নুহ, 4 অগস্ট: হিংসার ঘটনায় উত্তপ্ত নুহ, গুরুগ্রাম-সহ হরিয়ানার বিভিন্ন এলাকা ৷ সেই সময় ছুটিতে ছিলেন নুহের এসপি বরুণ সিংলা ৷ এই সংঘর্ষের পর এবার বরুণ সিংলাকে বদলি করল রাজ্য সরকার ৷ তাঁকে ভিওয়ানিতে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁর জায়গায় নুহ জেলার দায়িত্বভার নিলেন আইপিএস নরেন্দ্র বিরজানিয়া ৷ বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্য সচিব একটি নির্দেশ জারি করে এই রদবদলের কথা জানান ৷
হরিয়ানার স্বরাষ্ট্র দফতরের নির্দেশে জানানো হয়, "নুহের বর্তমান এসপি বরুণ সিংলাকে ভিওয়ানির এসপি হিসেবে স্থানান্তরিত করা হল ৷ ভিওয়ানির এসপি বিরজানিয়াকে নুহ জেলার এসপি করা হল ৷" এসপি সিংলার অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্বভার নিয়েছিলেন এসপি নরেন্দ্র বিরজানিয়া ৷ তিনি নিজের কাজকর্ম সামলানোর পাশাপাশি আইন ও শৃঙ্খলার অতিরিক্ত ডিজিপি হিসেবে কর্তব্যরত ছিলেন ৷
31 জুলাই হরিয়ানার নুহ জেলায় একটি মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ উত্তেজিত জনতা ওই মিছিলে হামলা চালায় বলে অভিযোগ ৷ এদিন পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷ ঘটনায় 2 জন হোমগার্ড-সহ 6 জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় 20 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ পরে এলাকায় 144 জারি করা হয় ৷ সাময়িক বিচ্ছিন্ন করা হয় ইন্টারেন্ট সংযোগ ৷ 5 অগস্ট পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে, জানিয়েছে সরকার ৷
আরও পড়ুন: ব্রজ মণ্ডল যাত্রায় নিরাপত্তায় ঘাটতির কারণে হরিয়ানায় হিংসার ঘটনা?
নুহ থেকে ঘটনার রেশ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ফরিদাবাদ, পালওয়াল, গুরুগ্রামে ৷ মঙ্গলবারই গুরুগ্রামে দোকান ভাঙচুর, বস্তি আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা ৷ হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, নুহ ও গুরুগ্রাম জেলায় হিংসার ঘটনায় 159 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ 83 টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা দাবি এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন ৷ তিনি জানিয়েছেন, হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই সংঘর্ষের তদন্ত করা হোক ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, হরিয়ানার হিংসাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ বর্তমান বিজেপি সরকার ৷