গত, গতকাল হরিয়ানার কারনালে রাজ্য় বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক ছিল ৷ সেই বৈঠকে ঘিরে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা ৷ সেই সময় বিক্ষোভকারী কৃষকদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করেন বিক্ষোভকারী কৃষকরা ৷ এই ঘটনায় 4 জন কৃষক আহত হয়েছিলেন ৷ তাঁদের মধ্যেই একজন রবিবার হাসপাতালে মারা গেলেন ৷ এ নিয়ে কৃষক নেতা গুরুনাম চাদুনি টুইট করে জানান, ‘‘সুশীল কুমার, একজন কৃষক যাঁর 1.5 বিঘা জমি রয়েছে ৷ তিনি গত 9 মাস ধরে কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন ৷ কারনাল টোলপ্লাজায় শনিবার পুলিশি লাঠিচার্জে তিনি আহত হন ৷ রাতে তিনি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ কৃষক সম্প্রদায় সর্বদা তাঁর এই বলিদানের জন্য কৃতজ্ঞ থাকবে ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় দু'জনকে গ্রেফতার করল সিবিআই

এই ঘটনায় হরিয়ানার অ্যাডিশনাল ডিজি আইনশৃঙ্খলা নভদ্বীপ সিং ভিরক বলেন, ‘‘শনিবার দুপুরে কিছু কৃষক মিছিল করে কারনাল শহরে ঢোকার চেষ্টা করছিল ৷ পুলিশ তাঁদের আটকালে উল্টো দিক থেকে পাথর ছোড়া হয় ৷ এর পরেই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ৷ সেই ঘটনায় 4 জন কৃষক এবং 10 পুলিশকর্মী আহত হয়েছেন ৷’’

  • भाई सुशील काजल जो डेढ़ एकड़ के किसान थे 9 महीने से आंदोलन में अपनी हिस्सेदारी दे रहे थे कल करनाल टोल प्लाजा पर जो पुलिस ने लाठियां चलाई उनको बहुत चोट आई थी और रात को हार्ट फेल के कारण शरीर त्याग कर भगवान को प्यारे हो गए हो गए किसान कौम इनके बलिदान की सदा आभारी रहेगी

    शत शत नमन 🙏🏻 pic.twitter.com/wKe1SIFr4O

    — Gurnam Singh Charuni (@GurnamsinghBku) August 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi : ভাবিনার সাফল্য তাৎপর্যপূর্ণ, হকির সাফল্যে খুশি হতেন ধ্যান চাঁদ, ক্রীড়া দিবসে মন কি বাত-এ বললেন মোদি

যদিও পুলিশের লাঠিচার্জের ঘটনায় এক আইএএস আধিকারিকের নির্দেশ দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে ৷ যেখানে দেখা এবং শোনা যাচ্ছে, 2018-র ব্যাচে ওই আইএএস পুলিশকে নির্দেশ দিচ্ছেন, বিক্ষোভকারী কৃষকদের মাথায় লাঠির বাড়ি মারতে ৷ যে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ওই আইএএস আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ স্বয়ং হরিয়ানার উপ-মুখ্য়মন্ত্রী দুষ্মন্ত চৌতলা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷ সাংবাদিক বৈঠক করে তিনি ওই আধিকারিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তিনি বলেন, ‘‘একজন আইএএস আধিকারিক কখনই এমন আচরণ করতে পারেন না ৷ এটা একজন আধিকারিকের আচরণ হতে পারে না ৷ তাঁর সেখানে আরও সংযত হওয়া উচিত ছিল ৷ আমরা তদন্তের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.